শাহিদ কপূর একটি সময় করিনার সঙ্গে সম্পর্কের জল্পনা নিয়ে আলোচনার কেন্দ্রে ছিলেন। এখন শাহিজ জানিয়েছেন, করিনার সঙ্গে তিনি অবশ্যই কাজ করতে চান। কিন্তু পরিচালক যদি বলেন, তবেই তা সম্ভব হবে। ছবি-ইন্সটাগ্রাম
2/9
সম্প্রতি সোনাম কপূরের বিয়ে নিয়ে বেশ আলোচনা হয়েছে। সেই সোনাম জানিয়েছেন, তাঁর বিকিনি না পরার কারণ। তিনি বলেছেন, তাঁর শরীর বিকিনি মানায় না। তাই তিনি তা পরেন না। ছবি-ইন্সটাগ্রাম
3/9
সিদ্ধার্থ মালহোত্র স্টুডেন্টস অফ দ্য ইয়ার সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছেন। কঠোর পরিশ্রম ও অভিনয় দক্ষতার মাধ্যমে বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন তিনি। এই সিদ্ধার্থ জানিয়েছেন, আলিয়াকে কিস করাটা তাঁর পক্ষে ছিল মুশকিলের কাজ ছিল। কারণ, এ ব্যাপারে আলিয়া খুবই নিষ্প্রাণ। ছবি-ইন্সটাগ্রাম
4/9
সদ্য মুক্তিপ্রাপ্ত রাজী সিনেমার অভিনেত্রী আলিয়া ভট্টও এই তালিকায় সামিল। খুব অল্পবয়সেই বলিউডে পা রেখেছেন তিনি। এই আলিয়া অন্ধকারে ভয় পান। তাই আলো জ্বালিয়েই ঘুমোন তিনি। নিজেই এ কথা স্বীকার করেছেন আলিয়া।ছবি-ইন্সটাগ্রাম
5/9
বলিউড সিনেমা কৃষ থেকে সুপারহিরো হিসেবে খ্যাতি পেয়েছেন হৃতিক রোশন। এখন আগামী সিনেমা সুপার ৩০ নিয়ে ব্যস্ত। এই হৃতিক ছোটবেলায় সঠিকভাবে কথা বলতে পারতেন না। কথা বলার সময় তোতলাতেন তিনি। ছবি-ইন্সটাগ্রাম
6/9
চলতি মাসেই ব্রিটেনে শাহী বিয়েতে বিশেষ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন বলিউড তারকা প্রিয়ঙ্কা চোপড়া। তার জীবনের গোপন বিষয়টিও দারুণ আকর্ষণীয়। বলিউড থেকে হলিউড পর্যন্ত ছড়িয়ে তাঁর কাজের পরিধি। কিন্তু এখনও পর্যন্ত কেউ তাঁকে প্রোপোজ করেনি। খোদ প্রিয়ঙ্কাই এক সাক্ষাত্কারে এ কথা জানিয়েছেন। ছবি-ইন্সটাগ্রাম
7/9
এখনও বিয়ে করেননি সলমন। বিভিন্ন সময়ে বিভিন্ন অভিনেত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জল্পনা ছড়িয়েছে। কিন্তু সলমন নিজেই জানিয়েছেন, তিনি ভার্জিন। একটি টিভি অনুষ্ঠানে সলমন যখন এ কথা বলছিলেন, তখন তাঁকে রীতিমতো সিরিয়াস দেখিয়েছে। ছবি-ইন্সটাগ্রাম
8/9
সবার আগে বলিউডের দাবাং খান তথা সলমন খানের কথা বলতে হয়। বলিউডে দারুন জনপ্রিয় সলমন। তাঁকে ঘিরে অনুরাগীদের আগ্রহ প্রচুর। এই সলমনের জীবনের এমন কিছু বিশেষ বিষয় রয়েছে, তা সবাই জানেন না। ছবি-ইন্সটাগ্রাম
9/9
সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা-প্রত্যেকের জীবনেই একেবারে নিখাদ কিছু ব্যক্তিগত বিষয় থাকে। এই বিষয়গুলি নিয়ে কেউই অন্য কোনও কারুর সঙ্গে আলোচনা করতে পছন্দ করেন না। বলিউড তারকাদেরও এমন কিছু ব্যক্তিগত বিষয় রয়েছে, যেগুলি জানলে অবাক হয়ে যেতে পারেন। ছবি-ইন্সটাগ্রাম