এক্সপ্লোর
‘কাবিল’-এর স্ক্রিনিংয়ের পর হৃতিকের সঙ্গে ছবি সুজান শেয়ার করলেন ইনস্টাগ্রামে

মুম্বই: তিনদিন পরেই মুক্তি পাবে ‘কাবিল’। তার আগে পরিবার ও বন্ধুবান্ধবদের জন্য ছবির স্পেশাল স্ক্রিনিং করলেন হৃতিক রোশন। শনিবার সন্ধেয় হয়ে গেল এই স্ক্রিনিং। ছিলেন তাঁর প্রাক্তন স্ত্রী সুজানও। স্ক্রিনিংয়ের পর সুজান উচ্ছ্বসিত প্রশংসা করেন ছবিটির। ইনস্টাগ্রামে তিনি পোস্টও করেন তাঁর ও হৃতিকের ছবি।
ছোট থেকে বন্ধু ছিলেন হৃতিক-সুজান। কৈশোরে পড়ার সঙ্গে সেই বন্ধুত্ব অন্যদিকে মোড় নেয়। ১৪ বছরের বিবাহিত জীবনে দাঁড়ি টেনে দেওয়ার পর আবার কী সেই হারিয়ে যাওয়া বন্ধুত্ব খুঁজে পাচ্ছেন তাঁরা? বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















