Saheb-Sushmita: সাহেব নাকি সুস্মিতার ডোরেমন আর সুপারম্যান! জন্মদিনের খোলা চিঠিতে কী প্রেমের ইস্তেহার?
Sushmita Dey and Saheb Bhattacharjee: ধারাবাহিক 'কথা'-র নায়ক নায়িকা তাঁরা। তবে তাঁদের সেই পর্দার প্রেম নাকি গড়িয়েছে বাস্তবেও। সাহেবের সঙ্গেই প্রেম করছেন সুস্মিতা।

কলকাতা: তাঁদের প্রেম নিয়ে, সম্পর্ক নিয়ে গুঞ্জন তো কিছু কম নেই! ছোটপর্দার এই নায়ক নায়িকাকে মানুষ যে বাস্তবেও একসঙ্গে দেখতে চান, তা আর আলাদা করে বলে দিতে হয় না। তবে টলিউডের কানাঘুষো বলে.. জল্পনা সত্যি! প্রেমই করছেন ধারাবাহিকের এই দুই চরিত্র। আর ধারাবাহিকের সেই নায়কের জন্মদিনে নায়িকা কি বাস্তবেও প্রেমের ইস্তেহার করলেন? সোশ্যাল মিডিয়ায় নায়কের বাহুলগ্না হয়ে কোন 'কথা' বলতে চাইলেন 'কথা'?
কথা হচ্ছে অভিনেত্রী সুস্মিতা দে (Sushmita Dey) ও অভিনেতা সাহেব ভট্টাচার্য্য (Saheb Bhattacharjee)-কে নিয়ে। ধারাবাহিক 'কথা'-র নায়ক নায়িকা তাঁরা। তবে তাঁদের সেই পর্দার প্রেম নাকি গড়িয়েছে বাস্তবেও। সাহেবের সঙ্গেই প্রেম করছেন সুস্মিতা। আর সোশ্যাল মিডিয়ায় অভিনেতার সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়ে মনের কথা লিখে ফেললেন সুস্মিতা।
অভিনেত্রী সাহেবের জন্মদিনে লিখছেন, 'আরও একটা বছর কাটুক হাসি-খুশি আর আনন্দেতে। আশা করি তোমার জীবনের আগামী বছরগুলো আরও সফলতা, আরও আনন্দ নিয়ে আসবে তোমার জন্য়। আগামী বছরগুলো যেন তোমার কাছে হয়ে ওঠে আরও বিশেষ। আর এই সমস্ত বাহ্যিক কথাবার্তার ফাঁকে.. তোমায় মন থেকে একটা কথাই বলতে চাই। শুভ জন্মদিন সাহেব ভট্টাচার্য্য। আমার ডোরেমন আর সুপারম্যান। গোটা পৃথিবী তোমার জীবনটা আনন্দে আর খুশিতে পরিপূর্ণ করে তুলুক। তুমি মানুষের জীবন রঙিন করে তোলো। তুমি যেমন আছো, ঠিক তেমনটাই থাকো। আমায় সহ্য করার জন্য আর আমায় এতদিন ধরে যা যা শিখিয়েছো তার জন্য় তোমায় অনেক ধন্যবাদ।'
সোশ্যাল মিডিয়ায় অনেকেই মনে করছেন, এটাই সুস্মিতার প্রেমের ইস্তেহার। এখানে ছত্রে ছত্রে ধরা পড়েছে সুস্মিতা ও সাহেবের ভাল বন্ধুত্বের কথাই। অন্যদিকে, এর আগে সুস্মিতার একটি সম্পর্ক ছিল। হয়ে গিয়েছিল বাগদানও। তবে শোনা গিয়েছে সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছে সুস্মিতাই।
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।






















