Raavan Updates: 'রাবণ' মুক্তির একদিন আগে বড় চমক জিতের
দর্শকদের উত্তেজনার পারদ চড়েছে স্বাভাবিকভাবেই। তার প্রতিফলন কতটা বক্স অফিসে পড়ে, তা জানার জন্য এখনও অপেক্ষা করতে হবে। আগামীকাল একাধিক ছবির সঙ্গে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'রাবণ' (Raavan)।
কলকাতা: আগামীকাল মুক্তি পাবে টলিউড সুপারস্টার জিতের (Jeet) ছবি 'রাবণ' (Raavan)। ছবির ঘোষণা করার পর থেকে অনুরাগীরা যে অপেক্ষায় রয়েছেন, তা তাঁদের সোশ্যাল মিডিয়া পোস্ট থেকেই বোঝা যাচ্ছে। গত বছর শেষের দিকে 'রাবণ' ছবির ঘোষণা করেন জিৎ। তারপর থেকে একে একে মুক্তি পেয়েছে ছবির টিজার, ট্রেলার এবং একাধিক গান। দর্শকদের উত্তেজনার পারদ চড়েছে স্বাভাবিকভাবেই। তার প্রতিফলন কতটা বক্স অফিসে পড়ে, তা জানার জন্য এখনও অপেক্ষা করতে হবে। আগামীকাল একাধিক ছবির সঙ্গে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'রাবণ'। ছবি মুক্তির একদিন আগে দর্শকদের জন্য বড় চমক দিলেন অভিনেতা।
'রাবণ' মুক্তির আগে জিতের পোস্ট-
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন টলিউড তারকা জিৎ। ভিডিওটিতে 'বারণ'-এর লুকে নানা ভঙ্গীমায় ক্যামেরায় পোজ দিতে দেখা যাচ্ছে জিতকে। অভিনেতার এই বিশেষ ভিডিও দেখে আপ্লুত অনুরাগীরা। তাঁরা কমেন্ট বক্স নিজেদের প্রতিক্রিয়া দিয়েছেন।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই বলিউড অভিনেতা রোহিত রয় প্রশংসায় ভরিয়ে দেন জিৎ এবং 'রাবণ' ছবির। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আগামী ছবি 'রাবণ'-এর নতুন পোস্টার শেয়ার করেন টলিউড অভিনেতা জিৎ। আর সেই পোস্টার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করেন বলিউড তারকা রোহিত রয়। সঙ্গে লেখেন, 'আসছে রাবণ... আগামী ২৯ এপ্রিল এই ইদে। সঙ্গে বাংলার সুপারস্টার জিৎ।' রোহিত রয়ের পোস্ট করা অভিনন্দনের পাল্টা ধন্যবাদ জানিয়েছেন জিৎও। টলিউড ও বলিউডের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখে দুই তারকাকেই শুভেচ্ছায় ভরাচ্ছেন নেট নাগরিকরা। তাঁরা কমেন্ট করে জানাচ্ছেন যে, 'রাবণ' সফল হবেই।
আরও পড়ুন - Shahid Kapoor Updates: 'দ্য ফ্যামিলি ম্যান' পরিচালকের হাত ধরে ডিজিটালে আত্মপ্রকাশ শাহিদ কপূরের
রাবণ' ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন জিৎ, আর এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তনুশ্রীকে। এই ছবিতে নায়িকার নাম এসিপি জাহান। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের ফার্স্ট লুকের ছবি ভাগ করে নিয়েছেন তনুশ্রী। পুলিশের পোশাকে নিজের ছবি ভাগ করে তিনি লেখেন, ' স্ট্রেট ফ্রম দ্য ফ্লোর। এসিপি জাহান'। অভিনেত্রীর সঙ্গে দেখা যায়আরেক অভিনেতা বিশ্বনাথকে।