Swastika Mukherjee: 'আমি স্পেশাল কারণ আমি মা', মেয়ের জন্মদিনে আবেগে ভাসলেন স্বস্তিকা
Swastika Mukherjee: সোশ্যাল মিডিয়ায় অন্বেষার সঙ্গে ছবি পোস্ট করে স্বস্তিকা লিখেছেন, 'আমার সেরা মেয়েকে, শুভ জন্মদিন...'
কলকাতা: জীবনের যতই ওঠাপড়া হোক.. সবসময়েই তিনি সঙ্গে পেয়েছেন মেয়েকে। বয়সের সঙ্গে সঙ্গে, মেয়ে যেন হয়ে উঠেছে তাঁর বন্ধু। মেয়ে বাইরে পড়তে চলে গেলে মনখারাপ হয় মায়ের, অবসাদ গ্রাস করে তাঁকে। সেই মেয়ের জন্মদিনেই, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আবেগে ভাসলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। মেয়ে অন্বেষার জন্মদিনে মনের কথা বললেন স্বস্তিকা।
সোশ্যাল মিডিয়ায় অন্বেষার সঙ্গে ছবি পোস্ট করে স্বস্তিকা লিখেছেন, 'আমার সেরা মেয়েকে, শুভ জন্মদিন। আমি আজ একটা খুব ব্যস্ত দিন কাটিয়েছি আর যত মানুষের সঙ্গে দেখা হয়েছে, আমি বলেছি.. আমি এত বিশেষ কারণ আমি একজন মা। তুমি প্রত্যেকদিন আমার কাছে আশীর্বাদের মতোই। সারা পৃথিবীর মতোই ভালবাসি তোমায়। চিয়ার্স টু আস।'
এর আগে, এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে, মেয়েকে নিয়ে কথা বলতে গিয়ে স্বস্তিকা বলেছিলেন, 'অন্বেষা এখন বাইরে পড়তে চলে গিয়েছে। আমার বাবা-মা মারা যাওয়ার পরে আমি এই বাড়িতে একাই থাকি। অন্বেষার না থাকাটা প্রথমের দিকে আমায় ভীষণ বিঁধত। খুব একা লাগত। আমায় দীর্ঘদিন একজন মনোবিদের কাছেও যেতে হয়েছে এই সমস্যাটা কাটানোর জন্য। এখন অবশ্য অনেকটা মানিয়ে নিয়েছি। নিজের মতো করেই বন্ধুদের সঙ্গে বেরিয়ে যাই বা কাজ করি। তবে অন্বেষার ফেরার অপেক্ষাটা তো সবসময়েই থাকে।'
সদ্য মুক্তি পেয়েছে স্বস্তিকার নতুন ছবি 'বিজয়ার পরে'। এই ছবিতে স্বস্তিকার মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন মমতাশঙ্কর আর বাবার ভূমিকায় দেখা গিয়েছিল দীপঙ্কর দে-কে। এই ছবিটি নিয়ে এবিপি লাইভকে সাক্ষাৎকার দিতে গিয়ে স্বস্তিকা বলেছিলেন, 'এখন তো আর সিনেমা ছাড়া ব্যক্তিগত জীবনে বাবা-মা বলতে পারি না। তাই ওই অভিনয় করার সময়টুকু মনে হয়.. আমার ও অভিভাবক আছে, মাথায় বড়দের হাত আছে। যে না পাওয়াটা নিজের জীবনে রয়েছে, সেটা কাজের মধ্যে, ছবির মধ্যে দিয়ে যদি অল্পবিস্তর মিটিয়ে নেওয়া যায়...।'
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Alia Bhatt: ত্রিকোণ প্রেমের গল্পে আলিয়া-রণবীরের সঙ্গে ভিকি, পরিচালনায় সঞ্জয় লীলা ভনসালী