এক্সপ্লোর

Top Entertainment News Today: নতুন ভূমিকায় এবার গৌরব চক্রবর্তী, হাসপাতালে কান্নাকাটি ভারতী সিংহের, বিনোদনের সারাদিন

Top Entertainment News Today: গোটা দিন ধরে সারা দেশে বিনোদন দুনিয়ার একাধিক ঘটনা ঘটেছে। দিনের শেষে এক ঝলকে দেখে নেওয়া যাক কোন কোন খবর নজর কাড়ল দেখে নেওয়া যাক।

কলকাতা: নতুন ভূমিকায় দর্শকের সামনে আসতে চলেছেন অভিনেতা গৌরব চক্রবর্তী (Gourab Chakraborty)। হাসপাতালে ভর্তি কমেডিয়ান ভারতী সিংহ (Bharti Singh Hospitalised), কান্নাকাটি করলেন ক্যামেরার সামনে! কেন? দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)। 

গৌরব চক্রবর্তীর সঞ্চালনায় আসছে 'সং কানেকশন'

জি বাংলা সিনেমা নিয়ে আসতে চলেছে নতুন সঙ্গীতানুষ্ঠান। গৌরব চক্রবর্তী সঞ্চালিত 'সং কানেকশন', এই অনুষ্ঠান শুরু হবে ৬ মে থেকে। এই অনুষ্ঠানে সাধারণ মানুষ শুনতে পাবেন নানা ধরনের বাংলা ও হিন্দি গান। সেই সঙ্গে জানতে পারবেন এই সমস্ত গানের নেপথ্য কাহিনিও। ৬ মে থেকে শুরু হবে 'সং কানেকশন', প্রত্যেক সোমবার থেকে রবিবার, সকাল সাড়ে ১০টায়। প্রাক্তন রেডিও সঞ্চালক নীলাঞ্জন মুখোপাধ্যায়ের পরিচালনায় আসছে এই অনুষ্ঠান। 'সং কানেকশন' শুধুমাত্র অন্যান্য সাধারণ মিউজিক্যাল শোয়ের মতোই নয়, এটি সিনেমার অন্দরে একটি যাত্রার স্বরূপ। এখানে দর্শক তাঁদের প্রিয় গানের নেপথ্যের মজার আখ্যান এবং সেই সমস্ত কিংবদন্তি ব্যক্তিত্বদের গভীরভাবে অনুসন্ধান করবেন যারা সেগুলিকে জীবন্ত করে তুলেছেন। প্রতিটি পর্বে প্রত্যেক গান তৈরির পিছনের গল্প, মজার ঘটনা এবং সিনেমাটিক কিংবদন্তিদের থেকে অনুপ্রেরণাদায়ক পাঠ প্রকাশ্যে আনবে, যা দর্শকদের মনে বাংলা এবং হিন্দি সিনেমার ভাল লাগার ক্ষেত্রে একটি নতুন মাত্রা যোগ করবে।

বড়পর্দায় আসবে 'থালাইভা'র বায়োপিক

প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা বলিউডে বেশ জনপ্রিয়। কিছুদিন আগেই গুঞ্জন শোনা যাচ্ছিল যে রজনীকান্তের সঙ্গে কিছু একটা কাজে হাত দিয়েছেন তিনি। এবার সেই গুঞ্জন সত্যি হল। প্রকাশ্যে এল আসল সত্য। সম্প্রতি কিংবদন্তি অভিনেতা রজনীকান্তের (Rajinikanth Biopic) একটি বায়োপিক তৈরি করার জন্য রজনীকান্ত ও তাঁর পরিবারের কাছ থেকে স্বত্ব পেয়েছেন সাজিদ নাদিয়াদওয়ালা। আর এই খবরে স্বাভাবিকভাবেই খুবই উৎফুল্ল রজনীকান্তের অনুরাগী-ভক্তরা। রজনীকান্তের জীবন শুরু হয়েছিল বাসের কন্ডাক্টরের কাজ করে। সেভাবেই দিন চলত শুরুর দিকে। তারপর থেকে দীর্ঘ লড়াইয়ের (Rajinikanth Biopic) পর অনবদ্য অভিনয়শৈলী, স্ক্রিন প্রেজেন্স, নিজস্ব ক্যারিশ্মায় আজ তিনি সারা ভারতের এক মহাতারকা। একজন সাধারণ মানুষ থেকে সুপারস্টার হয়ে ওঠার যে যাত্রাপথ, তা অনুপ্রাণিত করবে সকলকে আর এবার এই কাহিনিই তুলে ধরতে চলেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। রজনীকান্তের বায়োপিক বানানোর কাজে হাত দিয়েছেন তিনি।

