এক্সপ্লোর
Advertisement
‘আসল সিরিয়াস মামলা’র তদন্ত করুক, নীরব-মেহুলকে দেশে ফেরাক সিবিআই, ইডি! রিয়ার পাশে স্বরা ভাস্কর
সুশান্তের টাকাপয়সা রিয়া নয়ছয়, আত্মসাত্ করেছন কিনা, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তদন্ত করছে। আর সিবিআই খতিয়ে দেখছে, সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার ব্য়াপারে রিয়ার ভূমিকা সত্যিই কোনও ভূমিকা ছিল কিনা।
মুম্বই: সুশান্ত সিং রাজপুতের অকালমৃত্যুর ব্য়াপারে বান্ধবী রিয়া চক্রবর্তীর ভূমিকা নিয়ে সিবিআই, ইডি তদন্তের মধ্যেই মুখ খুলে স্বরা ভাস্কর বললেন, রিয়ার সুশান্তের মৃত্যুর সঙ্গে যোগাযোগের সম্ভাবনা খতিয়ে দেখার চেয়ে বরং ওদের আরও বড় গুরুত্বপূর্ণ, সিরিয়াস মামলা নিয়ে মাথা ঘামানো উচিত। সুশান্তের টাকাপয়সা রিয়া নয়ছয়, আত্মসাত্ করেছন কিনা, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তদন্ত করছে। আর সিবিআই খতিয়ে দেখছে, সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার ব্য়াপারে রিয়ার ভূমিকা সত্যিই কোনও ভূমিকা ছিল কিনা।
তার মধ্যেই অভিনেত্রী স্বরা বললেন, আমার মতে, রিয়ার সঙ্গে যা করা হচ্ছে, সেটা একেবারে ভয়াবহ। ওই ইন্ডাস্ট্রির একজন কমবয়সি হিসাবে এটা অত্যন্ত আতঙ্কের ব্য়াপার ও প্রাসঙ্গিক যে, সোস্যাল মিডিয়ায় দু-একটি ভেরিফায়েড অ্য়াকাউন্ট থেকে তোলা অভিযোগ, চিত্কার, শোরগোলের জেরে কাউকে ধরে এমন মারাত্মক অপরাধে অভিযুক্ত করা হতে পারে! বলতে চাইছি, আমরা বেআইনি আর্থিক লেনদেনের কথা বলছি। ইডি এই তরুণীর বিরুদ্ধে তদন্ত করছে। এই লোকগুলোর তো উচিত নীরব মোদি, মেহুল চোকসিকে দেশে ফিরিয়ে আনা। কিন্তু ওরা কীসের তদন্ত করছে? সিবিআইয়ের প্রকৃত সিরিয়াস মামলার তদন্ত করা উচিত। আর এই ওরা তদন্ত করছে। রিয়ার সঙ্গে যা হল, সেটা লজ্জার, বেদনার।
গত মঙ্গলবার রিয়াকে গ্রেফতার করে নার্কোটিকস কন্ট্রোল ব্য়ুরো (এনসিবি)। সুশান্তের মৃত্যুর পিছনে মাদকের ভূমিকা তদন্ত করে দেখছে তারা। এনসিবি রিয়াকে হেফাজতে নিতে চেয়ে পেশ করা আবেদনে দাবি করি, তিনি ড্রাগ সিন্ডিকেটের সক্রিয় সদস্য, প্রয়াত অভিনেতার পাশাপাশি তিনিও মাদক জোগানের ব্যবসার টাকাপয়সা লেনদেনের বিষয়টি দেখতেন।
পাল্টা রিয়ার আইনজীবী সতীশ মানেশিন্দে এই গ্রেফতারির নিন্দা করে বিচারের নামে প্রহসন বলেছেন। মানেশিন্দের বক্তব্য, তিনটে কেন্দ্রীয় এজেন্সি একটিমাত্র মেয়ের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে শুধু তিনি একজন মাদকাসক্তকে ভালবাসতেন বলে, যিনি বেশ কয়েক বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন, বেআইনি উপায়ে দেওয়া ওষুধ, মাদক সেবনের জেরে আত্মহত্যা করেছেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ক্রিকেট
Advertisement