The Kerala Story: 'দ্য কেরালা স্টোরি'-র পরে হাতে প্রচুর অফার, কেরিয়ার নিয়ে কী ভাবছেন আদাহ্?
Adah Sharma: 'দ্য কেরালা স্টোরি' নিয়ে বিতর্ক হয়েছে যথেষ্ট। এই ছবি নিষিদ্ধ করা হয়েছিল পশ্চিমবঙ্গে। তবে শোনা যাচ্ছে, অনেকেই নাকি এই ছবির জন্য গোপনে প্রশংসা করেছিলেন আদাহ্-কে।
মুম্বই: এর আগে তিনি একাধিক ছবিতে অভিনয় করেছেন, তবে 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story) যে তাঁর কেরিয়ারের অন্যতম মোড়, সেটা অস্বীকার করার জায়গা নেই। একথা অবশ্য নিজেও স্বীকার করেন আদাহ্ শর্মা (Adah Sharma)। চলতি বছরে এই ছবিই তাঁকে পরিচিতি দিয়েছিল। আর তারপর থেকেই আদাহ্-র হাতে পর পর ছবির অফার। সেই কথাই সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন আদাহ্।
'দ্য কেরালা স্টোরি' নিয়ে বিতর্ক হয়েছে যথেষ্ট। এই ছবি নিষিদ্ধ করা হয়েছিল পশ্চিমবঙ্গে। তবে শোনা যাচ্ছে, অনেকেই নাকি এই ছবির জন্য গোপনে প্রশংসা করেছিলেন আদাহ্-কে। আর এই ছবি মুক্তির পরেই একের পর এক ছবির অফার আসছে আদাহ্-র কাছে। অভিনেত্রী বলছেন, 'আমার কাছে এখন প্রচুর ছবির অফার। অনেকেই নতুন ছবি আমায় নিয়ে পরিচালনা করতে চান। অনেক চিত্রনাট্যের মধ্যে থেকে কাজ বেছে নিতে খুব ভাল লাগছে। আমি চাই ইন্ডাস্ট্রিকে আরও অনেক ভাল ছবি উপহার দিতে।'
সম্প্রতি, নিজের ছবি 'দ্য কেরালা স্টোরি' নিয়ে কথা বলতে গিয়ে আদাহ্ বলেছেন, ' আমি এই ছবিতে রাজি হওয়ার জন্য কিছুটা সময় নিয়েছিলাম। আমরা এই ছবিতে কিছু আতঙ্কবাদীদের কথা বলেছিলাম। শুধু তাই নয়, বেশ কিছু ধর্মীয় ঘটনাও ছিল। এই ছবিটা নিয়ে মানুষের মনে কিছু বিভ্রান্তি তৈরি হয়েছিল। কিন্তু যাঁরা এই ছবিটা দেখেছেন, তাঁদের কিন্তু আদৌ কোনও বিভ্রান্তি ছিল না। প্রত্যেকের কাছে গোটা বিষয়টা পরিষ্কার হয়েছিল। তবে অনেকেই ছবিটি দেখেননি। তাদের কাছে আমাদের ছবির বিষয়টা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। এই ছবিটা তো বাকস্বাধীনতার সৌন্দর্য্য। সবাই তো নিজের মত বলতেই পারে। তবে যে দেশে বাকস্বাধীনতা রয়েছে, সেখানে আমি মানুষকে জোর করতে পারি না আমার ছবিটা দেখার জন্য। যাঁদের ইচ্ছা হবে, তাঁরা দেখবেন ছবিটা। আমি খুশি যে বিরোধী ট্যুইটের ভিড়ে এমন অনেক ট্যুইট রয়েছে যাঁরা ছবিটার সমর্থন করেছে। আমার কাছে তো সেটুকুই প্রাপ্তি।'
এই ছবিকে ফুটিয়ে তুলতে যথেষ্ট পরিশ্রম করেছিলেন আদাহ। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি শেয়ার করে নিয়েছিলেন আদাহ। গল্পের প্রয়োজনে প্রয়োজন ছিল ফাটা ঠোঁটের। শ্যুটিং... বাস্তব পরিস্থিতিতে পর্দায় ফুটিয়ে তোলার জন্য ৪০ ঘণ্টা জল না খেয়ে ছিলেন আদাহ। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। প্রচন্ড গরমে টানা শ্যুটিং, আদাহর ত্বকে মেকআপ না সত্য ক্ষত, ছবি দেখে আন্দাজ করা কঠিন।
আরও পড়ুন: Ankush New Film: দেবের পরে অঙ্কুশ, শরীরচর্চার ছবি পোস্ট করে 'মির্জা'-র প্রস্তুতির ইঙ্গিত অভিনেতার
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন