এক্সপ্লোর
মৃত্যুর আগে সুশান্ত আর্থিক লগ্নির নমিনি করেছিলেন দিদি প্রিয়ঙ্কা সিংহকে
এর থেকেই ইঙ্গিত মিলেছে যে, পরিবার ও বিশেষ করে, প্রিয়ঙ্কা সিংহর সঙ্গে সুশান্তর সম্পর্কে কোনও চিড় ছিল না।
নয়াদিল্লি: গত মে মাসেই কিছু আর্থিক লগ্নি করেছিলেন বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত। সেই লগ্নিতে নমিনি করেছিলেন দিদি প্রিয়ঙ্কা সিংহকে। এক ব্যাঙ্ক কর্মীর সঙ্গে প্রয়াত অভিনেতার চ্যাট মেসেজ উল্লেখ করে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে। এর থেকেই ইঙ্গিত মিলেছে যে, পরিবার ও বিশেষ করে, প্রিয়ঙ্কা সিংহর সঙ্গে সুশান্তর সম্পর্কে কোনও চিড় ছিল না।
গত ১৪ জুন বান্দ্রায় নিজের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল ৩৪ বছরের অভিনেতাকে।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে সুশান্ত ও একটি বেসরকারি ব্যাঙ্ক কর্মীর চ্যাট মেসেজ প্রকাশ করা হয়েছে। চ্যাট থেকে ইঙ্গিত মিলেছে যে, কিছু লগ্নি নিয়ে তাঁদের মধ্যে কথাবার্তা হচ্ছিল।
এর আগে গত ৮ জুনের সুশান্ত ও প্রিয়ঙ্কার চ্যাট মেসেজ থেকে জানা গিয়েছিল যে, প্রিয়ঙ্কা সেলফোনে দিল্লি থেকে প্রেসক্রিপশনের ছবি তুলে পাঠিয়েছিলেন। ওই প্রেসক্রিপশন তিনি অ্যান্টিডিপ্রেস্যান্ট ও অ্যান্টি-অ্যাংজাইটির তিনটি ওষুধের সুপারিশ করেছিলেন। প্রিয়ঙ্কা সুশান্তকে এক সপ্তাহ পর্যন্ত লিব্রিয়াম ক্যাপস্যুল খাওয়ার কথা বলেছিলেন। এরপর সকালে জলখাবারের পর নেক্সিটো ১০ এমজি প্রতিদিন খেতে বলেছিন। এই সমস্ত কথোপোকথন মেসেঞ্জার অ্যাপের মাধ্যমে হয়েছিল।প্রিয়ঙ্কা তাঁর ভাইকে জরুরিকালিন ভিত্তিতে ব্যবহারের জন্য লোনাজেপ ট্যাবলেট সঙ্গে রাখতে বলেছিলেন।
এই বিষয়টি নিয়ে রিয়া চক্রবর্তীর আইনজীবী সতীশ মানেশিন্ডে সংবাদমাধ্যমকে বলেছিলেন যে, রিয়া চক্রবর্তী সিবিআই ও ইডি-কে দেওয়া বয়ানে বলেছেন, গত ৮ জুন প্রিয়ঙ্কা সুশান্তর সঙ্গে চ্যাট করেছিলেন। প্রিয়ঙ্কা সুশান্তকে প্রেসক্রিপশন ছাড়াই তিনটি ওষুধ খেতে বলেছিলেন। রিয়া এর প্রতিবাদ করেছিলেন। কারণ, সুশান্ত চিকিত্সকের প্রেসক্রাইব করা ওষুধ খাচ্ছিলেন। বিষয়টি নিয়ে রিয়ার সুশান্তর সঙ্গে বচসা হয়। এরপর সুশান্তকে রিয়াকে চলে যেতে বলেছিলেন। এ কথা শুনে রিয়া তাঁকে বাড়ি নিয়ে যেতে ভাই শৌভিক চক্রবর্তীকে ডেকে পাঠান।
সুশান্তর বাবার আইনজীবী বিকাশ সিংহ সম্প্রতি বলেছিলেন যে, সুশান্ত শুধু উৎকন্ঠার সমস্যায় ভুগতেন বলে পরিবারের জানা ছিল। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, এটা কোনও ভাবেই পরিবারের অবস্থানের সঙ্গে বৈপরিত্যপূর্ণ নয়। সুশান্তর কোনও মানসিক সমস্যা ছিল বলে পরিবারের জানা ছিল। সুশান্ত তাঁর উৎকন্ঠার সমস্যা পরিবারকে জানিয়েছিলেন এবং তাঁর দিদি কিছু সেল্ফ মেডিকেশন করেছিলেন। যেহেতু লকডাউন চলছিল, সেজন্য তিনি দিল্লি থেকে একটি প্রেসক্রিপশন পেয়েছিলেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement