Top Entertainment: রেকর্ড টিকিট বিক্রি 'জওয়ান'-এর, সৌরভের বায়োপিকের অভিনেতা চূড়ান্ত? বিনোদনের সারাদিন
Top Entertainment Update: দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন
কলকাতা: আর মাত্র দিন ছয়েকের অপেক্ষা। ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে হাজির হচ্ছে 'জওয়ান' (Jawan)। বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। শুরু হয়ে গিয়েছে অগ্রিম টিকিট বুকিংও (Advance Booking)। প্রাথমিক তথ্য বলছে, শুরু থেকেই বক্স অফিসে ঝড় তুলবে এই ছবি। কত টাকার টিকিট বুকিং হল? সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Saurav Ganguly)-র বায়োপিকের জল্পনা নতুন নয়। মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni), সচিন তেণ্ডুলকরের (Sachin Tendulkar)-এর পরে মহারাজের বায়োপিকের জন্য কার্যত মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। তবে এই ছবিতে কাকে সৌরভের ভূমিকায় দেখা যাবে, তা নিয়ে জারি রয়েছে বিভিন্ন জল্পনা। তবে এবার কি সেই জল্পনা এসে ঠেকেছে একজন অভিনেতায়? দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন
মৃণাল সেনের চরিত্রদের ফিরিয়ে আনবে 'পালান'
একটা বাড়ি.. সেই বাড়িকে ঘিরেই অনেক ইতিহাস, অনেক আবেগ। মুক্তি পেল কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) পরিচালিত ছবি 'পালান' (Palan)-এর প্রথম ঝলক। ১৯৮২ সালে মুক্তি পেয়েছিল মৃণাল সেন পরিচালিত ছবি 'খারিজ'। সেই ছবির একাধিক চরিত্রকেই নতুন মোড়কে ফিরিয়ে আনতে চলেছেন কৌশিক। পোস্টারও করা হয়েছে 'খারিজ' ছবির আদলে। কৌশিকের 'পালান'-এ অভিনয় করবেন অঞ্জন দত্ত, শ্রীলা মজুমদার ও মমতা শঙ্কর। (Anjan Dutt, Sreela Majumdar and Mamata Shankar)। তাঁরা ছাড়াও এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta) ও পাওলি দামকে (Paoli Dam)। ১৯৮২ সালে মুক্তি পাওয়া মৃণাল সেনের 'খারিজ' ছবিতে 'হরি'-র ভূমিকায় অভিনয় করেছিলেন দেবপ্রীতম দাশগুপ্ত (Debapratim Dasgupta)। কৌশিকের এই নতুন ছবিতে দেবপ্রতীমকেও নতুনভাবে পাবেন দর্শক। ছবির প্রথম ঝলকে দেখা যায় একটি বাড়ি। সেখানে ভেন্টিলেশনের অভাবে মারা গিয়েছিল পালান। তারপরে? একটা ভাঙাচোরা বাড়িকে ঘিরেই আবর্তিত হয় ছবির গল্প। সেখানে কখনও মমতাশঙ্কর বলছেন, 'বিয়ের পরে প্রথম এই বাড়িতে এসেছিলাম'। সেই বাড়িকে ঘিরে কখনও দাম্পত্যের গল্প.. কখনও আবেগের কথা... নিপুণ পরিচালনায় 'পালান'-এর গল্প বুনেছেন পরিচালক।
সৌরভের বায়োপিকে আয়ুষ্মানের নামেই সিলমোহর?
সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Saurav Ganguly)-র বায়োপিকের জল্পনা নতুন নয়। মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni), সচিন তেণ্ডুলকরের (Sachin Tendulkar)-এর পরে মহারাজের বায়োপিকের জন্য কার্যত মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। তবে এই ছবিতে কাকে সৌরভের ভূমিকায় দেখা যাবে, তা নিয়ে জারি রয়েছে বিভিন্ন জল্পনা। তবে এবার কি সেই জল্পনা এসে ঠেকেছে একজন অভিনেতায়? সৌরভ গঙ্গোপাধ্যায়ের ঘনিষ্ঠমহলে গুঞ্জন, বহু অভিনেতার নাম উঠে আসার পরে, অবশেষে প্রায় চূড়ান্ত হয়েছে বলিউডের এক অভিনেতার নাম। তিনি আয়ুষ্মান খুরানা (Ayushman Khuraana)। পর্দায় বাংলার কিংবদন্তির চরিত্র নাকি ফুটিয়ে তুলতে পারেন বলিউডের প্রতিভাবান এই অভিনেতা। ইতিমধ্যেই নাকি প্রাথমিকস্তরে অভিনেতার সঙ্গে কথা সারা হয়ে গিয়েছে। জোরকদমে চলছে চিত্রনাট্য লেখার কাজ। চিত্রনাট্য লেখা শেষ হলেই নাকি, ঘোষণা করা হবে আয়ুষ্মানের নাম। তবে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি আয়ুষ্মানকে নিয়ে, গোটাটাই রয়েছে জল্পনার পর্যায়ে। সত্যিই আয়ুষ্মান কিংবদন্তির চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলবে কি না, সেই উত্তর দেবে সময়। এর আগে, একাধিক অভিনেতার নাম নিয়ে গুঞ্জন হয়েছে এই বায়োপিকের জন্য। 'তু ঝুটি ম্যায় মক্কর' (Tu Jhuthi Main Makkar) ছবির জন্য কলকাতায় এসেছিলেন রণবীর কপূর (Ranbir Kapoor)। তখন ইডেনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ম্যাচও খেলেছিলেন তিনি। মহারাজ ও রণবীরের সেসময়ে অনেক কথাও হয়েছিল। রণবীরের কলকাতা সফরের পর থেকেই, সৌরভের বায়োপিকের গুঞ্জনে জুড়ে গিয়েছিল তাঁর নাম। অনেকেই ভেবেছিলেন রণবীরকে দেখা যাবে সৌরভের ভূমিকায়। তবে সেই জল্পনাও রয়ে গিয়েছে জল্পনার স্তরেই।
হিন্দু ধর্মে কী অপছন্দ যে মুসলিম হলেন? প্রশ্ন শুনে অপ্রস্তুত রাখি সবন্ত!
তাঁর নাম নাকি আর রাখি সবন্ত (Rakhi Sawant) নয়, তিনি নাকি ফতিমা। মক্কা থেকে ফিরে ভোলবদল করেছেন বলিউডের এই 'ড্রামা কুইন' (Drama Queen)। কিন্তু এবার, নিজের এই মুসলিম ধর্মাচরণ নিয়ে কী বললেন রাখি ওরফে ফতিমা? সম্প্রতি মক্কা থেকে মুম্বই ফিরলেন রাখি সবন্ত। বিমানবন্দর থেকে বের হতেই পাপারাৎজিদের তিনি জানান তাঁকে 'ফতিমা' (Fatima) নামে ডাকতে। তিনি বলেন, 'রাখি নয়, ফতিমা বলুন'। এরপর চিত্রগ্রাহকরা তাঁকে ফতিমা বলে ডাকতে থাকেন। যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি তাঁর গলায় মালা পরিয়ে দিতে যান কিন্তু বারণ করেন রাখি এবং তাঁর থেকে মালাটি হাতে নিয়ে নেন। পাপারাৎজিদের মধ্যে থেকেই যখন তাঁকে জিজ্ঞেস করা হয় যে তিনি সমস্ত নথিপত্রেও তাঁর নাম বদলে ফেলেছেন কি না, রাখি উত্তর দেন, 'ঈশ্বর আমাকে এভাবেই তৈরি করেছেন, আমি যেমন উনি আমাকে সেভাবেই ভালবাসেন। ঈশ্বর চান না আমি নথিপত্রে বা নামে কোথাও বদল ঘটাই।' এদিন বিমানবন্দরে আরও এক প্রশ্নের