The Night Manager: কবে মুক্তি পাচ্ছে দ্য নাইট ম্যানেজার পার্ট 2?
The Night Manager: এই সিরিজের হাত ধরে ওটিটি প্ল্য়াটফর্মে পা রেখেছিলেন আদিত্য় রয় কপূর।
![The Night Manager: কবে মুক্তি পাচ্ছে দ্য নাইট ম্যানেজার পার্ট 2? The Night Manager: Part 2 Starring Anil Kapoor, Aditya Roy Kapur To Release On This Date The Night Manager: কবে মুক্তি পাচ্ছে দ্য নাইট ম্যানেজার পার্ট 2?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/05/d4bcbf118452515a3b2e72a339dca01d168325152649547_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: শীঘ্রই মুক্তি পেতে চলেছে 'দ্য নাইট ম্যানেজার 2' (The Night Manager 2)। এই সিরিজের মুখ্য় অভিনেতা অনিল কপূর নিজেই প্রকাশ্য়ে আনলেন মুক্তির তারিখ। সম্প্রতি ইন্সটাগ্রাম পোস্টে একটি টিজার ভিডিও পোস্ট করে অভিনেতা জানালেন আগামী ৩০জুন আসছে 'দ্য নাইট ম্যানেজার 2' (The Night Manager 2)। আর এই খবর সামনে আসার পরই উন্মাদনা শুরু হয়েছে দর্শকমহলে।
অনিল কপূর তাঁর পোস্টে লেখেন, “বছরের সবচেয়ে প্রতীক্ষিত শো'এর জন্য় অপেক্ষার শেষ! শান বনাম শেলি, কে প্রথমে ব্রেক করবে? সঙ্গে হ্য়াজট্য়াগ দেন
#HotstarSpecials #TheNightManager Part 2, 30 জুন স্ট্রিমিং @disneyplushotstar #TheNightManagerOnHotstar।"
এই সিরিজে মুখ্য় ভূমিকায় রয়েছেন অনিল কপূর, আদিত্য রায় কপূর, শোভিতা ধুলিপালা, তিলোত্তমা সোম, শাশ্বত চট্টোপাধ্যায়, রবি বহেল। এই সিরিজটি মূলত জন লে ক্যারের উপন্যাস 'দ্য নাইট ম্যানেজার'-এর অফিসিয়াল হিন্দি সংস্করণ। সিরিজটি প্রযোজনার দায়িত্বে রয়েছে 'দ্য ইঙ্ক ফ্যাক্টরি' ও 'বানিজয় এশিয়া'।
আরও পড়ুন...
Weight Loss: অতিরিক্ত মেদ ঝরানোর পর তা যেন আর ফিরে না আসে, নিজের খেয়াল রাখুন নিয়ম মেনে
প্রসঙ্গত, 'দ্য় নাইট ম্য়ানেজার' সিরিজে একেবারে অচেনা ঢঙে দেখা মিলেছিল বলিউডের তারকা অভিনেতা আদিত্য রায় কপূরের। ছবির প্রচারে মুম্বইয়ের এক বিলাসবহুল হোটেলে 'রিয়েল-লাইফ' ম্যানেজারের (Real Life Manager) ভূমিকায় দেখা মিলেছিল অভিনেতার। হোটেলে ঘর নিতে আসা এক অতিথির হাতে তাঁর ঘরের চাবি তুলে দিতেও দেখা যায় আদিত্যকে ( Aditya Roy Kapur)। এই সিরিজের হাত ধরেই ওটিটি প্ল্যাটফর্মে পা রেখেছিলেন আদিত্য রায় কপূর (Digital Debut)। সন্দীপ মোদি পরিচালিত 'দ্য নাইট ম্যানেজার' (The Night Manager) মুক্তির পরপরই উঠে এসেছিল দর্শকের পছন্দের তালিকায়।
আরও পড়ুন...
Banana Skin Benefits: রুক্ষ-শুষ্ক ত্বকে ভরসা কলার ফেসপ্যাক, দূর করে বলিরেখা, বাড়ায় উজ্জ্বলতা
উল্লেখ্য়, এই সিরিজ প্রসঙ্গে অভিনেতা আদিত্য রায় কপূর বলেছিলেন, 'যখন প্রতিশোধ ও বিশ্বাসঘাতকতা মিলেমিশে যায় তখন হাই ভোল্টেজ ড্রামা তো আসতে বাধ্য। দুর্দান্ত রকমের কিছু জটিল চরিত্রের মিশেলে এই ঘরানারই গল্প বলে দ্য নাইট ম্যানেজার। আমার চরিত্রের নাম শান। কেউ কখনও বুঝতে পারবেন না যে তার মনে কী চলছে। কিন্তু সাংঘাতিক কিছু একটা হতে চলেছে, একটা ঘটনা থেকে হঠাৎ একেবারে অন্য ধরনের কিছু হয়ে যেতে পারে সেটা দর্শক বুঝতে পারবেন। ভারতীয় চলচ্চিত্র জগতের দুর্দান্ত কিছু শিল্পীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অসাধারণ।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)