এক্সপ্লোর

Aindrila Sharma: ফের হৃদরোগে আক্রান্ত হলেন ঐন্দ্রিলা? কেমন আছেন এখন?

Aindrila Sharma Health Updates: ঐন্দ্রিলা শর্মাকে নিয়ে চিন্তায়, উদ্বেগে রয়েছেন তাঁর অনুরাগীরা। এদিকে অভিনেত্রীর ফের হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল।

কলকাতা: ঐন্দ্রিলা শর্মার (Aindrila Sharma স্বাস্থ্যের অবস্থা কেমন রয়েছে? হাসপাতাল সূত্রে কী জানা যাচ্ছে? সাধারণ মানুষ থেকে তারকারা সকলেরই এখন নজর অভিনেত্রীর স্বাস্থ্যের খবরের দিকে। ঐন্দ্রিলা শর্মাকে নিয়ে চিন্তায়, উদ্বেগে রয়েছেন তাঁর অনুরাগীরা। এদিকে অভিনেত্রীর ফের হৃদরোগে (Heart Disease) আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল।

ফের কার্ডিয়াক অ্যারেস্ট হল ঐন্দ্রিলা শর্মার-

বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, শনিবার ফের কার্ডিয়াক অ্যারেস্ট হল টলিউড অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার। তবে, তা খুব সামান্যই ছিল। মাইল্ড কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার খবরে ফের চিন্তায় পড়ে গিয়েছেন তাঁর অনুরাগী থেকে অন্যান্য তারকারা। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তাঁর অবস্থা সঙ্কটজনক। সকলের নজর তাই রয়েছে তাঁর স্বাস্থ্যের খবরের দিকেই। আর শনিবার ফের তাঁর হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর উদ্বেগের মধ্যে ফেলে দিয়েছে সকলকে। মাইল্ড কার্ডিয়াক অ্যারেস্ট হলেও অন্যান্য শারীরিক সমস্যাগুলিও চিন্তা বাড়াচ্ছে তাঁর।

আরও পড়ুন - Top Entertainment News Today: টলিউড থেকে বলিউড, একনজরে বিনোদনের সেরা খবরগুলি

সম্প্রতি দেখা গিয়েছে, ঐন্দ্রিলা শর্মার প্রেমিক সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury) তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে ঐন্দ্রিলার স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত পোস্ট মুছে দিয়েছেন। স্বাভাবিকভাবেই তাঁর এই কাজে আরও চিন্তায় পড়ে গিয়েছেন সকলে। তার আগে দীর্ঘ একটি পোস্টে সব্যসাচী লেখেন, 'কয়েক হাজার মানুষের নিঃস্বার্থ ভালোবাসার জন্য এতখানি লেখা প্রয়োজন ছিল। একটু কষ্ট করে পড়ে নিও। পরশুদিন সকালে ঐন্দ্রিলার কার্ডিয়াক অ্যারেস্ট হয়, চোখের সামনে দেখলাম ওর হার্টরেট ড্রপ করে চল্লিশের নিচে নেমে তলিয়ে গেলো, মনিটরে ব্ল্যাঙ্ক লাইন, কান্নার আওয়াজ, তার মাঝে ডাক্তাররা দৌড়াদৌড়ি করছেন। কয়েক মিনিটের মধ্যে হৃদস্পন্দন ফের ফিরে এলো বিভিন্ন সাপোর্টে, হার্টবিট ১২০। তারপরই কে যেন একটা অদৃশ্য বালিঘড়ি উল্টো করে ঝুলিয়ে দিলো, ঝুরো বালির মতন সময় ঝরে পড়ছে, সাথে স্থিরভাবে একটা একটা করে হার্টবিট কমছে, কমছে রক্তচাপ, কমছে ঈশ্বরের প্রতি বিশ্বাস। ডাক্তাররা জবাব দিয়েছেন, হসপিটালের নিচে পুলিশ পোস্টিং, বিভিন্ন বিশিষ্ট মানুষ এসে সমবেদনা জানাচ্ছেন, কিছু উত্তেজিত ইউটিউবার এবং মিডিয়ার লোকজন নিচে ঘোরাঘুরি করছেন। শেষ চেষ্টার জন্য অন্য হাসপাতালের এক নামকরা নিউরোসার্জনকে ডেকে আনা হলো, তিনি খানিক নাড়াচাড়া করে জানালেন যে “ও চলে গেছে অনেক আগেই, শুধুশুধু এইভাবে আটকে রাখছেন কেন? এমনিতেও কালকের মধ্যে সব থেমেই যাবে। লেট্ হার গো পিসফুলি” রাত বাড়লো, দাঁতে দাঁত চিপে একটা ছোট্ট অসাড় হাত ধরে বসে আছি, চোখদুটো অনেক আগেই ডাইলেটেড হয়ে গেছে, একটা করে বিট কমছে আর অসহায়তা বাড়ছে, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব আগেই দেখা করে গেছে। লোকজন মাঝেমধ্যেই ফোন করে জিজ্ঞাসা করছে যে ‘আজ রাতেই হবে? নাকি সকালে আসবো?’ ইতিমধ্যে ফেসবুকের কল্যাণে কারা যেন মাঝরাতে ছড়িয়ে দিয়েছে যে ঐন্দ্রিলা আর নেই। বানের জলের মতন হুহু করে ফোন ঢুকতে শুরু করলো, সৌরভ শুটিংয়ে বাইরে গেছে, দিব্য একা সামলাতে পারছে না। অগত্যা ঠেকা দেওয়ার জন্য আমি পোস্ট করতে বাধ্য হলাম, মিনিট কুড়ির মধ্যে আবার সব শান্ত। সকাল থেকে রক্তচাপ কমতে শুরু করলো, ওর বাবা-মা কে ডাকলাম, বাকিদের খবর দিলাম। গতকাল আর বাধা দিইনি কাউকে, সারাদিন ধরে কাছের মানুষরা এসেছে, ওকে ছুঁয়েছে, ডুকরে কেঁদেছে। কত স্মৃতিচারণ, কত গল্প। বিকেলের পর দেখলাম হাত, পা, মুখ ফুলছে ঐন্দ্রিলার, শরীর ঠান্ডা। হার্ট রেট কমতে কমতে ৪৬, বিপি ৬০/৩০। আগের দিনের ডাক্তারের কথাটা কেবলই আমার মাথায় ঘুরছিলো, ওর শরীরটাকে এভাবে আটকে রাখার জন্য নিজেকেই অপরাধী মনে হচ্ছে, থাকতে না পেরে ওর মাকে বললামও যে এত কষ্ট আর দেখতে পারছি না, কি দরকার ছিল এত কিছু করার, শান্তিতে যেত। মুখে বলছি বটে, কিন্তু