সম্মুখীন হন রাখি। তাঁকে প্রশ্ন করা হয়, 'হিন্দুধর্মে কি কি সমস্যা ছিল যাতে তিনি মুসলিম ধর্ম গ্রহণ করলেন? রাখি সাধারণত সমস্ত কথার উত্তর একেবারে তখনই দিয়ে ফেলেন। উত্তর তাঁর ঠোঁটের ডগায় থাকে। তবে এই প্রশ্ন শুনে কিছুটা অপ্রস্তুত হয়ে যান রাখি। একটুক্ষণ চুপ থেকে তিনি বলেন, 'আমার হিন্দুধর্ম নিয়ে কোনও অভিযোগ নেই। তবে আপনারা সবাই জানেন আমি মুসলিম ছেলেকে বিয়ে করেছিলাম। আদিলের সঙ্গে আমার বিয়ে হয়েছে ১ বছর হল। আর সেই সময়েই আমি ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়েছিলাম। আদিলের সঙ্গে আমার সমস্যা চললেও, আমি মুসলিম ধর্মের সমস্ত নিয়মকানুন মেনে চলি গত ১ বছর ধরে। আমি খুব ভাগ্যবান যে মক্কা-মদিনা থেকে আমার ডাক এসেছে। অনেকে বলেন, ডাক না এলে মক্কা-মদিনায় তীর্থ করতে যাওয়া যায় না।'
'জওয়ান' জ্বরে কাবু দেশ
আর মাত্র দিন ছয়েকের অপেক্ষা। ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে হাজির হচ্ছে 'জওয়ান' (Jawan)। বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। শুরু হয়ে গিয়েছে অগ্রিম টিকিট বুকিংও (Advance Booking)। প্রাথমিক তথ্য বলছে, শুরু থেকেই বক্স অফিসে ঝড় তুলবে এই ছবি। কত টাকার টিকিট বুকিং হল? অবশেষে ভারতে শাহরুখ খানের (Shah Rukh Khan) 'জওয়ান' ছবির অগ্রিম টিকিট বুকিং খুলল। অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। তার ওপর, গতকালের ট্রেলার সেই উত্তেজনার পারদ আরও চড়িয়ে দিয়েছে। আজ সকালেই শাহরুখ খানের একটি ভিডিও পোস্ট করে অ্যাডভান্স শুরু হওয়ার কথা ঘোষণা করা হয়। অগ্রিম বুকিং শুরু হতেই ঝড়ের গতিতে বিক্রি হচ্ছে টিকিট। সূত্রের খবর, টিকিটের দাম ছুয়েছে ২ হাজার ৪০০ টাকাও। তাও বিক্রি হয়ে যাচ্ছে অনায়াসে। শাহরপখ খানের ব্লকবাস্টার 'পাঠান'-এর আট মাস পর সেই একই উন্মাদনা দেখছেন ডিস্ট্রিবিউটররা।
ফের অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের পুলিশের
মালয়ালি অভিনেত্রী (Malayalam TV and movie actress) অপর্ণা নায়ারের (Aparna Nair) দেহ উদ্ধার হল। মালয়লম টেলিভিশন ও ছবির জনপ্রিয় অভিনেত্রীর দেহ উদ্ধার হল তিরুঅনন্তপুরম থেকে। ৩১ বছর বয়সী অভিনেত্রীর বাড়ি থেকেই তাঁর ঝুলন্ত দেহ মেলে গতকাল। সূত্রের খবর, কারামানায় গতকাল রাত্রে অপর্ণাকে মৃত অবস্থায় পাওয়া যায়। যদিও সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছতেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। কারামানা পুলিশের তরফে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ৩১ বছর বয়সী অভিনেত্রী অপর্ণার স্বামী সঞ্জিত ও দুই মেয়ে, ত্রায়া ও কৃতিকা, রয়েছেন। মালয়লম বিনোদন দুনিয়ার অত্যন্ত পরিচিত মুখ ছিলেন অপর্ণা নায়ার। 'মেঘাতীর্থম', 'মুধুগৌভ', 'কল্কি', 'কড়লু পরঞ্জা কধা'র মতো একাধিক জনপ্রিয় ছবিতে কাজ করেছেন তিনি।
আরও পড়ুন: Nachiketa Exclusive: ‘আমি ট্রেন্ডসেটার, সবসময় সমাজকে থাপ্পড় মারছি’, জন্মদিনে নচিকেতা