এক্সপ্লোর
দেখুন! কোন অভিনেত্রীকে হিংসে করেন তাপসী পান্নু?

মুম্বই: গত বছরের হিট ছবি জুড়ুয়া ২-তে বরুণ ধবন ও জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে দেখা যায় তাপসী পান্নুকে। ছবিতে দুর্দান্ত কেমিস্ট্রি ছিল তাপসী-জ্যাকলিনের। কিন্তু এবার তাপসী বলছেন, জ্যাকলিনকে হিংসে করেন তিনি। তাপসী এখন ব্যস্ত তাঁর ছবি জঙ্গলির প্রমোশনে। সে জন্য এসেছিলেন এক টেলিভিশন রিয়্যালিটি শোতে। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়, কোন অভিনেত্রীকে তিনি হিংসে করেন? জবাবে তাপসী বলেন, জ্যাকলিনকে দেখে তাঁর মনে হয়, অমন ফিগার যদি তাঁরও হত! তাই হিংসে যদি কাউকে করতেই হয়, তবে তিনি জ্যাকলিন। দেখুন ভিডিওটি [embed]https://www.instagram.com/p/BeuzQz_Dm5r/?utm_source=ig_embed[/embed]
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