হাসপাতালে বরের পাশে শুয়ে একসঙ্গে ছবি পোস্ট, ধেয়ে এল কটাক্ষ

কথায় বলে, বিবাহ মানে একসঙ্গে, পাশাপাশি থাকা। ভাল এবং খারাপ সময়েও। সেই কথাই যেন ফের একবার মনে করিয়ে দিচ্ছেন অঙ্কিতা লোখণ্ডে (Ankita Lokhande) ও ভিকি জৈন (Vicky Jain)। সদ্য সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন অঙ্কিতা। সেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় পাশাপাশি শুয়ে রয়েছেন তিনি ও ভিকি। তবে এই ছবিতে যেমন এল তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার শুভেচ্ছা, তেমন দেখা গেল কটাক্ষও। ঠিক কী হয়েছিল? সদ্য 'বিগ বস' (Big Boss)-এর ঘর থেকে ফিরেছেন অঙ্কিতা ও ভিকি। 'বিগ বস'-এর ঘরে স্বামী-স্ত্রী হয়ে গেলেও তাঁদের মধ্যের দ্বৈরথ শুরু হয়েছিল। এই শো শেষ হওয়ার পর থেকেই, একসঙ্গে ছবি দিলে কটাক্ষের মুখে পড়তে হয় অঙ্কিতাদের। আর এবার বাদ গেল না তাঁদের হাসপাতালের ছবিও। বর্তমানে ২ রকমের অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি রয়েছেন ভিকি ও অঙ্কিতা। একই কেবিনে। হাতে চোট পেয়েছেন অঙ্কিতা, অন্যদিকে অসুস্থ ভিকিও। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে অঙ্কিতা লিখেছেন, 'একসঙ্গে সুস্থ এবং অসুস্থতায় পাশে থাকা। আমরা অক্ষরিক অর্থেই সেটা পালন করছি।'

সেরা অভিনেত্রী হিসেবে সম্মানিত রাফিয়াত রশিদ মিথিলা 

১ বা ২ ডিগ্রি তাপমাত্রা থেকে তিনি সোজা এসে পড়েছেন ৪০ ডিগ্রিতে! কানাডা থেকে সোজা ঢাকায়। তবে গরমে তেমন বিরক্তি নেই, বরং তাঁর মন বেশ ফুরফুরেই। কেন? ১৪তম দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪-এ দেখানো হয়েছে তাঁর নতুন ছবি 'ও অভাগী'। আর সেখানেই, সেরা অভিনেত্রী হিসেবে সম্মানিত করা হয়েছে রাফিয়াত রশিদ মিথিলা (Rafiath Rashid Mithila)-কে। এখনও তিনি হাতে পাননি পুরস্কার, তবে বাংলাদেশে বসেও যেন সেই খুশির ছোঁয়াচ পাচ্ছেন তিনি। এবিপি লাইভের (ABP Live) সঙ্গে সেই কথাই ভাগ করে নিলেন অভিনেত্রী। এখনও পুরস্কার হাতে পাননি, তবে 'ও অভাগী'-র জন্য সম্মান মিথিলার কাছে কতটা স্পেশাল? নায়িকা বলছেন, 'ছবিটা নিয়ে প্রথম থেকেই অনেক লড়াই চলেছে। ছবিটা এখনও বেশ কিছু হলে চলেছে, নন্দনে চলেছে মাত্র ২ সপ্তাহ। এখানে তো বড় পরিচালক বা নায়ক-নায়িকার নাম দেখে ছবি চালানো হয়। এক্ষেত্রে সেটা তো ছিল না। তবে যতজন মানুষ দেখেছেন, প্রশংসা করেছেন। খুব কষ্ট করে, পরিশ্রম করে শ্যুটিং করেছি। শুধু আমি কেন, আমার গোটা টিম ভীষণ খুশি। এটা ওদের কাছে একটা বড় পাওয়া।'

ভোটপ্রচারে বেরিয়ে দেবের 'কপ্টার-বিভ্রাট'! 

