এক্সপ্লোর
এভাবে কাজ মেলে টলিউডে? শ্রীলেখার অভিযোগ উড়িয়ে পাল্টা তোপ স্বস্তিকার
শ্রীলেখা তাঁর বক্তব্যে সরাসরি আক্রমণ করেন টালিগঞ্জের বহু শিল্পী ও প্রোডাকশন হাউসকে। তারই জবাবে স্বস্তিকার ছোট অথচ কড়া বক্তব্য ফেসবুকে।
![এভাবে কাজ মেলে টলিউডে? শ্রীলেখার অভিযোগ উড়িয়ে পাল্টা তোপ স্বস্তিকার Swastika Mukherjee counters Sreelekha Mitra in facebook post এভাবে কাজ মেলে টলিউডে? শ্রীলেখার অভিযোগ উড়িয়ে পাল্টা তোপ স্বস্তিকার](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/06/21025409/Swastika.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
কলকাতা: ‘আমি এক পরিচালকের সঙ্গে তার জীবনের ১৭টা ছবির মধ্যে আড়াইখানা ছবি করেছি (২টি মুখ্য চরিত্র, ১টি অতিথি শিল্পী)।’
শ্রীলেখা মিত্রর বিস্ফোরক ইউটিউব ভিডিও র উত্তরে স্বল্প বাক্যে কামান দাগলেন স্বস্তিকা।
শ্রীলেখা তাঁর বক্তব্যে সরাসরি আক্রমণ করেন টালিগঞ্জের বহু শিল্পী ও প্রোডাকশন হাউসকে। তার মধ্যেই স্বস্তিকা ও সৃজিত মুখোপাধ্যায়। তিনি বলেন, একসময় সৃজিত তাঁর ‘ভাল বন্ধু’ হলেও ছবিতে কাজ দেননি। বরং তাঁর একাধিক ছবিতে সুযোগ পেয়েছেন স্বস্তিকা। তার কারণ হিসেবে শ্রীলেখা মনে করেন দুজনের ‘প্রেম বা সম্পর্ক!’
এই বক্তব্যের উত্তরেই স্বস্তিকার ছোট অথচ কড়া বক্তব্য ফেসবুকে। অভিনেত্রী লিখেছেন, ‘এই পরিচালকের সঙ্গে সৌমিক হালদার ১১টা, অনুপম রায় ৯টা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৭টা, যীশু সেনগুপ্ত ৭টা, অনির্বাণ ভট্টাচার্য ৬টা এবং পরমব্রত চট্টোপাধ্যায় ৬টা কাজ করেছেন, তারা নিশ্চয় আরও বেশি করে শুয়ে আর প্রেম করে কাজগুলো পেয়েছেন? এনারা তাহলে সবাই উভকামী ও সুযোগসন্ধানী?’
বক্তব্যের শেষে শ্রীলেখার নাম না করে, স্বস্তিকার প্রশ্ন, নিজের খামতি ঢাঅতেই কি তবে এমন ভিডিও পোস্ট করেছেন তিনি? ‘নাকি নিজের খামতি ঢাকতে স্লাটশেমিং শুধু আমাদের মত 'কুযোগ্য' অভিনেত্রীদের করা হবে যারা একেবারেই অভিনয়টা পারেনা?’
বলাই বাহুল্য, স্বস্তিকার এই পাল্টা পোস্ট টলিপাড়ার রেষারেষিটা আবারও সামনে এনে দিল।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)