Mainak Bhaumik Update: ঘোষিত হল মৈনাক ভৌমিকের নতুন ওয়েব সিরিজ 'বয়ফ্রেন্ডস অ্যান্ড গার্লফ্রেন্ডস'
Mainak Bhaumik Update: নতুন ওয়েব সিরিজ নিয়ে হাজির হচ্ছেন মৈনাক ভৌমিক। ঘোষিত হল ওয়েব সিরিজের নাম, ‘বয়ফ্রেন্ডস অ্যান্ড গার্লফ্রেন্ডস’। গোটা সিরিজটি লিখেছেন এবং ডিজাইন করেছেন মৈনাক ভৌমিক।
কলকাতা: ডিজিট্যাল প্ল্যাটফর্ম ‘হইচই’-এর হাত ধরে দ্বিতীয়বার ওয়েব সিরিজ নিয়ে হাজির মৈনাক ভৌমিক (Mainak Bhaumik)। আজই ঘোষণা করা হয়েছে তাঁর নতুন এই ওয়েব সিরিজের নাম, ‘বয়ফ্রেন্ডস অ্যান্ড গার্লফ্রেন্ডস’ (Boyfriends & Girlfriends)। গোটা সিরিজটি লিখেছেন এবং ডিজাইন করেছেন মৈনাক ভৌমিক নিজেই। সিরিজটির পরিচালনায় শুভঙ্কর পাল।
কমেডি ঘরানার এই সিরিজ বলবে আজকের প্রজন্মের রোম্যান্টিক গল্প। ছোটবেলার তিন বেস্ট ফ্রেন্ড এবং তাঁদের সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে এই চিত্রনাট্য। ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা যাবে একঝাঁক তরুণ-তরুণীকে। প্রধান চরিত্রে থাকবেন ইশা সাহা, ঋদ্ধি সেন, ঋতব্রত মুখোপাধ্যায়, উজান চট্টোপাধ্যায়, অদ্রিজা রায় ও মধুরিমা ঘোষ। আগামী ৩ সেপ্টেম্বর ‘হইচই’-তে মুক্তি পেতে চলেছে সিরিজটি।
‘ব্রেক আপ স্টোরিজ’-এর মাধ্যমে ওয়েব সিরিজ পরিচালনায় পা রাখেন মৈনাক ভৌমিক। একই প্রযোজনা সংস্থার সঙ্গে এটি তাঁর দ্বিতীয় ওয়েব সিরিজ। এছাড়াও ছবি তৈরির কাজ চলছে তাঁর। মৈনাকের নতুন ছবির নাম, 'একান্নবর্তী। ৫১ নয়, এক অন্ন'। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অপরাজিতা আঢ্য, অলকানন্দা রায় ও সৌরসেনী মৈত্রকে। মৈনাকের আগের ছবি 'চিনি'-তেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল অপরাজিতা আঢ্যকে। ফের একবার মৈনাকের হাত ধরেই সম্পূর্ণ অন্যরকম একটা চরিত্রে অভিনয় করতে চলেছেন অপরাজিতা।
সময়ের সঙ্গে সঙ্গে আমরা প্রায় ভুলতে বসেছি একান্নবর্তী পরিবারের আমেজ। পুরনো দিনের সেই পারিবারিক বোঝাপড়া আর আনন্দকেই পর্দায় তুলে নিয়ে আসবেন মৈনাক। একান্নবর্তী বন্দ্যোপাধ্যায় বাড়ির দুর্গাপুজোকে ঘিরেই আবর্তিত হবে গল্প। সারাবছর কার্যত ব্রাত্য হয়ে পড়ে থাকা বন্দ্যোপাধ্যায় বাড়ি দুর্গাপুজোর সময় ভরে ওঠে আনন্দে। এমনই এক পুজোর গল্পকে তুলে ধরা হবে পর্দায়।
ছবির পরিচালক বলছেন, 'বন্দ্যোপাধ্যায় বাড়ির সমস্ত সদস্যরা কাজের জন্য দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছেন। একমাত্র দুর্গাপুজোর সময়ই সবাই সম্মিলিত হন আদি বাড়িতে। সেই পুজো থেকেই এই গল্পের শুরু। চিত্রনাট্যে একদিকে যেমন নির্মল আনন্দ আর মজা রয়েছে, তেমনই রয়েছে মানুষের মনকে ছুঁয়ে যাওয়া আবেগও। ছবিটা দেখে পারিবারিক পুজোর নস্টালজিয়ায় ভাসবেন বাঙালিরা। করোনার সময় মানুষ যখন এমনিতেই অবসাদে ডুবে থাকছেন, সেখানে এই ছবিটি অবশ্যই একটা খুশির রেশ রেখে যাবে।'