Hrithik Roshan Birthday: 'শ্রেষ্ঠ বাবা' হৃতিককে জন্মদিনে শুভেচ্ছা সুজান খানের, পোস্ট করলেন মিষ্টি ভিডিও
Hrithik Roshan Birthday: কাজের ক্ষেত্রে হৃতিককে এরপর 'বিক্রম বেদ' ছবিতে দেখা যাবে। তাঁর নিজের জন্মদিনে অনুরাগীদেরও উপহার দিয়েছেন অভিনেতা।
![Hrithik Roshan Birthday: 'শ্রেষ্ঠ বাবা' হৃতিককে জন্মদিনে শুভেচ্ছা সুজান খানের, পোস্ট করলেন মিষ্টি ভিডিও Sussanne Khan sends big hug to Hrithik Roshan on his birthday calls him best dad ever Hrithik Roshan Birthday: 'শ্রেষ্ঠ বাবা' হৃতিককে জন্মদিনে শুভেচ্ছা সুজান খানের, পোস্ট করলেন মিষ্টি ভিডিও](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/10/56fa0603f46a83d19ffddf5606cd30fd_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: হৃতিক রোশন এবং সুজান খানের বিবাহ বিচ্ছেদ হয়েছে বেশ কয়েক বছর আগেই, তবে তা দু'জনের মধ্যে আর কোনও তিক্ততা রাখেনি। তাঁরা দু'জনেই একে অপরের সঙ্গে থেকেছেন প্রয়োজনে, একে অন্যের পাশে থেকেছেন। আজ অভিনেতার জন্মদিনে, সুজান তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি মিষ্টি ভিডিও পোস্ট করেছেন। সেখানে বছরের পর বছর ধরে সন্তানদের সঙ্গে অভিনেতার কাটানো একাধিক মুহূর্তের ছবি রয়েছে। ভিডিও পোস্ট করে হৃতিককে 'সেরা বাবা' বলে সম্বোধন করেন সুজান এবং সঙ্গে বড় আলিঙ্গন পাঠিয়েছেন।
হৃতিকের সঙ্গে তাঁর দুই ছেলে হৃহান ও হৃদানের একাধিক দারুণ মুহূর্তের ছবি একত্রিত করা ভিডিওয়। বাড়িতে সময় কাটানো থেকে শুরু করে একাধিক অন্য জায়গায় তোলা ছবিগুলি। সুজানের ভিডিওটি দেখে স্পষ্ট কীভাবে হৃতিক তাঁর ব্যস্ততার মধ্যেও ছেলেদের জন্য সময় বের করেন। সেই কারণে তিনি ভিডিওয় লিখেছেন, 'বেস্ট ড্যাড এভার'। ভিডিওর ক্যাপশনে লেখেন, 'শুভ জন্মদিন রাই... তুমি একজন দুর্দান্ত বাবা... রে ও রিডস তোমাকে পেয়ে খুবই লাকি... তোমার সব স্বপ্ন ও ইচ্ছে পূরণ হোক এবং আদর!'
View this post on Instagram
কাজের ক্ষেত্রে হৃতিককে এরপর 'বিক্রম বেদ' ছবিতে দেখা যাবে। তাঁর নিজের জন্মদিনে অনুরাগীদেরও উপহার দিয়েছেন অভিনেতা। তাঁর আগামী ছবির নির্মাতারা আগেই ঘোষণা করেছিলেন যে হৃতিকের জন্মদিনেই মুক্তি পাবে 'বিক্রম বেদ' (Vikram Vedha) ছবিতে তাঁর প্রথম লুক (First Look)। যেমন কথা, তেমন কাজ।
'বেদা' হিসেবে প্রথম লুক নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে শেয়ার করলেন অভিনেতা নিজেই। ছবিতে মুখভর্তি দাড়ি-গোঁফে বেশ রুক্ষ ও কঠোর ভাব চোখে পড়ছে অভিনেতার মুখে। সেই সঙ্গে চোখে সানগ্লাস, উশকোখুশকো চুল এবং মুখে রক্ত। পরনে কালো ভি-গলা কুর্তা দেখা যাচ্ছে। গলায় কালো কারও পরে থাকতে দেখা গেল। ছবিটি পোস্ট করে অভিনেতা হিন্দি ও ইংরেজিতে লেখেন 'বেধা'। ছবি পোস্ট হতেই শুভেচ্ছায় ভরেছে তাঁর পোস্ট।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)