Tanushree Dutta: 'বার-বার হত্যার ছক কষা হয়েছে', বিস্ফোরক তনুশ্রী দত্ত
Bollywood Celebrity Updates: তাঁকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছে বলেও দাবি তনুশ্রীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন কীভাবে তাঁকে হত্যা করার ছক কষা হয়।
মুম্বই: 'মি টু' মুভমেন্ট নিয়ে নানা সময়ই নিজের প্রতিক্রিয়া দিতে দেখা যায় বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্তকে (Tanushree Dutta)। ২০১৮ সালে তিনি এই মুভমেন্ট শুরু করেন। ২০২০ সালে তিনি প্রকাশ্যে জানান যে, ছবির সেটে তিনি যৌন হয়রানির শিকার হয়েছেন। বি টাউনের একাধিক বড় নামের দিকে আঙুল তোলেন তিনি। তাঁকে হত্যার পরিকল্পনা কর হয়েছে বলেও তিনি দাবি করেন। পাশাপাশি তাঁকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছে বলেও দাবি তনুশ্রীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন কীভাবে তাঁকে হত্যা করার ছক কষা হয়।
কীভাবে তাঁকে হত্যা করার ছক কষা হয়? কী বলছেন তনুশ্রী দত্ত?
সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত জানান যে, তাঁর গাড়ির ব্রেক ফেল করিয়ে তাঁকে হত্যার ছক কষা হয়েছিল। অভিনেত্রী বলছেন, 'যখন আমি উজ্জয়িনীতে ছিলাম, তখন দুবার আমার গাড়ির ব্রেক নষ্ট করে দেওয়া হয়। সে সময় আমি দুর্ঘটনার কবলে পড়ি। বড়সড় দুর্ঘটনায় পড়ে আমি আহত হই। কিন্তু প্রাণে বেঁচে যাই। আমার বেশ কয়েকটা হাড় ভাঙে। সুস্থ হতে আমার বেশ কয়েক মাস সময় লাগে। আমার শরীর থেকে অনেক রক্তক্ষরণ হয়।' এর পাশাপাশি তনুশ্রীর দাবি, তাঁর বাড়ির কাজের লোক, যাঁকে তাঁর বাড়িতে পরিকল্পনা মাফফিক কাজে লাগানো হয়েছিল, সেই ব্যক্তি জলের সঙ্গে কিছু মিশিয়ে দেন। তিনি বলছেন, 'আমার বাড়িতে কাজ করত। আমার ভাষায় বলতে গেলে ওকে আমার বাড়িতে পরিকল্পনা মাফিক কাজে লাগানো হয়েছিল। সেঅ সময় আমি বার বার অসুস্থ হয়ে পড়তে থাকি আমার তো মনে হয়, আমার খাওয়ার জলে কিছু মিশিয়ে দেওয়া হত। '
আরও পড়ুন - Raju Srivastava Demise: রাজু শ্রীবাস্তবের প্রয়াণে শোকাহত কপিল শর্মা
কিছুদিন আগেই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি দীর্ঘ পোস্ট করেছেন অভিনেত্রী। যাঁর প্রত্যেকটা বাক্য পড়ে গায়ে কাঁটা দিচ্ছে অনুরাগীদের। তনুশ্রী দত্ত লিখেছেন, 'আমি প্রচণ্ড হেনস্থার শিকার। আমার সঙ্গে মারাত্মক সব ঘটনা ঘটছে। অনুগ্রহ করে কেউ তো কিছু করুন। কেউ তো আমাকে সাহায্য করুন। ঠিক কী কী করা হচ্ছে আমার সঙ্গে? প্রথমেই বলি, গত একটা বছর ধরে বলিউডে আমায় কাজই করতে দেওয়া হচ্ছে না। এরপর দেখলাম, আমার পরিচারিকা আমার পানীয় জলের সঙ্গে কোনও ওষুধ মিশিয়ে দিল। আমার বড় কিছু ঘটে যেতে পারতো সেই সময়। এই সব থেকে বাঁচতে আমি যখন উজ্জয়নী যেতে গেলাম, তখন আমার গাড়ি বড় রকমের দুর্ঘটনার কবলে পড়ল। তাও একটা নয়। দুবার। আমি তখনই শেষ হয়ে যেতে পারতাম। কোনওরকমে বাঁচলাম। প্রায় ৪০ দিন পর সুস্থ হয়ে মুম্বইতে ফিরলাম। এরপর আমার ফ্ল্যাটের সামনেই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। তবে, সবাইকে বলে রাখছি। আমি কিছুতেই আত্মহত্যা করব না। কান খুলে শুনে রাখো সবাই। না তো আমি আত্মহত্যা করব। না তো আমি মুম্বই ছেড়ে পালিয়ে যাব। আমি এখানেই থাকব। মন দিয়ে কাজ করব। আমি আমার কেরিয়ারের আরও উঁচু জায়গায় নিজেকে নিয়ে যাব।'