এক্সপ্লোর
Advertisement
সুশান্তর স্মৃতির প্রতি শ্রদ্ধা, ৩৪০০ দরিদ্র পরিবারকে অন্নদানের সিদ্ধান্ত তাঁর প্রথম ছবির পরিচালকের
বলিউডের প্রতিশ্রুতিমান তারকা সুশান্ত সিংহ রাজপুত আর নেই। মুম্বইয়ের বান্দ্রায় নিজের বাড়িতে গত ১৪ জুন আত্মঘাতী হয়েছেন ৩৪ বছরের অভিনেতা। তাঁর এই আকস্মিক মৃত্যুতে বিহ্বল, হতচকিত, শোকস্তব্ধ সিনে মহল। এরইমধ্যে প্রয়াত অভিনেতার স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করতে চলচ্চিত্র নির্মাতা অভিষেক কপূর ও তাঁর স্ত্রী প্রজ্ঞা কপূর ৩৪০০ দরিদ্র পরিবারকে অন্নদানের সিদ্ধান্ত নিয়েছেন।
মুম্বই: বলিউডের প্রতিশ্রুতিমান তারকা সুশান্ত সিংহ রাজপুত আর নেই। মুম্বইয়ের বান্দ্রায় নিজের বাড়িতে গত ১৪ জুন আত্মঘাতী হয়েছেন ৩৪ বছরের অভিনেতা। তাঁর এই আকস্মিক মৃত্যুতে বিহ্বল, হতচকিত, শোকস্তব্ধ সিনে মহল। এরইমধ্যে প্রয়াত অভিনেতার স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করতে চলচ্চিত্র নির্মাতা অভিষেক কপূর ও তাঁর স্ত্রী প্রজ্ঞা কপূর ৩৪০০ দরিদ্র পরিবারকে অন্নদানের সিদ্ধান্ত নিয়েছেন।
প্রজ্ঞা বলেছেন, এভাবেই সুশান্ত ও তাঁর সৃষ্টিশীলতাকে শ্রদ্ধা জানাতে চাই। তিনি যা কিছু করেছেন, যে কৃতিত্ব অর্জন করেছেন, এভাবেই তাকে স্মরণ করতে চাই। বন্ধু হিসেবে এভাবেই সুশান্তকে তাঁরা শ্রদ্ধা জানাতে চান বলে জানিয়েছেন প্রজ্ঞা।
অভিষেক কপূর পরিচালিত কাই পো চে (২০১৩) সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল সুশান্তর। এরপর ২০১৮-তে ‘কেদারনাথ’ সিনেমায় দেখা গিয়েছিল পরিচালক ও অভিনেতার যুগলবন্দি।
সুশান্তর শেষকৃত্যানুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিষেক ও প্রজ্ঞা। সুশান্তের অকাল প্রয়াণে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করতে গিয়ে অভিষেক সুশান্তকে অসাধারণ অভিনেতা বলে অভিহিত করেছিলেন। তিনি লিখেছিলেন, আমার বন্ধুর প্রয়াণে আমি শোকাহত-মর্মাহত। আমরা একসঙ্গে বিশেষ দুটি সিনেমা করেছিলাম। ও ছিল দুর্দান্ত ও সহৃদয় অভিনেতা। চরিত্রে প্রাণ ফুটিয়ে তুলতে প্রচণ্ড পরিশ্রম করত। আমি তাঁর পরিবারকে সমবেদনা জানাই। ওর অভাব খুব অনুভব করব। নক্ষত্রজগতে থাকো। সুশান্তর স্মৃতির উদ্দেশ্যে এই দাতব্য পরিচালিত হবে প্রজ্ঞার এনজিও এক সাথ: দ্য আর্থ ফাউন্ডেশনের মাধ্যমে।View this post on Instagram
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement