এক্সপ্লোর
Advertisement
'কাঁকড়ার মতো রোগা, মাথায় চুল নেই!' বলিউডে পা রেখে আর কী কী শুনতে হয়েছিল অনুপম খেরকে? জানালেন নিজেই
সুশান্তের মৃত্যুর সূত্র ধরে বলিউডে নিজের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। ৩৯ বছর আগে বলিউডে পা রেখে কেমন ব্যবহার পেয়েছিলেন তিনি?
মুম্বই: কোন পরিস্থিতির স্বীকার হয়ে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছিলেন সুশান্ত সিং রাজপুত, তা নিয়ে জল্পনা অব্য়াহত। এ ঘটনায় অনেক অভিনেতা বলিউডে স্বজনপোষণের অভিযোগে সরব হয়েছেন। কেউ বলেছেন, কর্মক্ষেত্রে রেষারেষির কথা, আবার কেউ কেউ বলেছেন, অবসাদ গ্রাস করেছিল সুশান্তকে। কিন্তু ঠিক কীসের অবসাদ কুরে কুরে খাচ্ছিল প্রাণোচ্ছল, ঝকঝকে ৩৪ বছরের অভিনেতাকে? এবার সুশান্তের মৃত্যুর সূত্র ধরে বলিউডে নিজের অভিজ্ঞতা জানালেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। ৩৯ বছর আগে বলিউডে পা রেখে কেমন ব্যবহার পেয়েছিলেন তিনি?
সোশ্যাল মিডিয়ায় প্রায় ৫ মিনিটের একটি ভিডিও শেয়ার করে অনুপম বলেছেন, 'আজ থেকে ৩৯ বছর আগে আমি যখন মুম্বই এসেছিলাম, আমায়ও অনেক রকম মন্তব্য শুনতে হয়েছিল। আমার নিজেকে একেবারেই একটা বাইরের মানুষ বলে মনে হত। অনেকে বলেছিলেন, আমি কাঁকড়ার মতো রোগা। হিন্দি মিডিয়াম স্কুলে পড়াশোনা করেছি। অভিনেতা হওয়ার জন্য মাথায় চুল চাই। ট্যালেন্ট সবারই থাকে।' সেইসঙ্গে অভিনেতা শোনান আশার কথাও। বলেন, 'বন্ধুরা, এইসব শুনে হেরে যাবেন না। নিজের স্বপ্ন মাঝপথে ছেড়ে দেবেন না। ভয় পাবেন না। আমি যখন রেলওয়ে স্টেশনে রাত কাটাতাম, দাদু সবসময় বলতেন, সাহস হারিও না। যারা আগে থেকেই ভিজে যায়, বৃষ্টিকে তাদের ভয় পাওয়া উচিত নয়।'
সদ্যপ্রয়াত অভিনেতা সম্পর্কে অনুপম বলেন, 'সুশান্ত হয়ত ভিতর ভিতর খুব একা ছিল। হয়তো ওঁর খুব কষ্ট হত। আমার মনে হয় বহিরাগত হয়ে এসেও নিজের জায়গা করে নিয়েই ওঁকে সঠিক সম্মান দেওয়া যায়।
অনুপম বলেন, 'বলিউডে এমন অনেক মানুষ আছেন যাঁরা হাত ধরে সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারেন। মুম্বই এমন একটা শহর যে সবার স্বপ্ন পূরণ করে। আর যদি কখনও মনে হয় একা লাগছে তবে মা-বাবা কে ফোন করে কথা বলো। ওঁদের থেকে বড় কোনও আশীর্বাদ পৃথিবীতে নেই। একা থাকলেও দৃঢ় হতে শেখো।'
ভিডিওর একেবারে শেষে অনুপমের গলায় শোনা যায় তাঁর প্রিয় কবিতা - 'লহেরো সে ডরকর নৌকা পার নেহি হোতি/ হিম্মত করনেওয়ালো কি হার নেহি হোতি।' ( ঢেউকে ভয় পেলে নৌকা পার করা যায় না। যারা চেষ্টা করে, তারা হারে না)
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
খবর
খবর
খবর
Advertisement