Dadasaheb Phalke Awards 2021: ক্রিটিকস বেস্ট অ্যাক্টর পুরস্কারে সম্মানিত প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত
মুম্বইয়ে দাদা সাহেব ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালস (ডিপিআইএফএফ) অ্যাওয়ার্ডের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে সিনে জগতের বিভিন্ন ব্যক্তিত্বকে সম্মানিত করা হয়। এরইমধ্যে সুশান্ত সিংহ রাজপুতকে মরণোত্তর ক্রিটিকস বেস্ট অ্যাক্টর হিসেবে সম্মানিত করা হল। তাঁর শেষ সিনেমা 'দিল বেচারা'-র জন্য প্রয়াত অভিনেতাকে এই পুরস্কার দেওয়া হল।
Dada Saheb Phalke Award 2021: বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর আট মাস কেটে গিয়েছে। কিন্তু অনুরাগীদের মনে তাঁর স্মৃতি এখনও তরতাজা। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীরা এখন নিয়মিত তাঁকে স্মরণ করেন। এরইমধ্যে ফের সংবাদের শিরোনামে প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত। প্রয়াত অভিনেতাকে বিশেষ সম্মানে সম্মানিত করা হল।
মুম্বইয়ে দাদা সাহেব ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালস (ডিপিআইএফএফ) অ্যাওয়ার্ডের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে সিনে জগতের বিভিন্ন ব্যক্তিত্বকে সম্মানিত করা হয়। এরইমধ্যে সুশান্ত সিংহ রাজপুতকে মরণোত্তর ক্রিটিকস বেস্ট অ্যাক্টর হিসেবে সম্মানিত করা হল। তাঁর শেষ সিনেমা 'দিল বেচারা'-র জন্য প্রয়াত অভিনেতাকে এই পুরস্কার দেওয়া হল।
ডিপিআইএফএফ সোশ্যাল মিডিয়ায় এ কথা জানিয়েছে। ডিপিআইএফএফের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সুশান্তর ছবি শেয়ার কর হয়। এতে লেখা ক্রিটিকস বেস্ট অ্যাক্টর...প্রয়াত শ্রী সুশান্ত সিংহ রাজপুত (১৯৮৬-২০২০)।
সুশান্তর এই সম্মানে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা। এ ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়লেন। তাঁরা নানাভাবে প্রয়াত প্রিয় অভিনেতাকে অভিনন্দন জানিয়ে তাঁকে স্মরণ করেন।
উল্লেখ্য, 'কাই পো চে' সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল সুশান্তর। এর পর আর তাঁকে পিছন ফিরে তাকাতে হয়নি। তাঁর কেরিয়ারে 'এমএস ধোনি', 'কেদারনাথ', 'ছিছোরে', 'শুদ্ধ দেশি রোমান্স'-এর মতো সুপারহিট সিনেমায় দুরন্ত অভিনয় করেছেন। শেষবার তাঁকে দেখা গিয়েছিল 'দিল বেচারা' সিনেমায়।
গত বছরের ১৪ জুন মুম্বইয়ে নিজের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল সুশান্তকে। তরতাজা অভিনেতার আকস্মিক মৃত্যুর খবরে শুধু চলচ্চিত্র মহলই নয়, সারা দেশই হতচকিত, শোকবিহ্বল হয়ে পড়েছিল। তাঁর মৃত্যুর ঘটনায় তদন্ত চালাচ্ছে সিবিআই।