The Red Files Exclusive: 'সত্যি দেখিয়েছি, তাই ভয়?' ছবি মুক্তির আগেরদিন হল না পাওয়া নিয়ে ক্ষুব্ধ পরিচালক
The Red Files Exclusive: ছবির মুক্তির আগের সন্ধেতেও শহরের এপ্রান্ত থেকে ওপ্রান্ত দৌড়ে বেড়াচ্ছেন তিনি.. এখনও হাতে আসেনি প্রেক্ষাগৃহের সর্বশেষ তালিকা। উদ্বিগ্ন পরিচালক এবিপি লাইভকে বলছেন...
তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: ছবি মুক্তির বাকি আর কয়েক ঘণ্টা, কিন্তু এখনও প্রেক্ষাগৃহ পাওয়া নিয়ে চূড়ান্ত দোলাচলে রয়েছে পরিচালক স্বয়ং। কিন্তু কেন? সত্যঘটনা অবলম্বনে তৈরি এই ছবির মাধ্যমে নাকি প্রতিবাদ করা হয়েছে এক ঘৃণ্য অপরাধের, এমনটাই দাবি পরিচালকের। তবু শহর কলকাতায় পাওয়া গিয়েছে মাত্র ২টো প্রেক্ষাগৃহ! নতুন ছবি 'দ্য রেড ফাইলস' (The Red Files) মুক্তির আগে এবিপি লাইভের (ABP Live) কাছে প্রেক্ষাগৃহ না পাওয়া নিয়ে ক্ষোভ উগরে দিলেন পরিচালক কিংশুক দে।
ছবির মুক্তির আগের সন্ধেতেও শহরের এপ্রান্ত থেকে ওপ্রান্ত দৌড়ে বেড়াচ্ছেন তিনি.. এখনও হাতে আসেনি প্রেক্ষাগৃহের সর্বশেষ তালিকা। উদ্বিগ্ন পরিচালক এবিপি লাইভকে বলছেন, 'আগে মুক্তি পাওয়া অনেক ছবিই শহরে চলছে, আর আমার নতুন ছবি একটা সরকারি হলও পেল না! (এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত পরিচালকের হাতে হলের যে তালিকা এসেছিল, সেই অনুযায়ী কথা বলেছেন পরিচালক)। শহর কলকাতায় মাত্র ২টো হল পেয়েছি, সেগুলো হাউজ়ফুলের দিকে। অর্থাৎ মানুষ ছবিটা দেখার জন্য আগাম বুকিং করছেন, ছবিটা দেখতে চাইছেন। আমি তো কোনও রাজনৈতিক দলের বিরোধিতা করিনি। যেমন ১৯৯০ সাল দেখিয়েছি, তেমন ২০২২ সালও দেখিয়েছি। আমার একটাই উদ্দেশ্য ছিল, ধর্ষণের মতো জঘন্য অপরাধের প্রতিবাদ করা।'
ছবির বিষয়বস্তুর জন্যই কি প্রেক্ষাগৃহ পাওয়া নিয়ে সমস্যা হয়েছে? কিংশুক বলছেন, 'ধর্ষণ নিয়ে ছবি তো বলিউডেও হয়েছে। সেখানে তো প্রেক্ষাগৃহ পাওয়া নিয়ে এমন সমস্যার কথা শুনিনি। আসলে বাঙালি কাঁকড়ার জাত, এখানে ইন্ডাস্ট্রিতে কার পিছনে কী চলছে বোঝাই যায় না। এর মধ্যে কোন রাজনীতি রয়েছে কি না তাও আমি সত্যিই জানি না। কেবল জানি, আমার ছবিকে সেন্সর বোর্ড আনকাট ইউ/এ সার্টিফিকেট দিয়েছে। তাহলে নিশ্চয় তাঁদের মনে হয়েছে এটা একটি শিক্ষামূলক ছবি, প্রতিবাদের ছবি। আমরা এত এগিয়ে গিয়েছি প্রযুক্তির দিক দিয়ে অথচ আমাদের মা-বোনেদেরই এখনও সুরক্ষা দিতে পারি না। শুধু রাস্তায় নয়, পরিবারের মধ্যেও অনেকেই হেনস্থার শিকার হন। সেই সত্যি কথাটা আমি বলেছি বলেই কী এত ভয়? আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার তৈরি ছবি দেখুন, দেখে বিচার করুণ আদৌ আমি কোনও অপপ্রচার করেছি কী না?'
যে ছবি নিয়ে এত বিতর্ক, তার আসল বিষয়বস্তু কী? পরিচালক বলছেন, 'ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের প্রতিবাদেই আমার এই ছবি। ধর্ষণ যে অপরাধ তা আমরা জানি, কিন্তু কেন এই অপরাধে লিপ্ত হয় কোনও অপরাধী? ঠিক কী চলে তার মনের মধ্যে? আমরা ছোট থেকে যেভাবে আমাদের সন্তানদের বড় করি, সেভাবে তাদের অজান্তেই ইঁদুরদৌড়ের মধ্যে ঠেলে দিই... সেই বড় করার পদ্ধতিতেই কি কোনও খামতি থেকে যাচ্ছে? আমরাই কি আমাদের ছেলেমেয়েদের স্বার্থপর করে গড়ে তুলছি নিজেদের অজান্তেই? সত্যঘটনা অবলম্বনে তৈরি এই ছবি প্রশ্ন তুলবে এই সমস্ত সামাজিক স্পর্শকাতর বিষয়গুলি নিয়েই।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।