T Series: টি সিরিজের নাম করে প্রতারণার ফাঁদ! থানায় FIR দায়ের, গ্রেফতার ১
T Series News: শেষ খবর অনুযায়ী, দিল্লি পুলিশের সাইবার সেল একজন ব্যক্তিকে গ্রেফতার করেছে

নয়াদিল্লি: টি-সিরিজের নাম ব্যবহার করে ১৭ জন উঠতি শিল্পীকে ঠকানোর অভিযোগ। এই খবর টি সিরিজের কানে পৌঁছতেই কর্তৃপক্ষের তরফ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। টি সিরিজের নাম ব্যবহার করে ওই প্রতারক মিথ্যা অজুহাতে টাকা সংগ্রহ করছিল বলে অভিযোগ। মিউজিক ভিডিওতে কাজ পাইয়ে দেওয়ার কথা বলে, ওই প্রতারক একাধিক লোকের কাছ থেকে প্রচুর টাকা নিয়েছেন। এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে।
বুধবার টি-সিরিজ সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতি প্রকাশ করে জানিয়েছে যে, তারা একটা প্রতারণার ঘটনার কথা জানতে পেরেছে যেখানে একজন প্রতারক তাদের কোম্পানির প্রতিনিধি পরিচয় দিয়েছিল। সঙ্গীত প্রযোজনা সংস্থাটি স্পষ্ট করে দিয়েছে যে, তাদের ওই অভিযুক্ত ব্যক্তির সঙ্গে কোনও সম্পর্ক নেই এবং তারা তাদের নামের অপব্যবহারের নিন্দা করে। সংস্থাটি আরও জোর দিয়ে বলেছে যে, তাদের সকল নিয়োগ এবং সহযোগিতা শুধুমাত্র যাচাইকৃত এবং সরকারি চ্যানেলের মাধ্যমেই করা হয়।
বিবৃতিতে বলা হয়েছে, 'আমরা একটা প্রতারণার ঘটনার কথা জানতে পেরেছি যেখানে একজন প্রতারক, টি-সিরিজের প্রতিনিধি পরিচয় দিয়ে উঠতি শিল্পীদের প্রতারণার শিকার করেছে। টি-সিরিজের ওই ব্যক্তির সঙ্গে কোনও সম্পর্ক নেই। আমরা সর্বোচ্চ সততা নিয়ে কাজ করি এবং সকল সরকারি সহযোগিতা এবং নিয়োগ শুধুমাত্র যাচাই করা সরকারি চ্যানেলের মাধ্যমেই করা হয় এবং আমাদের কোনও প্রতিনিধিই কাউকে কাজের সুযোগ দেওয়ার জন্য টাকা চান না। আমাদের নামের অপব্যবহার অত্যন্ত উদ্বেগজনক এবং আমরা এই নামের অপব্যবহারের তীব্র নিন্দা করি।'
শেষ খবর অনুযায়ী, দিল্লি পুলিশের সাইবার সেল একজন ব্যক্তিকে গ্রেফতার করেছে যে বেশ কয়েকজন উঠতি মডেল ও শিল্পীকে গানের ভিডিওতে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার শিকার করেছিলেন। শাহদারার সাইবার পুলিশ স্টেশনে অভিযোগ জানানোর পরে, এই গ্রেফতারি হয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম রাহুল দেব। বয়স ৩৩ বছর। যিনি সিদ্ধার্থ নামেও পরিচিত। তিনি হরিয়ানার পুরানো ফরিদাবাদের ভারত কলোনির বাসিন্দা। শাহদারার বিশ্বাস নগরের বাসিন্দা সিমরন মান টি-সিরিজের কাস্টিং এজেন্ট পরিচয় দিয়ে অনলাইনে যোগাযোগ করা ব্যক্তিদের কথা জানানোর পর কর্তৃপক্ষ সতর্ক হয়।
এক অভিযোগকারীর কথা অনুযায়ী, তাঁকে বলা হয়েছিল যে, তিনি একটা গানের ভিডিও প্রকল্পের জন্য নির্বাচিত হয়েছেন এবং অডিশনের জন্য মুম্বই যেতে বলা হয়েছিল। এরপরেই তাঁকে ফ্লাইট বুকিংয়ের জন্য ২০,৪৬২ টাকা পাঠাতে বলা হয়, এবং আশ্বাস দেওয়া হয় যে টাকা ফেরত দেওয়া হবে। ১১ এপ্রিল ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ধারা ৩১৮(৪) এবং ৩১৯(২)-এর অধীনে একটি এফআইআর দায়ের করা হয়।






















