The Bengal Scam: ১১ নভেম্বর থেকে 'হইচই'-তে দেখা যাবে রজতাভ, সোনামণির নতুন সিরিজ 'দ্য বেঙ্গল স্ক্যাম'
The Bengal Scam Update: হইচই সিজন সিক্সে ঘোষণা করা হয়েছিল ২৫টি ওয়েব সিরিজের। সেখানেই ঘোষণা করা হয়েছিল এই সিরিজের। প্রথমবার 'হইচই'-এর সঙ্গে কাজ করছেন সোনামণি
কলকাতা: এই সিরিজের ঘোষণা হয়েছিল আগেই। সদ্য মুক্তি পেল 'হইচই' (Hoichoi)-এর নতুন ওয়েব সিরিজ দ্য বেঙ্গল স্ক্যাম (The Bengal Scam) বা বিমা কাণ্ড-র পোস্টার। মুখ্যভূমিকায় রজতাভ দত্ত (Rajatabha Dutta), কৃঞ্জল নন্দ (Krinjal Nanda), সোনামণি সাহা (Sonamoni Saha) ও অন্যান্যরা। ১১ নভেম্বর থেকে হইচই-এর ওয়েব প্ল্যাটফর্মে স্ট্রিমিং হবে এই সিরিজের। পরিচালনায় দায়িত্বে রয়েছেন অভিরূপ ঘোষ।
হইচই সিজন সিক্সে ঘোষণা করা হয়েছিল ২৫টি ওয়েব সিরিজের। সেখানেই ঘোষণা করা হয়েছিল এই সিরিজের। প্রথমবার 'হইচই'-এর সঙ্গে কাজ করছেন সোনামণি। অন্যদিকে অরিন্দম শীল (Arindam Shil) ও রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। দেবারতি মুখোপাধ্যায় রাঢ় কাহিনি অবলম্বনে তৈরী হবে অরিন্দম শীলের সিরিজ ত্রৈলোক্য। এক মহিলা সিরিয়াল কিলারকে নিয়ে এগিয়ে যাবে ত্রৈলোক্য-র গল্প। পাশাপাশি একজন বিশেষ ক্ষমতা সম্পন্ন নারী যখন রাজনীতির ময়দানে সফলতা পায়, তখন তাঁর লড়াই কতটা কঠিন হয় সেই নিয়েই আবর্তিত হবে রাজ চক্রবর্তীর সিরিজ ডি এম মল্লিকা। এই দুই সিরিজের ক্ষেত্রেই এখনও পর্যন্ত চরিত্রায়ণ চূড়ান্ত হয়নি।
View this post on Instagram
এছাড়াও নতুন ও সিক্যুয়াল মিলিয়ে ২৫টি সিরিজের ঘোষণা করা হয়। সেগুলি হল, ‘ইন্দু টু’, ‘প্রফেসর ভূতনাথ’, ‘মিস্টার কলকেতা’, ‘বোধ’, ‘মন্টু পাইলট-থ্রি’, ‘হস্টেল ডেজ’, ‘কাইজার -টু’, ‘একেন বাবু- সিক্স’, ‘ফেলুদা ভূস্বর্গ ভয়ঙ্কর’, ‘কারাগার-টু’, ‘গভীর জলের মাছ’, ‘সরকার’, ‘ইন্দুবালা ভাতের হোটেল’, ‘গোরা -টু’, ‘হ্যালো রিমেমবার মি’, ‘মহানগর-অন্তিম পর্ব’, ‘বোধন’, ‘ব্যোমকেশ ও পিঞ্জরাপোল’, ‘ডি এম মল্লিকা’, ‘শ্রীকান্ত-টু’, ‘ত্রৈলোক্য’, ‘সম্পূর্ণা -দ্য ফাইনাল চ্যাপ্টার’, ‘যোগসূত্র’, ‘দ্য বেঙ্গল স্ক্যাম- বিমা কান্ড’ও ‘জাতিস্মর’।
View this post on Instagram