![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
The Kerala Story: 'এই ছবি সকলের দেখা উচিত', মধ্যপ্রদেশে 'দ্য কেরালা স্টোরি'কে করমুক্ত ঘোষণা মুখ্যমন্ত্রীর
Tax Free: ৬ মে, ছবিটি করমুক্ত করার কথা ট্যুইটের মাধ্যমে ঘোষণা করেন শিবরাজ সিংহ চৌহান। 'সন্ত্রাসবাদের ভয়ঙ্কর সত্যকে সামনে এনেছে 'দ্য কেরালা স্টোরি' ছবিটি। এই ছবি সকলের দেখা উচিত।'
![The Kerala Story: 'এই ছবি সকলের দেখা উচিত', মধ্যপ্রদেশে 'দ্য কেরালা স্টোরি'কে করমুক্ত ঘোষণা মুখ্যমন্ত্রীর The Kerala Story Movie Tax-free in Madhya Pradesh CM Shivraj Singh Chouhan The Kerala Story: 'এই ছবি সকলের দেখা উচিত', মধ্যপ্রদেশে 'দ্য কেরালা স্টোরি'কে করমুক্ত ঘোষণা মুখ্যমন্ত্রীর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/06/a761331d529ada624110abc35e49a65a1683359749427229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: সুদীপ্ত সেন (Sudipto Sen) পরিচালিত আদাহ্ শর্মা (Adah Sharma) অভিনীত 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story) নিয়ে বিতর্ক অব্যাহত। এই ছবির বিষয় তাঁকে নিয়ে এসেছে শিরোনামে। তারই মধ্যে জানা গেল এই ছবিকে করমুক্ত (tax free) ঘোষণা করা হয়েছে মধ্যপ্রদেশে (Madhya Pradesh)।
মধ্যপ্রদেশে করমুক্ত ঘোষিত হল 'দ্য কেরালা স্টোরি'
৫ মে মুক্তি পেয়েছে 'দ্য কেরালা স্টোরি'। শুরু থেকেই বিতর্কের মুখে পড়েছে এই ছবি। তবে এরই মধ্যে জানা গেল নতুন খবর। মধ্যপ্রদেশ মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান এই ছবিকে করমুক্ত ঘোষণা করেছেন।
এর আগে ভারতীয় জনতা পার্টি ও একাধিক হিন্দু সংস্থার পক্ষ থেকে মধ্যপ্রদেশ মুখ্যমন্ত্রীর কাছে এই ছবিকে করমুক্ত ঘোষণা করার আবেদন জানানো হয়। আজ, ৬ মে, একটি ট্যুইটের মাধ্যমে মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান এই ছবিকে মধ্যপ্রদেশে করমুক্ত ঘোষণা করলেন।
অজস্র বিতর্কের মাঝেও ৫ মে এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে এই ছবি। অনেকেই যেমন এটিকে 'প্রপাগান্ডা ফিল্ম' বলে দেগেছেন, তেমনই অপর একাংশ এই ছবিকে 'দুর্দান্ত' বলছেন। এরই মধ্যে, সূত্রের খবর, বিজেপি মন্ত্রী রাহুল কোঠারি মধ্যপ্রদেশ মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানকে চিঠি লেখেন যাতে সে রাজ্যে এই ছবিকে করমুক্ত ঘোষণা করা হয়।
৬ মে, ছবিটি করমুক্ত করার কথা ট্যুইটের মাধ্যমে ঘোষণা করেন শিবরাজ সিংহ চৌহান। 'সন্ত্রাসবাদের ভয়ঙ্কর সত্যকে সামনে এনেছে 'দ্য কেরালা স্টোরি' ছবিটি। এই ছবি সকলের দেখা উচিত। মধ্যপ্রদেশে এই ছবিকে করমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।' একটি ভিডিও শেয়ার করেছেন তিনি।
#WATCH | 'The Kerala Story' movie has been declared tax-free in the state by the government says Madhya Pradesh CM Shivraj Singh Chouhan
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) May 6, 2023
(Video source: CM Shivraj Singh Chouhan's Twitter handle) pic.twitter.com/V36DpeOD3s
প্রসঙ্গত, এই ছবি কেরলের এক নিষ্পাপ হিন্দু মহিলার গল্প বলে, যাকে তার ইসলাম ধর্মাবলম্বী বন্ধুরা কথা-ব্যবহারের প্যাঁচে ফেলে ধর্মান্তরিত করে। এরপর তাকে আইসিস সন্ত্রাসী সংগঠনে পাঠিয়ে দেওয়া হয়। সুদীপ্ত সেন পরিচালিত এই ছবির প্রযোজক বিপুল অম্রুতলাল শাহ। নির্মাতাদের দাবি, এই ছবির গল্প সত্য ঘটনা অবলম্বনে তৈরি যেখানে কেরলের প্রায় ৩২ হাজার মহিলাকে ফাঁদে ফেলে সন্ত্রাসের সঙ্গে যুক্ত করা হয়।
আরও পড়ুন: Do You Know: রান্নার তেলের বোতলে কেন এমন ঢাকনা থাকে জানেন?
এই ছবির ট্রেলার মুক্তির পর থেকেই নজরে ছিল। ছবির বিরুদ্ধে একাধিক প্রতিবাদ ও অসন্তোষের বন্যা বয়ে যায়। অনেকেই আওয়াজ তোলেন যে এই ছবিকে ব্যান করে দেওয়া উচিত। উল্লেখ্য, এই ছবির ট্রেলার '৩২ হাজার মহিলার গল্প' থেকে সম্প্রতি বদলে তিন মহিলার গল্পে পরিণত করা হয়েছে। এতে ফের একবার বিতর্ক মাথা চাড়া দিয়ে ওঠে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)