Tamannaah Bhatia: আমি মানুষ ভালবাসি, কিন্তু আমার ব্যক্তিগত জীবন একান্তই ব্যক্তিগত: তমন্না ভাটিয়া
Tamannaah Bhatia on Vijay Varma: ২০০৫ সালে তমন্না ভাটিয়ার ছবি 'চাঁদ সা রোশন চেহরা'-র হাত ধরে ইন্ডাস্ট্রিতে পা রাখেন তমন্না। এরপরে তিনি নিজের কেরিয়ারে ২০ বছর কাটিয়ে ফেলেছেন

কলকাতা: নায়িকা মানেই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই। আর যদি সেই নায়িকা হন তমন্না ভাটিয়া (Tamannaah Bhatia), যাঁর ব্যক্তিগত জীবন, প্রেমের চর্চা ইতিমধ্যেই চর্চায়, তাহলে তাঁকে নিয়ে তো অনুরাগীদের উৎসাহ থাকবেই। সদ্যই তাঁর ও বিজয় বর্মার (Vijay Varma)-র বিচ্ছেদের খবর প্রকাশ্য়ে এসেছে। আর এবার, নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। বললেন, তাঁর ব্যক্তিগত জীবন একান্তই ব্যক্তিগত। তিনি নিজের জীবন নিয়ে ততটুকুই বলবেন, যতটুকু তিনি বলতে স্বচ্ছন্দ্য।
সদ্য IANS-কে দেওয়া একটি সাক্ষাৎকারে তমন্না ভাটিয়া বলেন, 'আমি মানুষের মধ্যে থাকতে ভালবাসি। আমার ভাল লাগে। বিমানবন্দরে যাঁরা যাঁরাই আমার সঙ্গে ছবি তুলতে আসেন, আমি তাঁদের সঙ্গে কথা বলি। ছবি তুলি। আমার ভীষণ ভাল লাগে। একবার একজন ভদ্রলোক বিমানবন্দরে আমায় দেখে বলেছিলেন, আমি আপনাকে ছবি তুলতে দেখতে দেখতে ক্লান্ত হয়ে গিয়েছি। আপনি ছবি তুলতে তুলতে ক্লান্ত হচ্ছেন না?' উত্তরে নাকি তমন্না সেই ব্যক্তিকে বলেছিলেন, 'আমি এই কাজটাই বেছে নিয়েছি। আমি মানুষের মধ্যে থাকতে ভালবাসি।' অভিনেত্রী আরও বলেন, তিনি অচেনা মানুষদের সঙ্গে কথা বলতেও ভালবাসেন। তমন্না বলছেন, 'অচেনা মানুষদের সঙ্গে কথা বলতে আমার ভীষণ ভাল লাগে। খুব গভীর কথাবার্তা হয়। তবে আমি নিজের ব্যক্তিগত জীবন খুব সন্তর্পণে ব্যক্তিগতই রাখি। যতটুকু বলার দরকার, ততটুকুই বলি। তার বেশি কিছু আমি বলি না। আমি ব্যক্তিগত ও পাবলিক জীবন গুলিয়ে ফেলি না।'
২০০৫ সালে তমন্না ভাটিয়ার ছবি 'চাঁদ সা রোশন চেহরা'-র হাত ধরে ইন্ডাস্ট্রিতে পা রাখেন তমন্না। এরপরে তিনি নিজের কেরিয়ারে ২০ বছর কাটিয়ে ফেলেছেন। কেরিয়ারের বিভিন্ন সময়ে বিভিন্ন ওঠাপড়া দেখেছেন। তবে সদ্যই বিজয় বর্মার সঙ্গে তাঁর সম্পর্ক শিরোনামে চলে এসেছে। ‘লাস্ট স্টোরিজ় ২’ ছবিতে বিজয় ও তমন্নার সাহসী দৃশ্য সাড়া ফেলেছিল। সেখান থেকেই তাঁদের প্রেমের শুরু। তমন্না ও বিজয় কখনো নিজেদের প্রেমের কথা গোপন করেননি। বিভিন্ন পার্টিতে তাঁরা হাতে হাত রেখেই আসতেন। তাঁদের রসায়নে মুগ্ধ ছিলেন অনুরাগীরাও। তবে শোনা যাচ্ছে, বছর দুয়েক প্রেমের পরে নিজেদের সম্পর্কে ইতি টেনেছেন তাঁরা। শোনা যাচ্ছে, তমন্না ভাটিয়া নাকি বিয়ে করে থিতু হতে চেয়েছিলেন। তবে এখনই বিয়ে করতে রাজি ছিলেন না বিজয়। সেই কারণেই বিচ্ছেদের সিদ্ধান্ত।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
