![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Sushmita Sen Daughter Birthday: বড় মেয়ের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় ভালোবাসা ভরা পোস্ট সুস্মিতা সেনের
সুস্মিতা সেন আপাতত ব্যস্ত রয়েছেন 'আরিয়া' ছবির নতুন সিজন নিয়ে। প্রথম সিজনে তাঁর অভিনয় দেখে সমালোচকরাও প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন।
![Sushmita Sen Daughter Birthday: বড় মেয়ের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় ভালোবাসা ভরা পোস্ট সুস্মিতা সেনের Sushmita Sen Wishes Daughter Renee On Birthday With Heartfelt Post Two Decades Of Being Your Maa Sushmita Sen Daughter Birthday: বড় মেয়ের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় ভালোবাসা ভরা পোস্ট সুস্মিতা সেনের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/04/2ffa4a7c8bbe4f72b9ded38076f29bb6_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই : প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন (Sushmita Sen) বরাবরই নিজের জীবনটাকে নিজের মতো করেই বাঁচেন। সিঙ্গল মাদার হয়ে দুই মেয়েকে দত্তক নেওয়া থেকে বয়সে ছোট প্রেমিকের সঙ্গে খোলাখুলি মেলামেশা, সবই তিনি করেন কারও কোনও পরোয়া না করেই। ট্রোলারদের কথায় একেবারেই কান দেওয়া পছন্দ করেন না সুস্মিতা সেন। দুই মেয়েকে নিয়ে তাঁর সুখের সংসার। সঙ্গে অবশ্যই থাকেন প্রেমিক রহমান শল। আজ তাঁর বড় মেয়ে রেনের জন্মদিন। মেয়ের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করলেন মা।
শনিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে রেনের দুটি মিষ্টি ছবি পোস্ট করে মা সুস্মিতা সেন লিখেছেন, 'শুভ জন্মদিন আমার প্রথম ভালোবাসা। আমরা বাইশে পা দিলাম। তোমার মা হিসেবে দুটো দশক কাটিয়ে ফেললাম। প্রার্থনা করি, ঈশ্বর তোমায় সবসময় আশির্বাদ করুন। প্রার্থনা করি, তোমার সুন্দর হৃদয় যা চায়, তুমি যেন তাই পাও।' প্রসঙ্গত, ২০০০ সালে বড় মেয়ে রেনেকে দত্তক নেন 'ম্যায় হুঁ না' অভিনেত্রী সুস্মিতা সেন। এরপর ২০১০ সালে ছোট মেয়ে আলিশাকে দত্তক নেন অভিনেত্রী। দুই মেয়ের সঙ্গে তিনি প্রায়ই নিত্যনতুন ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।
জীবনটাকে কীভাবে উপভোগ করতে হয় তা খুব ভালো করেই জানেন সুস্মিতা সেন। কিছুদিন আগেই কালো পোশাকে দু-হাত ছড়ানো একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অভিনেত্রী। যা দেখে নেট নাগরিকরাও কমেন্ট করে অভিনেত্রীকে বলেছিলেন যে, 'মুক্ত জীবনের অন্যতম উদাহরণ সুস্মিতা সেন'। বলিউডে ভিন্ন ভিন্ন ধরনের ছবিতে অভিনয়। কখনও কমেডি ছবি, তো কখনও অ্যাকশন। আবার কখনও বা সিরিয়াস চরিত্রে। সমস্ত চরিত্রেই যে তিনি দক্ষতার সঙ্গে অভিনয় করতে পারেন, তা বারবার প্রমাণ করে দিয়েছেন সুস্মিতা সেন।
বাঙালি সুন্দরী সুস্মিতা সেন আপাতত ব্যস্ত রয়েছেন 'আরিয়া' ছবির নতুন সিজন নিয়ে। প্রথম সিজনে তাঁর অভিনয় দেখে সমালোচকরাও প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন। ওয়েব সিরিজ 'আরিয়া'তে অভিনয় করে সেরা অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডও পেয়েছিলেন তিনি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)