Saurav-Darshana: শীঘ্রই ফের সানাই বাজবে টলিপাড়ায়! এবার চার হাত এক হবে সৌরভ ও দর্শনার?
Tollywood Marriage: সোমবার যখন গোটা টলিপাড়া দেখল বাংলা ইন্ডাস্ট্রির 'মোস্ট এলিজিবল ব্যাচেলর' পরমব্রত চট্টোপাধ্যায় পা রাখলেন বৈবাহিক জীবনে, সেইদিনই রাতের দিকে প্রকাশ্যে এল আরও এক জুটির বিয়ের খবর।
কলকাতা: ফের বিয়ের সানাই বাজতে চলেছে টলিউডে (Tollywood Marriage)। সোমবার যখন গোটা টলিপাড়া দেখল বাংলা ইন্ডাস্ট্রির 'মোস্ট এলিজিবল ব্যাচেলর' পরমব্রত চট্টোপাধ্যায় পা রাখলেন বৈবাহিক জীবনে, সেইদিনই রাতের দিকে প্রকাশ্যে এল আরও এক জুটির বিয়ের খবর। বর ও কনে, দুজনেই বাংলা সিনে দুনিয়ার। সূত্রের খবর, এবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেতা সৌরভ দাস (Saurav Das) ও অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)।
বিয়ে করছেন সৌরভ-দর্শনা?
সোমবার গোটা দিন সোশ্যাল মিডিয়াজুড়ে ঘুরে বেড়াল কেবল নবদম্পতি পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীর ছবি। তবে রাত বাড়তেই ট্রেন্ডিং অপর দুই অভিনেতা ও অভিনেত্রী। সূত্রের খবর, সাত পাকে বাঁধা পড়তে চলেছেন 'অল্প হলেও সত্যি' জুটি সৌরভ দাস ও দর্শনা বণিক। ডিসেম্বরেই গাঁটছড়া বাঁধতে চলেছেন তাঁরা, শোনা যাচ্ছে এমনই।
সোমবার রাত ১২টা পেরিয়ে মঙ্গলবার হয়ে এসেছে যখন, তখন সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ আবেগঘন পোস্ট করেন পরিচালক সৌম্যজিত আদক। তাঁর হাত ধরেই প্রথম বড়পর্দায় 'অল্প হলেও সত্যি' ছবিতে জুটি বাঁধেন দর্শনা ও সৌরভ। এদিন পরিচালক সিনেমার একটি দৃশ্যের ছবি পোস্ট করেন, নৌকায় বসে প্রাণভরে প্রকৃতি উপভোগ করছেন সৌরভ ও দর্শনা। দীর্ঘ ক্যাপশনে লেখেন, 'আমার ভালবাসার মানুষেরা, সারাজীবন একসঙ্গে থাকার ও একে অপরকে আগলে রাখার প্রতিশ্রুতি দিয়েছে। আজ খুব খুশির দিন আমার জন্য়। এই দুজন মানুষ আমার জীবনের, নিজ ও কর্ম দুই ক্ষেত্রেই সারাক্ষণ মনের জোর দেয়। সৌরভ দাদার মতো বকে, চুমু খেয়ে আমাকে সাহস জোগায়। কান্নাকাটি করেছি একসঙ্গে, অনেক রাত একসঙ্গে জেগে স্বপ্ন দেখে কাটিয়েছি। আজ নিজেকে পরিচালক বলতে পারার পিছনেও ওঁর অবদান অনেকটা। আর দর্শনা সেই ৮ বছর আগে থেকে নিজের সব ভাল ও মন্দ আমাকে শোনায়। আর আমার সব ভুলকে ঠিক ভাবে, যাই করি আমার থেকে বেশি ও খুশি হয়। আমার ভালবাসার হিরোইন। অনেক ভালবাসা দুজনকে, পাশে ছিলাম, আছি ও থাকব। এটা অল্প না অনেকটা সত্যি।'
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে তাঁদের বিয়ের খবর। অনেকেই শুভেচ্ছাও জানাতে শুরু করেছেন। সৌরভ ও দর্শনাকে একসঙ্গে বেশ কিছু ছবি ও মিউজিক ভিডিওয় কাজ করতে দেখা গেছে। এ ছাড়া তাঁদের একসঙ্গে ছবি 'হৃদয়পুর' সামনের বছর মুক্তির অপেক্ষায়। তার আগেই একসঙ্গে ঘর বাঁধার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। এ বিষয়ে এবিপি লাইভের তরফ থেকে দর্শনার সঙ্গে যোগাযোগ করা হলে, তিনিও এই খবর নিশ্চিত করেছেন যে, শীঘ্রই গাঁটছড়া বাঁধতে চলেছেন দর্শনা এবং সৌরভ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।