Thank God: 'থ্যাঙ্ক গড' ছবিতে অজয় দেবগন-সিদ্ধার্থ মলহোত্রর ফার্স্ট লুক প্রকাশ
Tnank God First Look: বৃহস্পতিবার অজয় দেবগন এবং সিদ্ধার্থ মলহোত্রর ফার্স্ট লুক প্রকাশ্যে এলো। পাশাপাশি জানানো হল কবে মুক্তি পাবে ছবির ট্রেলার।
মুম্বই: বলিউড অভিনেতা অজয় দেবগন (Ajay Devgn), সিদ্ধার্থ মলহোত্র (Sidharth Malhotra) এবং রকুলপ্রীত সিংহকে শীঘ্রই একসঙ্গে দেখা যেতে চলেছে 'থ্যাঙ্ক গড' (Thank God) ছবিতে। বৃহস্পতিবার এই ছবিতে অজয় দেবগন এবং সিদ্ধার্থ মলহোত্রর ফার্স্ট লুক প্রকাশ্যে এলো। পাশাপাশি জানানো হল কবে মুক্তি পাবে ছবির ট্রেলার।
'থ্যাঙ্ক গড' ছবিতে অজয়-সিদ্ধার্থের ফার্স্ট লুক মুক্তি-
এদিন বলিউড অভিনেতা অজয় দেবগন তাঁর সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে 'থ্যাঙ্ক গড' ছবিতে নিজের ফার্স্ট লুক প্রকাশ্যে এনেছেন। ছবি পোস্ট করে অভিনেতা লিখেছেন, 'এই দিপাবলীতে চিত্রগুপ্ত আসছে আপনার এবং আপনার পরিবারের সঙ্গে জীবনের খেলা খেলতে। আগামীকাল অর্থাৎ ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে 'থ্যাঙ্ক গড'-এর ট্রেলার। ছবিটি মুক্তি পাবে আগামী ২৫ অক্টোবর।' 'শেরশাহ' অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রও তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'থ্যাঙ্ক গড' ছবিতে নিজের ফার্স্ট লুক প্রকাশ্যে এনেছেন। অজয় দেবগনের পোস্টের পরই তিনি পোস্ট করেন। সঙ্গে লেখেন, 'এই দিপাবলীতে সমস্ত কর্মের হিসেব হবে। জীবনের খেলায় যখন একজন সাধারণ মানুষ চিত্রগুপ্তর সামনা সামনি পড়ে। আগামীকাল মুক্তি পাবে 'থ্যাঙ্ক গড'-এর ট্রেলার। আগামী ২৫ অক্টোবর মুক্তি পাবে ছবিটি।'
আরও পড়ুন - Tara Sutaria: তারা সুতারিয়ার সঙ্গে থাকা মুখ ঢাকা ব্যক্তি কে?
'থ্যাঙ্ক গড' ছবিতে অজয় দেবগনকে দেখা যাবে চিত্রগুপ্তর ভূমিকায় অভিনয় করতে। অন্যদিকে, সিদ্ধার্থ মলহোত্রকে দেখা যাবে সাধারণ একজন মানুষের চরিত্রে। এই ছবিতেই অভিনয় করছেন রকুলপ্রীত সিংহ। এক সাক্ষাৎকারে অভিনেত্রী এই ছবিতে অভিনয় প্রসঙ্গে বলেন যে, 'এটা একটা কমেডি ছবি। কিন্তু এই ছবিতে অনেক আবেগ জড়িয়ে রয়েছে। আমি শুধু দর্শকদের প্রতিক্রিয়া পাওয়ার অপেক্ষায় রয়েছি। এই ছবি সকলের হৃদয় ছুঁয়ে যাবে। 'মুন্নাভাই এমবিবিএস', 'ও মাই গড'-এর মতোই দর্শক এই ছবি মনে রাখবেন। আমি আশা করছি, এই ছবি দর্শকদের বিনোদন দেবে। সকলে প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখুন।' প্রসঙ্গত, 'থ্যাঙ্ক গড' ছবিটি পরিচালনা করছেন ইন্দ্র কুমার। এর আগে । যিনি 'মস্তি', 'দিল', 'রাজা'র মতো ছবি পরিচালনা করেছেন। ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে 'থ্যাঙ্ক গড' ছবির ট্রেলার। এবং আগামী ২৫ অক্টোবর মুক্তি পাবে ছবি।
অজয় দেবগনকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'রানওয়ে থার্টিফোর' ছবিতে। সেটি ছিল তাঁর পরিচালিত এবং প্রযোজিত ছবি। সিরিয়াস গল্পের মোড়কে 'রানওয়ে ৩৪' নিয়ে এসেছিলেন অভিনেতা। এবার কমেডি গল্পে দেখা যেতে চলেছে তাঁকে। কমেডির পাশাপাশি রয়েছে অনেক টুইস্টও।