Rudranil Ghosh: হ্যাকারদের কবলে রুদ্রনীল ঘোষের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, অভিনেতার দাবি বিক্রির চেষ্টা হচ্ছে
এবার হ্যাকারদের কবলে টলিউড অভিনেতা রুদ্রনীল ঘোষের ইনস্টাগ্রাম অ্য়াকাউন্ট। ফেসবুকে সেকথা জানালেন অভিনেতা। ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে জানিয়েছেন যে, তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডল বিক্রিরও চেষ্টা হয়েছে।
![Rudranil Ghosh: হ্যাকারদের কবলে রুদ্রনীল ঘোষের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, অভিনেতার দাবি বিক্রির চেষ্টা হচ্ছে tollywood actor rudranil ghosh's Instagram account hacked, know in details Rudranil Ghosh: হ্যাকারদের কবলে রুদ্রনীল ঘোষের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, অভিনেতার দাবি বিক্রির চেষ্টা হচ্ছে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/20/f945781eb7dc045fa0babf4c741942b8_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: হ্যাকারদের (Hacker) দৌরাত্ম দিন দিন বেড়েই চলেছে। সাধারণ মানুষ থেকে তারকা কিংবা রাজনৈতিক ব্যক্তিত্ব কেউই ছাড় পাচ্ছেন না। কখনও শোনা যায় দেশের সর্বোচ্চ আদালতের ওয়েবসাইট হ্যাকারদের কবলে পড়েছে। আবার কখনও সরকারি অন্য কোনও ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া হ্যান্ডল। বলিউড তারকারাও নানা সময়ে তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে হ্যাকারদের উৎপাতের কথা জানিয়ে থাকেন। এবার হ্যাকারদের কবলে টলিউড অভিনেতা রুদ্রনীল ঘোষের (Rudranil Ghosh) ইনস্টাগ্রাম অ্য়াকাউন্ট। ফেসবুকে সেকথা জানালেন অভিনেতা।
হ্যাকারদের কবলে রুদ্রনীল ঘোষের ইনস্টাগ্রাম হ্যান্ডল-
এদিন টলিউড অভিনেতা রুদ্রনীল ঘোষ তাঁর ফেসবুক প্রোফাইলে কয়েকটি ছবি পোস্ট করে জানিয়েছেন যে, তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডল হ্যাক করা হয়েছে। তিনি লেখেন, 'আজ দুপুরে আমার ইনস্টাগ্রাম অ্য়াকাউন্ট হ্যাক (Hack) হয়। কমপ্লেন করেছি। সূত্রে খবর পেলাম। ছবিও পেলাম যে, 'ব্লু টিক ভেরিফায়েড অ্য়াকাউন্ট' হ্যাকার ৭৫ হাজার টাকায় বিক্রিও করার চেষ্টা করছে। দেখা যাক কী হয়। সবাই সতর্ক থাকুন নিজের প্রোফাইল নিয়ে। অজানা কোনও লিঙ্কে ক্লিক করবেন না।'
রুদ্রনীল ঘোষ আরও লেখেন, 'আজ দুপুরে তিনটের পর আমার অ্যাকাউন্ট থেকে আমার নিয়ন্ত্রণে নেই। তাই কোনও পোস্ট বা মেসেজ আমি করছি না। ইনস্টাগ্রাম আমার অ্যাকাউন্ট উদ্ধার করে আমার হাতে ফেরত দিলে জানাব। আমার নিজের করা আজ শেষ পোস্ট ছিল একজন শিল্পী আমার হাতে আমার আঁকা ছবি গিফট করছেন। তার আগের দুটো ছবি আমি আর আবির, স্বস্তিক সংকেত সিনেমায় আমার বৃদ্ধ লুক। আমি আজ পোস্ট করিনি।' এরইসঙ্গে প্রমাণস্বরূপ দুটি ছবিও পোস্ট করেছেন রুদ্রনীল ঘোষ।
আরও পড়ুন - Gullak Season 3 Review: হৃষিকেশ মুখোপাধ্যায়ের বিখ্যাত ছবিগুলির পটভূমি মনে করিয়ে দেয় 'গুল্লক সিজন থ্রি'
প্রসঙ্গত, কয়েকদিন আগেই বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম অন্য সোশ্যাল মিডিয়া সাইটে বার্তা দিয়ে জানিয়েছিলেন যে, তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সম্ভাবত হ্যাকারদের কবলে পড়েছে। তিনিও বাকিদের সাবধানে থাকার বার্তা দেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)