ছাড়তে কি আর পারি, মায়ার টান বড় কঠিন। ঠিক রাত আটটায় যখন আমি বিমর্ষমুখে নিচে দাঁড়িয়ে, হঠাৎ হাত নড়ে ওঠে ঐন্দ্রিলার। খবর পেয়ে দৌড়ে গিয়ে দেখি হার্টরেট এক লাফে ৯১, রক্তচাপ বেড়ে ১৩০/৮০, শরীর ক্রমশ গরম হচ্ছে। কে বলে মিরাকেল হয় না? কে বলে ও চলে গেছে? এক প্রকার অনন্ত শূন্য থেকে এক ধাক্কায় ছিটকে ফিরে এলো মেয়েটা। গেছে বললেই ও যাবে না কি, যেতে দিলে তো যাবে। এই মুহূর্তে ঐন্দ্রিলা একপ্রকার সাপোর্ট ছাড়াই আছে, এমন কি ভেন্টিলেশন থেকেও বেরিয়ে আসার চেষ্টা করছে। আগে ক্লিনিক্যালি সুস্থ হোক, নিউরোর কথা পরে ভাববো। ঈশ্বর ফেসবুক করেন না আমি জানি, তাই লিখেছিলাম মন থেকে প্রার্থনা করুন, ‘ফোন’ থেকে করুন লিখিনি। ঈশ্বর ফেসবুক করেন না আমি জানি, তাই লিখেছিলাম মন থেকে প্রার্থনা করুন, ‘ফোন’ থেকে করুন লিখিনি। তবে হ্যাঁ, কিছু কথা বলা প্রয়োজন। প্রথমত, এ কথা ঠিক যে ঐন্দ্রিলার প্রথম থেকে যা যা হয়েছে তা যথেষ্টই অপ্রাকৃত। কিন্তু তা বলে সেটা নিয়ে এত মাতামাতি করলে তা বাকি পেশেন্টদের একপ্রকার অপমান করা হয় বলে আমি মনে করি। দ্বিতীয়ত, চিকিৎসার খরচ নিয়ে লেখালিখি বন্ধ করা উচিত, পরিবারের সামর্থ্য অনুযায়ীই চিকিৎসা হবে, এখনো অবধি কারোর কাছে এক পয়সাও অর্থসাহায্য চাওয়া হয়নি অথবা কারোর থেকে এক পয়সাও গ্রহণ করা হয়নি। তাই এটা নিয়ে লেখা মানে ঐন্দ্রিলাকে অপমান করা এবং তার পরিবারকে ছোট করা। নিজের অপমান গায়ে মাখি না ঠিকই কিন্তু ওর অপমানে আমার গায়ে ফোস্কা পড়ে। তৃতীয়ত, একটা সুস্থ স্বাভাবিক মানুষ চেষ্টা করে তার কাছের মানুষের পাশে থাকতে, বিপদে পড়লে খড়কুটো অবধি আঁকড়ে ধরতে। সেটাই তো এতদিন স্বাভাবিক বলে জেনে এসেছি। আমার মা অসুস্থ হলে, বাবা যেমন দৌড়াদৌড়ি করেন, গত দুই বছর ধরে আমিও সেটাই করেছি। তাই কিছু পুরোনো ছবি আর ভিডিও সাজিয়ে, গান বাজিয়ে সেটাকে গ্লোরিফাই করা বন্ধ করা উচিত। এমন কি একটা লকডাউনের সময়কার তারাপীঠের ভিডিও পর্যন্ত ঐন্দ্রিলার নাম করে ঘুরপাক খাচ্ছে দেখলাম। আমি ঠিক জানি না, এগুলো করে বোধহয় তোমাদের চ্যানেল বা পেজ পয়সা পায় কিন্তু বিষয়টা আমার চোখে খুবই দৃষ্টিকটু লাগে। ইহ জীবনে কয়েক শত জুটিকে দেখেছি এসএসকেএম’এর বাইরের ফুটপাথে রাত কাটাতে, ভালোবাসে বলেই তারা থাকে। তবু পরিচিত মুখ বলে আমরা চর্চিত হই, তারা নয়।
আসলে কি জানো, সে খবর বিক্রি হয় না। সর্বশেষে বলি, মানুষের গায়ে আজকাল বড়ই শকুন শকুন গন্ধ পাই। গত দুইদিন ধরে হাসপাতালের নিচে বেশ ভিড় জমেছিলো, ওর অবস্থার উন্নতি ঘটাতে কাল রাত থেকে একেবারে খাঁ খাঁ করছে। তবে গত দুদিনের এত নেগেটিভিটির মাঝে একটামাত্র মানুষ আমায় কিছু তথ্য দিয়ে প্রথম আলোর দিশা দেখায়, যার সাথে সারাদিন নির্দ্বিধায় চিকিৎসা নিয়ে আলোচনা করি, তিনি অরিজিৎ সিং।
ঐন্দ্রিলা আছে। ঐন্দ্রিলা থাকবে।
রাখে বড়মা, তো মারে কোন..' (অপরিবর্তিত)

