The Kerala Story: দ্বিতীয় দিনে বিপুল আয় বৃদ্ধি, শনিবারের পর মোট ব্যবসা কত হল 'দ্য কেরালা স্টোরি'র?
Box Office Collection: এই ছবির ট্রেলার মুক্তির পর থেকেই নজরে ছিল। ছবির বিরুদ্ধে একাধিক প্রতিবাদ ও অসন্তোষের বন্যা বয়ে যায়। অনেকেই আওয়াজ তোলেন যে এই ছবিকে ব্যান করে দেওয়া উচিত।
নয়াদিল্লি: তীব্র বিতর্ক, 'প্রপাগান্ডা' তকমা, নিষিদ্ধ করে দেওয়ার আবেদন, সবকিছু পেরিয়েই বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করে চলেছে সুদীপ্ত সেন পরিচালিত 'দ্য কেরালা স্টোরি'। ৫ মে মুক্তি পায় এই ছবি। তার আগে থেকেই এই ছবি নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে যায় সোশ্যাল মিডিয়া। প্রথম দিনের ভাল ব্যবসার পর দ্বিতীয় দিনের প্রাথমিক আয়ের পরিসংখ্যানও মিলেছে। তাতেই পরিষ্কার দ্বিতীয় দিনে বিপুল আয় বৃদ্ধি হয়েছে এই ছবির।
দ্বিতীয় দিনে কত ব্যবসা করল 'দ্য কেরালা স্টোরি'?
গত শুক্রবার অর্থাৎ ৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আদাহ্ শর্মা অভিনীত 'দ্য কেরালা স্টোরি'। বিতর্কের ঝড় পেরিয়ে প্রথম দিনে এই ছবি ৮.০৩ কোটি টাকার ব্যবসা করে। এখন প্রাথমিকভাবে পরিসংখ্যান বলছে দ্বিতীয় দিন অর্থাৎ প্রথম শনিবার এই ছবি ১২.৫০ কোটি টাকার ব্যবসা করেছে। অর্থাৎ প্রথম দুদিনের ব্যবসার পরিমাণ মোট ২০.৫৩ কোটি টাকা। অর্থাৎ প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে আয় বৃদ্ধি যে ভালই হয়েছে তা বেশ স্পষ্ট।
এক ঝলকে 'দ্য কেরালা স্টোরি'
প্রসঙ্গত, এই ছবি কেরলের এক নিষ্পাপ হিন্দু মহিলার গল্প বলে, যাকে তার ইসলাম ধর্মাবলম্বী বন্ধুরা কথা-ব্যবহারের প্যাঁচে ফেলে ধর্মান্তরিত করে। এরপর তাকে আইসিস সন্ত্রাসী সংগঠনে পাঠিয়ে দেওয়া হয়। সুদীপ্ত সেন পরিচালিত এই ছবির প্রযোজক বিপুল অম্রুতলাল শাহ। নির্মাতাদের দাবি, এই ছবির গল্প সত্য ঘটনা অবলম্বনে তৈরি যেখানে কেরলের প্রায় ৩২ হাজার মহিলাকে ফাঁদে ফেলে সন্ত্রাসের সঙ্গে যুক্ত করা হয়।
এই ছবির ট্রেলার মুক্তির পর থেকেই নজরে ছিল। ছবির বিরুদ্ধে একাধিক প্রতিবাদ ও অসন্তোষের বন্যা বয়ে যায়। অনেকেই আওয়াজ তোলেন যে এই ছবিকে ব্যান করে দেওয়া উচিত। উল্লেখ্য, এই ছবির ট্রেলার '৩২ হাজার মহিলার গল্প' থেকে সম্প্রতি বদলে তিন মহিলার গল্পে পরিণত করা হয়েছে। এতে ফের একবার বিতর্ক মাথা চাড়া দিয়ে ওঠে।
আরও পড়ুন: Do You Know: রান্নার তেলের বোতলে কেন এমন ঢাকনা থাকে জানেন?
প্রসঙ্গত, ইতিমধ্যেই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান এই ছবিকে সে রাজ্যে করমুক্ত ঘোষণা করেছেন। অজস্র বিতর্কের মাঝেও ৫ মে এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে এই ছবি। অনেকেই যেমন এটিকে 'প্রপাগান্ডা ফিল্ম' বলে দেগেছেন, তেমনই অপর একাংশ এই ছবিকে 'দুর্দান্ত' বলছেন। এরই মধ্যে, সূত্রের খবর, বিজেপি মন্ত্রী রাহুল কোঠারি মধ্যপ্রদেশ মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানকে চিঠি লেখেন যাতে সে রাজ্যে এই ছবিকে করমুক্ত ঘোষণা করা হয়। ৬ মে, ছবিটি করমুক্ত করার কথা ট্যুইটের মাধ্যমে ঘোষণা করেন শিবরাজ সিংহ চৌহান। 'সন্ত্রাসবাদের ভয়ঙ্কর সত্যকে সামনে এনেছে 'দ্য কেরালা স্টোরি' ছবিটি। এই ছবি সকলের দেখা উচিত। মধ্যপ্রদেশে এই ছবিকে করমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।' একটি ভিডিও শেয়ার করেছেন তিনি।