Tollywood Updates: চিনতে পারছেন এঁকে? বৃদ্ধা নন, ইনি টলিউডের বর্তমানের জনপ্রিয় নায়িকা
Indubala Bhater Hotel: টলিউডের এক জনপ্রিয় নায়িকার নয়া লুক প্রকাশ্যে এলো। আর তাতেই অবাক নেট দুনিয়া।
কলকাতা: মেকআপ মানুষকে কতটা বদলে দেয়, তার প্রমাণ আমরা বহুবারই পেয়েছি। একজন মানুষকে একেবারে ভিন্ন লুকে দেখাতে পারে মেকআপ। শাহরুখ খান, অমিতাভ বচ্চন থেকে দেব কিংবা জিৎ। বিনোদনের জগতে একাধিক সময়ে চোখ কপালে তোলার মতো মেকআপ আমরা দেখেছি। যাতে আসল মানুষটা একেবারে পুরোপুরি বদলে গিয়েছে। এবারও তেমনই দেখা গেল। টলিউডের এক জনপ্রিয় নায়িকার নয়া লুক প্রকাশ্যে এলো। আর তাতেই অবাক নেট দুনিয়া।
নতুন ছবিতে টলিউড অভিনেত্রীর লুক-
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এক টলিউড (Tollywood) অভিনেত্রী নিজের আগামী ছবির লুক প্রকাশ্যে এনেছেন। একেবারে বৃদ্ধা মহিলার রূপে দেখা যাচ্ছে তাঁকে। সাদা শাড়ি, চোখে চশমা, সাদা চুল, গায়ের চামড়া কুঁচকে গিয়েছে। একঝলক দেখলে বোঝাই দায় যে, ইনি নাকি টলিউডের সুন্দরী অভিনেত্রী। ছবির নাম 'ইন্দুবালা ভাতের হোটেল' (Indubala Bhater Hotel)। আর এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শুভশ্রী এই ছবি শেয়ার করার পরই প্রশংসার ঝড় বয়ে গিয়েছে। সাধারণ নেট নাগরিকরা তো বটেই, টলিউডের অন্যান্য তারকারাও অভিনেত্রীর এই রূপ দেখে চমকে গিয়েছেন।
">
আরও পড়ুন - Aryan Khan: প্রস্তুতি শেষ! বলিউডে পা রাখতে চলেছেন শাহরুখ পুত্র আরিয়ান খান
">
">