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: পুরীর মন্দিরের আদলে দিঘায় ২৫০ কোটি খরচে তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির, ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী
পুরীর মন্দিরের আদলে দিঘায় ২৫০ কোটি খরচে তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির, ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী
Weather Update: এক ধাক্কায় নামল পারদ, আজ মরশুমের শীতলতম দিন
এক ধাক্কায় নামল পারদ, আজ মরশুমের শীতলতম দিন
Bangladesh News:প্রাণনাশের হুমকিতেও লক্ষ্যে অবিচল, ফের চট্টগ্রাম আদালতে যাচ্ছেন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী
প্রাণনাশের হুমকিতেও লক্ষ্যে অবিচল, ফের চট্টগ্রাম আদালতে যাচ্ছেন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী
Ghatal Master Plan: ব্রাত্য এলাকারই বিধায়ক, ঘাটাল মাস্টার প্ল্যান তৈরির কমিটিতে কোন কোন নাম?
ব্রাত্য এলাকারই বিধায়ক, ঘাটাল মাস্টার প্ল্যান তৈরির কমিটিতে কোন কোন নাম?
Advertisement
ABP Premium

ভিডিও

Bangladesh: রিজভি বাংলাদেশের চিকিৎসার ভুয়সী প্রশংসা করলেও, ওপারের নাগরিকদের ভরসা কলকাতারই হাসপাতাল | ABP Ananda LIVEGhanta Khanek Sange Suman(১১.১২.২০২৪) পর্ব ২ : অক্ষয় তৃতীয়ায় দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন, ঘোষণা মুখ্যমন্ত্রীর। ট্রাস্টি বোর্ডে ইসকনের ৪ প্রতিনিধি | ABP Ananda LIVEBangladesh: বৈঠকের পরও অব্যাহত হিন্দু বিদ্বেষী ক্রিয়াকলাপ । অশান্তির অবসান চায় বাংলাদেশ? উঠছে প্রশ্নSuvendu Adhikari: প্রায় ৩০ জন বিজেপি নেতা-কর্মীর নামে মিথ্যা মামলা, নন্দীগ্রাম থানায় ডেপুটেশন শুভেন্দুর | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live Updates: পুরীর মন্দিরের আদলে দিঘায় ২৫০ কোটি খরচে তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির, ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী
পুরীর মন্দিরের আদলে দিঘায় ২৫০ কোটি খরচে তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির, ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী
Weather Update: এক ধাক্কায় নামল পারদ, আজ মরশুমের শীতলতম দিন
এক ধাক্কায় নামল পারদ, আজ মরশুমের শীতলতম দিন
Bangladesh News:প্রাণনাশের হুমকিতেও লক্ষ্যে অবিচল, ফের চট্টগ্রাম আদালতে যাচ্ছেন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী
প্রাণনাশের হুমকিতেও লক্ষ্যে অবিচল, ফের চট্টগ্রাম আদালতে যাচ্ছেন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী
Ghatal Master Plan: ব্রাত্য এলাকারই বিধায়ক, ঘাটাল মাস্টার প্ল্যান তৈরির কমিটিতে কোন কোন নাম?
ব্রাত্য এলাকারই বিধায়ক, ঘাটাল মাস্টার প্ল্যান তৈরির কমিটিতে কোন কোন নাম?
Whatsapp Facebook Down: কাজ করছে না মেটা? বিশ্বজুড়ে আচমকা থমকে গেল ফেসবুক, হোয়াটসঅ্যাপ
কাজ করছে না মেটা? বিশ্বজুড়ে আচমকা থমকে গেল ফেসবুক, হোয়াটসঅ্যাপ
Bangladesh News: '১৫ মিনিটের জন্য বর্ডার খুলে দিন, বাংলাদেশ দখল করে নেব', পাল্টা হুঁশিয়ারি TMC-র সংখ্যালঘু সেলের নেতার
'১৫ মিনিটের জন্য বর্ডার খুলে দিন, বাংলাদেশ দখল করে নেব', পাল্টা হুঁশিয়ারি TMC-র সংখ্যালঘু সেলের নেতার
Digha Jagannath Temple: বাংলাদেশে ক্রমাগত টার্গেটের মুখে, সেই ISKCON-এর সঙ্গে ৪ জন সনাতনী প্রতিনিধি দিঘা জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডে
বাংলাদেশে ক্রমাগত টার্গেটের মুখে, সেই ISKCON-এর সঙ্গে ৪ জন সনাতনী প্রতিনিধি দিঘা জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডে
Bangladesh News: মৌলবাদী-হামলার আতঙ্ক, নদী সাঁতরে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টা; BSF-এর হাতে আটক হিন্দু যুবক !
মৌলবাদী-হামলার আতঙ্ক, নদী সাঁতরে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টা; BSF-এর হাতে আটক হিন্দু যুবক !
Embed widget