এক্সপ্লোর
অনুরাগের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সব সম্পর্ক ছিন্ন করবেন,জানালেন তাপসী
তাপসী বলেছেন, ‘যদি অনুরাগের দোষ প্রমাণ হয় তাহলে আমিই প্রথম ব্যক্তি হিসাবে ওর সঙ্গে আজীবনের জন্য সম্পর্ক ছিন্ন করব। কিন্তু তদন্তটা নিরপেক্ষ হতে হবে এবং শেষ হওয়ার অপেক্ষা করতে হবে। তা হলে মিটু আন্দোলনের পবিত্রতাটাও রক্ষা করা কি সম্ভবপর হবে?
![অনুরাগের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সব সম্পর্ক ছিন্ন করবেন,জানালেন তাপসী Taapsee Pannu says she will break all ties with Anurag Kashyap if he is found guilty of sexual harassment অনুরাগের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সব সম্পর্ক ছিন্ন করবেন,জানালেন তাপসী](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/01/30172653/taapsee-pannu.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই:চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে অভিনেত্রী পায়েল ঘোষের তোলা যৌন হেনস্থার অভিযোগ নিয়ে দিনকতক ধরে জোর আলোচনা, চর্চা চলেছে। এবার পরিচালকের সমর্থনে এগিয়ে এসেছেন অনুরাগের ‘মনমর্জিয়া’ ছবির অভিনেত্রী তাপসী পান্নু। তাঁর মতে এমন কিছু হতেই পারে না। আত্মবিশ্বাসের সঙ্গে তাপসী বলেছেন, অনুরাগের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ সত্যি প্রমাণিত হলে তাঁর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করবেন।
শনিবার একটি ট্যুইটে পায়েল লেখেন, ' অনুরাগ কাশ্যপ আমাকে যৌন হেনস্থা করেছিলেন। নরেন্দ্র মোদিজি এর বিরুদ্ধে পদক্ষেপ করুন এবং দেশকে দেখান যে এমন একজন সৃজনশীল মানুষ আসলে কতটা শয়তান। আমি জানি এরপর আমার নিরাপত্তায় টান পড়বে। দয়া করে সাহায্য করুন'। এই অভিযোগ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরই জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা ট্যুইট করেন। সেখানে পায়েলের ট্যুইটকে রেখে তাঁকে বিস্তারিত অভিযোগ জানানোর আবেদন করেন তিনি। একইসঙ্গে জাতীয় মহিলা কমিশনকে পদক্ষেপ করার কথাও বলেছেন। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন পরিচালক।
তাপসী বলেছেন, ‘যদি অনুরাগের দোষ প্রমাণ হয় তাহলে আমিই প্রথম ব্যক্তি হিসাবে ওর সঙ্গে আজীবনের জন্য সম্পর্ক ছিন্ন করব। কিন্তু তদন্তটা নিরপেক্ষ হতে হবে এবং শেষ হওয়ার অপেক্ষা করতে হবে। তা হলে মিটু আন্দোলনের পবিত্রতাটাও রক্ষা করা কি সম্ভবপর হবে? তা না হলে বাস্তবেই হেনস্থার শিকার অনেকে সুবিচার পাবে না। মেয়েদের কখনই উচিত নয় এই আন্দোলনটা দিকভ্রষ্ট করে দেওয়া। কাউকে নিগ্রহ করবার ক্ষমতাটা আসলে লিঙ্গ নির্দিষ্ট হয় না’।
অনুরাগের পাশে দাঁড়িয়ে তাপসী বলেন, 'মহিলাদের প্রতি প্রচুর শ্রদ্ধা আছে অনুরাগের। ওঁকে কখনও খারাপ কথা বলতে শুনিনি। এমনকি যে ওর সঙ্গে প্রকাশ্যে খারাপ আচরণ করেছে, তাঁদের সঙ্গেও নয়। বিরল কয়েকটি ক্ষেত্রের মধ্যে তিনিও পড়েন, যাঁর পুরুষ ও মহিলা ক্রু-এর সংখ্যা সমান। যদি কেউ হেনস্থা হয়ে থাকে, তাহলে তদন্ত হোক। প্রকৃত সামনে আসুক।'
শুধু তাপসীই নন, এই মামলায় অনুরাগের পাশে দাঁড়িয়েছেন তাঁর দুই প্রাক্তন পত্নী আরতি এবং কালকি কোয়েচলিনও। দুজনেই অনুরাগের সমর্থনে দীর্ঘ সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন- মেয়েদের সম্মান দিতে খুব ভালোভাবে জানেন অনুরাগ। তিনি নিজে একজন নারীবাদী। এছাড়াও বলি অভিনেত্রী হুমা কুরেশি, স্বরা ভাস্কর, টিসকা চোপড়ারাও এই মামলায় অনুরাগের সমর্থনে সুর চড়িয়েছেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)