এক্সপ্লোর
Advertisement
তাঁকে নিয়ে গান বাঁধলেন ভক্ত, আপ্লুত সোনু সুদ বললেন, 'মুম্বই নিয়ে চলে আসব'
সোনু সুদের জনপ্রিয়তা এমনই গগনচুম্বী যে, এবার তাঁর জন্য গান লিখে তা গেয়েও ফেললেন এক ভক্ত!
মুম্বই: কেউ তাঁকে বলছেন মসীহা। কেউ তাঁর নামে সন্তানের নামকরণ করে ফেলছেন| লকডাউনে মুম্বইয়ে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার বন্দোবস্ত করে দিয়ে রাতারাতি নায়ক বনে গিয়েছেন বলিউডে খলনায়কের চরিত্রে পরিচিত মুখ সোনু সুদ। তাঁর জনপ্রিয়তা এমনই গগনচুম্বী যে, এবার সোনুর জন্য গান লিখে তা গেয়েও ফেললেন এক ভক্ত!
অভিষেক কুশওয়াহা নামের ওই ভক্ত গানটি গেয়ে সেটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন| খালি গলায় গাওয়া গানটির মর্মার্থ হল, সোনু সুদের মতো মানুষ হয় না| দুঃখী ও দরিদ্রদের পাশে সব সময় থাকেন মহানুভব অভিনেতা। আটকে পড়া মানুষদের পথ দেখান। কেউ ওঁর সাহায্যপ্রার্থী হলেই ঝাঁপিয়ে পড়েন। সোনু সুদ সকলের প্রিয় বলে গানে বর্ণনা করা হয়েছে।
গানটির ভিডিও পোস্ট করে সোনু-ভক্ত অভিষেক লেখেন, 'ভাইয়া আশীর্বাদ করবেন|' বলা বাহুল্য, গানটি মন জিতে নিয়েছে 'দাবাং' ছবির ছেদী সিংহ-র| সোনু নিজের ট্যুইটার হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করেছেন| সঙ্গে লিখেছেন, 'ভাই এত ভাল গান করলে তো তোমাকে বাড়ি থেকে তুলে মুম্বই নিয়ে যেতে হয়| তারপর যতই বাড়ি ফেরার বায়না করো না কেন, যেতে দেব না| ফেরাতে পারলে নিয়েও আসতে পারি|'
ঘূর্ণিঝড় নিসর্গের পরে মুম্বইয়ের সমুদ্র সংলগ্ন এলাকায় ২৮ হাজার খাবারের প্যাকেট বিলি করেছেন সোনু। তাঁদের বিভিন্ন স্কুল ও কলেজে থাকার ব্যবস্থা করেছেন তিনি। পাশাপাশি পঞ্জাবে চিকিৎসকদের জন্য ১৫০০ পিপিই কিট পাঠিয়েছেন তিনি| মুম্বইয়ে স্বাস্থ্যকর্মীদের থাকার জন্য ছেড়ে দিয়েছিলেন নিজের হোটেল।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
ইন্ডিয়া
Advertisement