এক্সপ্লোর
Advertisement
‘রঙ্গ বরষে ভিগে চুনরওয়ালি’-র তালে ডান্স শিল্পা শেট্টির, ‘বলম পিচকারি’ গানের ছন্দে ঊর্বশী রউতেলা, টিকটক ভিডিওতে তারকাদের হোলির শুভেচ্ছা
বড় বড় তারকাদের কাছে ইদানিং জনপ্রিয় হয়ে উঠেছে টিকটক। টিকটকে সেলেবরা আকর্ষণীয় মোড়কে ভিন্ন ভিন্ন ভিডিও শেয়ার করেন, যেগুলি ইউজারদের মধ্যে ট্রেন্ডও হয়ে ওঠে। হোলি উপলক্ষ্যেও সেলেবরা রঙের উত্সবে তাঁদের রঙিন ভিডিও শেয়ার করছেন।
মুম্বই: বড় বড় তারকাদের কাছে ইদানিং জনপ্রিয় হয়ে উঠেছে টিকটক। টিকটকে সেলেবরা আকর্ষণীয় মোড়কে ভিন্ন ভিন্ন ভিডিও শেয়ার করেন, যেগুলি ইউজারদের মধ্যে ট্রেন্ডও হয়ে ওঠে। হোলি উপলক্ষ্যেও সেলেবরা রঙের উত্সবে তাঁদের রঙিন ভিডিও শেয়ার করছেন। দেখে নেওয়া যাক এমনই কিছু ট্রেন্ডিং ভিডিও।
সানি লিওন: টিকটকে ভিডিও শেয়ার করেছেন। এই ভিডিওতে সানি তাঁর অনুরাগীদের হোলির অভিনন্দন জানিয়েছেন। ভিডিওতে তাঁকে পুলের ধারে দাঁড়িয়ে বলতে শোনা গিয়েছে, তিনি হোলি খেলতে প্রস্তুত এবং এজন্য তিনি খুবই উত্তেজিত।
শিল্পা শেট্টি: হোলি উপলক্ষ্যে টিকটকে শেয়ার করা ভিডিও শিল্পা শেট্টিকে অমিতাভ বচ্চনের বিখ্যাত গান ‘রঙ্গ বরষে চুনর ওয়ালি’- গানে ডান্স করতে দেখা গিয়েছে। ভিডিও শেয়ার করে ক্যাপশনে শিল্পা লিখেছেন, বছরের প্রত্যেকদিন রঙিন হয়ে উঠুক আপনার জীবন। সবাইকে হোলির শুভেচ্ছা।@sunnyleoneHappy Holi everyone!! Hope you'll had a safe and fun celebration! ##happyholi ##SunnyOnTikTok♬ original sound - SunnyLeone
রীতেশ দেশমুখ: অনুরাগীদের হোলির শুভেচ্ছা জানিয়ে স্ত্রী জেনেলিয়ার সঙ্গে দারুণ একটি ভিডিও তৈরি করেছে রীতেশ। ভিডিওতে ব্যবহার করা হয়েছে হোলির ফিল্টার। রীতেশ ও জেনেলিয়াকে রণবীর ও দীপিকার সিনেমার গান ‘বলম পিচকারি’-তে ডান্স করতে দেখা গিয়েছে।@theshilpashettySaal ke harr din, rangon se bhari rahe aapki zindagi.Sabko Happy Holi!????✨????##HappyHoli ##fantasticholi ##fyp ##tiktokindia ##festival ##colours♬ Rang Barse Bheege Chunarwali - Amitabh Bachchan
ঊর্বশী রউতেলা: ‘বলম পিচকারি’-র রিমিক্সে নেচে ঊর্বশী রউতেলাকেও হোলি উত্সবে মেতে উঠতে দেখা গিয়েছে।@riteishd##happyholi2020♬ BALAM PICHKARI - RANBIR KAPOOR,DEEPIKA PADUKONE,Aditya Roy Kapur,KALKI KOECHLIN,KUNAAL ROY KAPUR
@urvashirautela##happyholi ##urvashirautela ##duet ##duetwithme ##love ##fyp ##tiktok♬ Balam Pichkari (Remix) - bollywoodtunez
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খুঁটিনাটি
Advertisement