Bollywood Sequels: 'টাইগার ৩' থেকে 'ডন ৩', 'ফুকরে ৩', বলিউডে আসছে একগুচ্ছ সিক্য়ুয়েল
Upcoming Bollywood Sequels: চলতি বছর দীপাবলিতে আসতে চলেছে 'টাইগার ৩'
কলকাতা: সিনেমার সিক্য়ুয়েল দেখতে আমরা কম বেশি সকলেই অভ্য়স্ত। ভাল করে লক্ষ্য় করলে দেখা যাবে যে ছবির সিক্য়ুয়েল তৈরি হয়েছে বা হচ্ছে, সেগুলি প্রক্য়েকটি বাণিজ্য়িক ভাবে সফল। এই তালিকায় রয়েছে 'টাইগার' থেকে 'ডন','ফুকরে', 'হেরা ফেরি', 'মর্দানি' থেকে শুরু করে আর একগুচ্ছ ছবি। আজ নজর রাখব এই ছবিগুলির দিকেই।
টাইগার ৩
চলতি বছর দীপাবলিতে আসতে চলেছে 'টাইগার ৩'। সলমন খান, ক্যাটরিনা কাইফ, এবং ইমরান হাশমি অভিনীত এই ছবি নিয়ে দর্শকের উন্মাদনার পারদ চড়ছে। এই ফ্র্যাঞ্চাইজির আগের দুটি ছবি ব্য়বসায়িক ভাবে খুবই সফল হয়েছিল। বলিউডসূত্রের খবর অনুযায়ী, অ্য়াকশনধর্মী এই ছবির জন্য় ছবির নির্মাতারা বলিউড অ্যাকশন ডিরেক্টর মার্ক সিজাক ( Mark Scizak) এবং ক্রিস বার্নসকে (Chris Barnes) নিয়ে এসেছেন এই ছবির অ্যাকশন সিকোয়েন্স পরিচালনা করার জন্য।
হেরা ফেরি ৩
প্রিয়দর্শন পরিচালিত, 'হেরা ফেরি' 2000 সালে মুক্তি পায়। যেখানে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার, সুনীল শেঠি, পরেশ রাওয়াল তব্বুর মত অভিনেতারা। এই ছবি পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছিল দর্শকের মনে। আর এবার মুক্তি পাচ্ছে 'ফির হেরা ফেরি ৩'।
আরও পড়ুন...
বারবার অসুখে পড়ছেন? হাতের নাগালেই ইমিউনিটি বাড়ানোর অব্যর্থ উপায়, জানিয়ে দিলেন পুষ্টিবিদ
ফুকরে ৩
পুলকিত সম্রাট, বরুণ শর্মা, মনজোত সিং এবং পঙ্কজ ত্রিপাঠী অভিনীত 'ফুকরে' পছন্দ করেছিল দর্শক। এবার মুক্তি পেতে চলেছে 'ফুকরে ৩'। বড়পর্দায় ১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে এই ছবি।
ডন ৩
'ডন ৩'-তে এবার মুখ্য় ভূমিকায় দেখা যাবে রণবীর সিংহতে। ২০২৫ সালের জানুয়ারিতে শুরু করে এই ছবির শুটিং। আসল 'ডন' ছিলেন অমিতাভ বচ্চন, যা মুক্তি পায় ১৯৭৮ সালে। এর বেশ কিছু বছর পর ২০০৬ সালে মুক্তি পায়, ফারহান আখতারের 'ডন', পুরনো ছবিটিকেই নতুন আঙ্গিকে নতুন রূপ দেন তিনি। নাম ভূমিকায় বলিউডের বাদশাহ শাহরুখ খান। ২০১১ সালে মুক্তি পায় 'ডন ২'। সেখানেও ছিলেন শাহরুখই।
ওয়েলকাম টু দ্য জঙ্গল
'ওয়েলকাম টু দ্য জঙ্গল' ২০২৪ সালের ক্রিসমাসে মুক্তি পাবে বলে জানা যাচ্ছে। এই ছবিতে মুখ্য় ভূমিকায় অভিনয় করছেন অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ, অনিল কাপুর, নানা পাটেকর এবং পরেশ রাওয়াল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial