Rudrabinar Obhishaap First Song: মুক্তি পেল 'রুদ্রবীণার অভিশাপ' ওয়েব সিরিজের প্রথম গান 'কাচ ভাঙার গান'
Rudrabinar Obhishaap First Song: স্ট্রিমিং জায়ান্ট 'হইচই'-এর আসন্ন ওয়েব সিরিজ 'রুদ্রবীণার অভিশাপ'। মুক্তি পেল সেই সিরিজের প্রথম গান।
কলকাতা: মুক্তি পেল অনলাইন প্ল্যাটফর্ম 'হইচই'-এর আসন্ন ওয়েব সিরিজ 'রুদ্রবীণার অভিশাপ'-এর প্রথম গান। গানের নাম 'কাচ ভাঙার গান'। গানের শুরুতেই প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়েছে দর্শকদের মধ্যে, 'সুরের যুগলবন্দি না গানের লড়াই'। গানটির ভিডিও দেখতে দেখতে সেই প্রশ্নই ঘুরপাক খাবে শ্রোতার মনেও।
সুরে তালে মেতে ওঠা #hoyejak!
— Hoichoi (@hoichoitv) December 7, 2021
The first song from #RudrabinarObhishaap is here: https://t.co/9EltF9ZBAF#KnaachBhangarGaan @SVFMusic https://t.co/kBQHSPglT2
সঙ্গীতশিল্পী শ্রীজাতর কথায়, জয় সরকারে সঙ্গীত পরিচালনায়, শোভন গঙ্গোপাধ্যায় ও জিমূত রায়ের কণ্ঠে গানটি ইতিমধ্যেই বেশ মনে ধরেছে দর্শকদের। গানের ভিডিওয় দুই অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় ও সৌরভ দাশের জোর টক্কর নজরে পড়ার মতো।
গানটির সঙ্গে ক্যাপশনে লেখা হয়, 'রুদ্রপুরে আলাপ শ্রুতি। এখান থেকেই শুরু নতুন রহস্যর। শুরু হল নাদের সঙ্গে আলাপের সঙ্গীতের যুদ্ধ। আলাপ কি হারাতে পারবে নাদকে? কী হল এই যুদ্ধের ফলাফল? শুনুন 'রুদ্রবীণার অভিশাপ'-এর নতুন গান 'কাচ ভাঙার গান' জয় সরকারের সুরে, শ্রীজাতর লেখায় এবং শোভন গাঙ্গুলি ও জিমুত রায়ের কণ্ঠে।'
এই সিরিজটি 'হইচই' প্রযোজিত ওয়েব সিরিজ 'তানসেনের তানপুরা'-এর দ্বিতীয় সিজন। প্রথম সিজনের সাফল্যের পর দ্বিতীয় সিজনে খানিক বেশি চমক তো থাকবে বলেই আশা করা যায়। এইবারের সিরিজে দেখতে পাওয়া যাবে 'রানি রাসমণি' খ্যাত অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে। এবারের রহস্য ও তার উদঘাটন দর্শকদের কতটা মন জয় করতে পারে সেটাই দেখার। ডিসেম্বরেই মুক্তি পাচ্ছে 'রুদ্রবীণার অভিশাপ'।