এক্সপ্লোর
Advertisement
Jaya Bachchan Rajya Sabha Comments: মাদক-যোগের নামে বলিউডের বদনাম! 'সময় এসেছে জবাব দেওয়ার', জয়ার পাশে তাপসীরা
সংসদে দাঁড়িয়ে তিনি মনে করিয়ে দেন, দেশের লক্ষ লক্ষ মানুষ বিনোদন জগতের সঙ্গে যুক্ত। সর্বোচ্চ করদাতাদের তালিকায় প্রথম সারিতে বিনোদন জগতের মানুষরা থাকেন।
নয়াদিল্লি: বলিউডের ড্রাগ-যোগ নিয়ে মঙ্গলবার রাজ্যসভায় কড়া ভাষায় বক্তব্য রাখেন সাংসদ অভিনেত্রী জয়া বচ্চন। এবার জয়ার সমর্থনে এগিয়ে এলেন বলিউডের একাংশ। তার মধ্যে আছেন, তাপসী পান্নু, সোনম কপূর, অনুভব সিনহার মতো ব্যক্তিত্ব। তাপসী ট্যুইটে জয়াকে সম্মান জানিয়ে লেখেন এই পরিস্থিতিতে ফিল্ম ইন্ডাস্ট্রির একজন মহিলাই কথা বলেছেন। তার জন্য শ্রদ্ধা। জয়া বচ্চনের বক্তব্যের সমর্থনে ট্যুইট করেন দিয়া মির্জাও। জয়া বচ্চন যে প্রতিবাদ করেছেন বলিউডের সঙ্গে মাদক যোগের অভিযোগ নিয়ে, তার জন্য সাংসদ অভিনেত্রীকে ধন্যবাদ জানান অনুভব সিনহা।
For we have always stood by the initiatives, causes and awareness campaigns. It’s time for payback. Hitting the nail on its head and how ! ???????? yet again a woman from the industry spoke up ???????? #Respect https://t.co/CVz1cTlCNw
— taapsee pannu (@taapsee) September 15, 2020
Jayaji is absolutely right. So grateful that she spoke up for our industry. We are always committed to contribute towards social upliftment and social good. The industry has always helped governments. This vilification of our film industry is unjust and condemnable.
— Dia Mirza (@deespeak) September 15, 2020
মঙ্গলবার জয়া নাম না করেই গোরক্ষপুরের বিজেপি সাংসদ রবি কিষণের মন্তব্যের সমালোচনা করে স্পষ্ট ভাষাতে বলেন, কেউ কেউ যে থালাতে খান, সেই থালাতেই ফুটো করেন। সংসদে দাঁড়িয়ে তিনি মনে করিয়ে দেন, দেশের লক্ষ লক্ষ মানুষ বিনোদন জগতের সঙ্গে যুক্ত। সর্বোচ্চ করদাতাদের তালিকায় প্রথম সারিতে বিনোদন জগতের মানুষরা থাকেন। সেখানে কেউ কেউ ফিল্ম ইন্ডাস্ট্রির নাম বদনাম করার চেষ্টা করছে।
সোমবার অধিবেশনের প্রথমদিন বিজেপি সাংসদ রবি কিষণ মন্তব্য করেন বলিউডে মাদক-যোগের 'বাড়বাড়ন্ত' নিয়ে। গোরক্ষপুরের সাংসদ দাবি করেন, সুশান্ত-মৃত্যু তদন্তে ড্রাগ-যোগের বিষয়টি নিয়ে ভাল কাজ করছে এনসিবি। সরকারের উচিত বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা।
জয়ার এই মন্তব্যের পাল্টা জবাব দিয়ে কঙ্গনা ট্যুইট করেন, "জয়াজী, আমার বদলে যদি আপনার মেয়ে শ্বেতাকে কিশোরী বয়েসে মাদক খাইয়ে যৌন নির্যাতন করা হতো, তাহলেও কি আপনি একই কথা বলতেন। বারবার বিদ্রুপ, হেনস্থার শিকার হয়ে অভিষেক যদি আত্মহত্যা করতেন, তাহলেও কি আপনি একই কথা বলতেন? হাতজোড় করে অনুরোধ করছি, আমাদের প্রতি সহমর্মিতা দেখান।"
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আজ ফোকাস-এ
জেলার
জেলার
জেলার
Advertisement