ভোটপ্রচারে বেরিয়ে 'কপ্টার-বিভ্রাট' দেবের (Dev)। ঘাটালের তৃণমূল প্রার্থী ও অভিনেতা দেব এখন ব্যস্ত লোকসভা নির্বাচনের প্রচারে (Lok Sabha Election 2024)। সেই সময়েই আজ যান্ত্রিক গোলযোগ দেখা যায় অভিনেতার কপ্টারে। উড়ানের পরেই জরুরি অবতরণ করা হয় কপ্টারের। শুক্রবার রতুয়ায় (Ratua) প্রচারে যান দেব। সেখান রানিনগর (Raninagar) যাওয়ার পথেই বিপত্তি দেখা যায়। দেবের কপ্টারে ধোঁয়া, উড়ানের পরেই জরুরি অবতরণ করানো হয়। রতুয়া থেকে রানিনগর যাওয়ার সময় দেবের কপ্টারে বিভ্রাট দেখা যায়। রতুয়া থেকে উড়ানের ৫ মিনিট পরই মালদা বিমানবন্দরে অবতরণ করানো হয়। দেবের কপ্টারে যান্ত্রিক ত্রুটির ফলে মালদা বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। এরপরে সড়ক পথেই রওনা দেন অভিনেতা।

ছোটপর্দায় ফিরছে ঋতুপর্ণ ঘোষের 'ঘোষ অ্যান্ড কোম্পানি'

তিনি 'লাইটস-ক্যামেরা-অ্যাকশন'-এর মায়া ত্যাগ করেছেন, নয় নয় করে অনেক বছর তো হল। কিন্তু 'লাইটস-ক্যামেরা-অ্যাকশন' কি সত্যিই ছাড়তে পেরেছে তাঁকে? এখনও বিভিন্ন কথায়, গল্পে, স্মৃতিচারণায় উঠে আসে তাঁর কথা। তাঁর কাজের সমাদর করেন মানুষ, ফিরে দেখতে চান বারে বারেই। তিনি ঋতুপর্ণ ঘোষ (Rituporno Ghosh)। কিংবদন্তি এই পরিচালক ছবি বানিয়েছেন, গল্প বলে গিয়েছেন নিজের ছন্দে। আর এবার সেই পরিচালকের সঞ্চালনা করা একটি শো-ই ফিরে আসছে চলেছে স্টার জলসার পর্দায়। 'ঘোষ অ্যান্ড কোম্পানি'। এই শো ফেরার ঘোষণা হতেই উচ্ছ্বসিত অনুরাগীরা। একজন লিখেছেন, 'এই শো অনেক আগে ফিরিয়ে আনার উচিত ছিল। তখনই এই চ্যানেলের সেরা সময় ছিল।' আরও এক অনুরাগী লিখেছেন, 'পুরনো ধারাবাহিক যবে থেকেই ফিরিয়ে আনার চল হয়েছে, তবে থেকেই অপেক্ষা করছিলাম কবে এই শো-টা আসবে।' অনেকে আবার লিখেছেন, কোয়েল মল্লিকের শো 'কথা ও কাহিনী' কেও এভাবে ফিরিয়ে আনা হোক।

ধারাবাহিকের সেটে কৌশাম্বির প্রথম আইবুড়োভাত

তাঁদের বিয়ের খবরে সিলমোহর পড়ে গেলেও, চুপচাপই ছিলেন কনে কৌশাম্বি চক্রবর্তী (Kaushambi Chakraborty)। অবশেষে, নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন ধারাবাহিকের অভিনেত্রী। শেয়ার করে নিলেন আইবুড়ো ভাতের ছবি! আপাতত ধারাবাহিক 'ফুলকি' (Phulki)-তে কাজ করছেন অভিনেত্রী কৌশাম্বি। সেই ধারাবাহিকের সেটেই হল অভিনেত্রীর আইবিড়োভাত। আজ সোশ্যাল মিডিয়ায় ধারাবাহিকের সেট থেকে আইবুড়োভাতের একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়ে কৌশাম্বি লিখেছেন, 'এতদিন সবার জন্য আইবুড়োভাত প্ল্যান করেছি। আর আজ, আমার আইবুড়োভাত দিল সবাই মিলে। এটা সত্যিই একটা অন্যরকম অনুভূতি। ফুলকির টিমকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে ভালবাসি।'

হাসপাতালের বিছানায় অঝোরে কাঁদছেন ভারতী, কেন?

