Tiger Shroff Update: 'বন্দে মাতরম'-এর নয়া সংস্করণ প্রকাশ্যে আনলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ
Tiger Shroff Update: ২০২১-এর স্বাধীনতা দিবসে 'বন্দে মাতরম'-এর আসল সংস্করণটি প্রকাশ্যে আনেন টাইগার। ট্যুইটারে গানটি প্রকাশ পেলে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকে প্রতিক্রিয়া ও বার্তা পান।
নয়াদিল্লি: বলিউড তারকা টাইগার শ্রফ (Bollywood star Tiger Shroff) মানেই এক অঙ্গে নানা রূপ। তিনি অভিনয় (Acting), নাচ (Dancing), মার্শাল আর্ট (Martial Arts) সবেতেই সমান পারদর্শী। সঙ্গে গানও (Singing) আছে। গত বছর স্বাধীনতা দিবসে অভিনেতা নিজের গাওয়া গান 'বন্দে মাতরম' (Vande Mataram) প্রকাশ্যে আনেন। তাঁর গান শুনে অনুরাগীরা প্রশংসা তো করেইছিলেন। সেই সঙ্গে অভিনেতার প্রশংসা করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Prime Minister of India, Narendra Modi)। এবার ৭৩তম প্রজাতন্ত্র দিবস (Republic Day) উপলক্ষ্যে দেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেই গানেরই একটা নতুন সংস্করণ প্রকাশ্যে আনলেন অভিনেতা।
নিজের ইনস্টাগ্রাম ও কু হ্যান্ডলে টাইগার শ্রফ এদিন অনুরাগীদের প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে এক বিশেষ ঘোষণা করেন। 'বন্দে মাতরম' গানের নতুন সংস্করণের একটি ছোট ক্লিপ পোস্ট করেন অভিনেতা। সঙ্গে লিখলেন আবেগঘন ক্যাপশন। ভিডিও শেয়ার করে অভিনেতা লেখেন, 'আমাদের হৃদয়ে বিশ্বাস এবং আমাদের চিন্তায় স্বাধীনতা নিয়ে, আসুন জাতিকে অভিবাদন জানাই। প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা!' টাইগারের পোস্টে কমেন্ট করেন তাঁর বোন কৃষ্ণা শ্রফ, তিনি লেখেন, 'শিহরিত হলাম'।
টাইগার শ্রফ ২০২১ সালের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে 'বন্দে মাতরম'-এর আসল সংস্করণটি প্রকাশ্যে এনেছিলেন। অভিনেতা ট্যুইটারে গানটি সম্পর্কে লেখেন, এবং তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকে প্রতিক্রিয়া ও বার্তা পান। 'হিরোপন্থি' অভিনেতা লিখেছিলেন, 'বন্দে মাতরম... এগুলো কেবল শব্দ নয়, বরং আবেগ। আবেগ যা আমাদেরকে আমাদের জাতির প্রতি অবদান রাখতে সচেষ্ট করে। এই স্বাধীনতা দিবসে, ১৩০ কোটি ভারতবাসীর উদ্দেশে আমার ছোট্ট নিবেদন।'
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই পোস্টের উত্তরে লেখেন, 'শৈল্পিক চেষ্টা। বন্দে মাতরম সম্পর্কে তুমি যা বললে তার সঙ্গে সহমত।'
আরও পড়ুন: Republic Day 2022: প্রজাতন্ত্র দিবস উদযাপন করুন বাড়ি বসে, দেখুন দেশাত্মবোধক ওয়েব সিরিজ