Alia Bhatt: ত্রিকোণ প্রেমের গল্পে আলিয়া-রণবীরের সঙ্গে ভিকি, পরিচালনায় সঞ্জয় লীলা ভনসালী
Sanjay Leela Bhansali Film: সোশ্যাল মিডিয়ায় চোখ রাখতে রাখতেই, চোখ আটকে যায় একটি ছোট্ট পোস্টে। নাহ, কোনও ছবি না.. কয়েকটা লেখা কেবল। তবে সেটাই দিনের সবচেয়ে বড় ঘোষণা
কলকাতা: সিনেপ্রেমীদের, বিশেষত বলিউড-প্রেমীদের জন্য, এই ঘোষণাকে বেশ সুখবরই বলা চলে। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখতে রাখতেই, চোখ আটকে যায় একটি ছোট্ট পোস্টে। নাহ, কোনও ছবি না.. কয়েকটা লেখা কেবল। তবে সেই লেখা পড়লে বোঝা যায়, দিনের সবচেয়ে বড় ঘোষণা বোধহয় এটাই।
‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান-শিবা’ (Brahmāstra: Part One – Shiva)-র পরে, ফের একসঙ্গে বড়পর্দায় দেখা যাবে রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্ট (Alia Bhatt) কে। সঞ্জয় লীলা ভনসালীর (Sanjay Leela Bhansali) ছবিতে একসঙ্গে দেখা যাবে তাঁদের। তবে এখানেই শেষ নয়, রণবীর-আলিয়ার সঙ্গে অভিনয় করতে দেখা যাবে আরেক জনপ্রিয় তারকাকে। তিনি ভিকি কৌশল (Vicky Kaushal)। এই প্রথম সঞ্জয় লীলা ভনসালীর সঙ্গে কাজ করবেন তিনি। ছবির নাম 'লাভ অ্যান্ড ওয়ার' (Love and War)।
প্রথমবার বড়পর্দায় ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান-শিবা’ ছবিতে একসঙ্গে জুটি হিসেবে কাজ করেছিলেন রণবীর ও আলিয়া। সেখান থেকেই তাঁদের প্রেম, ঘনিষ্ঠতা। ছবি মুক্তির আগেই সাত পাকে বাঁধা পড়েন রণবীর ও আলিয়া। অন্যদিকে, এর আগে 'রাজ়ি' (Raaji) ছবিতে আলিয়ার সঙ্গে জুটি হিসেবে কাজ করেছিলেন ভিকি। রণবীরের সঙ্গেও 'সঞ্জু' (Sanju) ছবিতে কাজ করেছেন ভিকি কৌশল। তবে বড়পর্দায় একসঙ্গে দেখা যায়নি তাঁদের।
ছবির নাম থেকেই স্পষ্ট, এই সিনেমা প্রেম ও যুদ্ধের গল্প বলে। রণবীরের কেরিয়ার শুরু হয়েছিল সঞ্জয় লীলা ভনসালীর হাত ধরেই। অন্যদিকে, সঞ্জয় লীলা ভনসালীর সঙ্গে কাজ করে ফেলেছেন আলিয়াও। ছবির নাম ছিল 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' (Gangubai Kathiawari)। তবে এখনও পর্যন্ত সঞ্জয় লীলা ভনসালীর সঙ্গে কাজ করেননি ভিকি। সেই হিসেব করলে, এটাই প্রথম সঞ্জয় লীলা ভনসালীর সঙ্গে কাজ হবে 'উরি' অভিনেতার। শোনা যাচ্ছে, রাজ কপূর পরিচালিত ম্যাগনাম ওপাস ‘সঙ্গম’-কে নিজের ভঙ্গিতে শ্রদ্ধা জানাতেই এই ছবি করছেন সঞ্জয় লীলা ভনসালী। বছরের মাঝামাঝি শুরু হবে ছবির শ্যুটিং।
View this post on Instagram
আরও পড়ুন: Swastika Mukherjee: 'আমি স্পেশাল কারণ আমি মা', মেয়ের জন্মদিনে আবেগে ভাসলেন স্বস্তিকা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।