(Source: ECI/ABP News/ABP Majha)
The Kerala Story: বিতর্ক সত্ত্বেও প্রথম দিনেই বাজিমাত! বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা 'দ্য কেরালা স্টোরি'র
The Kerala Story Box Office Day 1: ইতিমধ্যেই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান এই ছবিকে সে রাজ্যে করমুক্ত ঘোষণা করেছেন। অজস্র বিতর্কের মাঝেও ৫ মে এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
নয়াদিল্লি: মুক্তির আগে থেকেই বিতর্ক ও সমালোচনার সম্মুখীন হতে শুরু করে সুদীপ্ত সেন পরিচালিত 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story)। ছবির বিরোধিতা, নিষিদ্ধ করে দেওয়ার আবেদন থেকে প্রধানমন্ত্রীর প্রশংসা, মধ্যপ্রদেশে করমুক্তি, কিছুদিন ধরেই শিরোনামে রয়েছে 'দ্য কেরালা স্টোরি'। এরই মধ্যে, গতকাল, ৫ মে মুক্তি পেয়েছে ছবিটি। প্রথম দিনে কেমন ব্যবসা করল 'দ্য কেরালা স্টোরি' (Box Office Collection Day 1)?
'দ্য কেরালা স্টোরি'র প্রথম দিনের বক্স অফিস আয় কত?
বিতর্ক তুঙ্গে উঠলেও প্রথম দিন বক্স অফিসে ভালই আয় করল আদাহ্ শর্মা অভিনীত 'দ্য কেরালা স্টোরি'। প্রথম দিনে দেশের বক্স অফিসেই এই ছবি আয় করল ৮ কোটি টাকা। এই ছবিতে মুখ্য চরিত্রে আদাহ ছাড়া দেখা গেছে যোগিতা বিহানি, সিদ্ধি ইদনানি ও সোনিয়া বালানিকে।
নির্মাতাদের মতে 'দ্য কেরালা স্টোরি' প্রায় ৩২ হাজার মহিলার কেরল থেকে অদৃশ্য হয়ে যাওয়ার গল্প বলে যাঁদের ধর্মান্তকরণ করানো হয় এবং একাধিক সন্ত্রাসবাদী সংগঠনে পাঠিয়ে দেওয়া হয়। 'দ্য কেরালা স্টোরি'র প্রযোজনা করে বিপুল অম্রুতলাল শাহের সংস্থা 'সানশাইন পিকচার্স প্রাইভেট লিমিটেড'। তিনিই ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর ও সহ-লেখক।
এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ লেখেন, 'স্টেডিয়ামের বাইরে বল পাঠাল 'দ্য কেরালা স্টোরি'... দুর্দান্ত শুরু করল... সন্ধ্যা ও রাতের শোয় হল ভরেছে বিপুল পরিমাণে... প্রথম দিনের অঙ্কই গোটা ইন্ডাস্ট্রির চোখ খুলে দিয়েছে... সপ্তাহান্তে যে অসামান্য আয় হবে তা বলাই বাহুল্য... শুক্রবার ৮.০৩ কোটি টাকার ব্যবসা ভারতের বক্স অফিসে।'
View this post on Instagram
আরও পড়ুন: Banana Skin Benefits: রুক্ষ-শুষ্ক ত্বকে ভরসা কলার ফেসপ্যাক, দূর করে বলিরেখা, বাড়ায় উজ্জ্বলতা
প্রসঙ্গত, ইতিমধ্যেই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান এই ছবিকে সে রাজ্যে করমুক্ত ঘোষণা করেছেন। অজস্র বিতর্কের মাঝেও ৫ মে এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে এই ছবি। অনেকেই যেমন এটিকে 'প্রপাগান্ডা ফিল্ম' বলে দেগেছেন, তেমনই অপর একাংশ এই ছবিকে 'দুর্দান্ত' বলছেন। এরই মধ্যে, সূত্রের খবর, বিজেপি মন্ত্রী রাহুল কোঠারি মধ্যপ্রদেশ মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানকে চিঠি লেখেন যাতে সে রাজ্যে এই ছবিকে করমুক্ত ঘোষণা করা হয়। ৬ মে, ছবিটি করমুক্ত করার কথা ট্যুইটের মাধ্যমে ঘোষণা করেন শিবরাজ সিংহ চৌহান। 'সন্ত্রাসবাদের ভয়ঙ্কর সত্যকে সামনে এনেছে 'দ্য কেরালা স্টোরি' ছবিটি। এই ছবি সকলের দেখা উচিত। মধ্যপ্রদেশে এই ছবিকে করমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।' একটি ভিডিও শেয়ার করেছেন তিনি।