হাসপাতালে ভর্তি কমেডিয়ান ভারতী সিংহ (Laughter Queen Bharti Singh)। 'প্রচণ্ড পেটে ব্যথা' (Stomach pain) হওয়ার কারণে হাসপাতালে ভর্তি হতে হয় ভারতীকে। গলব্লাডারে পাথর (gallbladder stone) জমা হয়েছিল, অস্ত্রোপচারের পর আপাতত কোকিলাবেন হাসপাতালে সেরে উঠছেন তিনি। সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখেন তিনি, তারই মাঝে কান্নায় ভেঙে পড়তে দেখা গেল তাঁকে। ভারতী সিংহের 'অসহ্যকর' যন্ত্রণার ফলে চিকিৎসকেরা তাঁকে 'লিক্যুইড ডায়েট' অর্থাৎ তরল খেতে বলেন। ঠিক করে ঘুমোতেও পারেননি তিনি, এবং সেই সঙ্গে তাঁর ২ বছরের সন্তান লক্ষ্যকে খুব মিস করছেন বলেও জানান ভারতী। ছলছল চোখে তাঁকে বলতে শোনা যায়, 'কোনও মাকে, যাঁর এত ছোট সন্তান রয়েছে, যেন তাদের থেকে দূরে বা হাসপাতালে না থাকতে হয়। হর্ষ আমাকে বলল যে ও বাড়িতে খেলা করছে আর যখন মা কোথায় জিজ্ঞেস করছে তখন ওকে বলা হচ্ছে আমি শ্যুটিংয়ে আছি! কয়েকদিনের ব্যাপার।'

ফের নজর কাড়ল উরফির নতুন পোশাক

ফের ইন্টারনেটে ঝড় তুললেন উরফি জাভেদ (Uorfi Javed)! যাঁর 'আজব' পোশাক নেটিজেনদের কঠিন কটাক্ষের মুখে পড়ে বারবার, এবার তাঁরই নতুন পোশাক পেল প্রশংসা। 'ম্যাজিক' (magic) দেখালেন উরফি, কাঁপিয়ে দিলেন সোশ্যাল মিডিয়া। ফের কাড়লেন সকলের নজর নিজের 'ইউনিক' পোশাক দিয়ে। প্রজাপতি থিমের গাউন পরে দেখা গেল তাঁকে যা নিমেষে ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। (Urfi Javed New Outfit) শহরের রাস্তায় ফের নয়া পোশাকে ঝড় তুললেন উরফি জাভেদ। কালো প্রজাপতি থিমের গাউন পরে দেখা গেল তাঁকে। হঠাৎ দেখলে মনে হবে পোশাক থেকে উড়ে যাচ্ছে প্রজাপতি। উরফিকে একটি ঘের সমেত কালো গাউনে দেখা গেল। পোশাক জুড়ে পাতা ও ফুলের কারিকুরি, যার মধ্যে ছোট্ট ছোট্ট প্রজাপতির মোটিফ। আর যখনই তিনি হাততালি দিলেন তখনই পাতা ফুল থেকে সেই প্রজাপতিগুলি ঝরে পড়ে। যার ফলে গোটা বিষয়টি চোখ ধাঁধিয়ে দিচ্ছে, ম্যাজিকের মতো। তাঁকে দেখাচ্ছিলও বেশ সুন্দর। 

শেষ হয়ে যাচ্ছে 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'?

শেষ হতে চলেছে 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'য়ের ('The Great Indian Kapil Show') প্রথম সিজন (first season)? অনুষ্ঠানের অন্যতম অঙ্গ অর্চনা পূরণ সিংহ (Archana Puran Singh) সম্প্রতি সেটে দাঁড়িয়ে কেক কাটার ছবি শেয়ার করেন। ২ মে, গতকাল, ঘোষণা করেন প্রথম সিজন শেষের কথা। সম্প্রতি বিনোদনের সংবাদ মাধ্যম পিঙ্গভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে অর্চন পূরণ সিংহ নিশ্চিত করেছেন যে কপিল শর্মা সঞ্চালিত, নেটফ্লিক্সের এই শো শেষ হতে চলেছে। অনুষ্ঠান 'অফ এয়ার' হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, 'হ্যাঁ, আমরা TGIKS-এর প্রথম সিজনের শ্যুটিং wrap up করে ফেলেছি, গতকালই আমরা সিজনের শেষ পর্বের শ্যুটিং সেরেছি। সেটে প্রচণ্ড আনন্দ করেছি, উদযাপন করেছি। এপর্যন্ত শোয়ের সফর দারুণ ছিল। উপভোগ্য সফর ছিল এবং আমরা সেটে দারুণ কিছু সময় কাটিয়েছি সেটে।' প্রথম সিজনের wrap up ঘোষণা করে অর্চনা একটি কেক কাটার ছবিও শেয়ার করেন তিনি। 

আরও পড়ুন: Gaurav-Riddhima: প্রথম সবকিছু... পাহাড়ের পরে, ধীরকে নিয়ে এবার সমুদ্রতীরে গৌরব-ঋদ্ধিমা

আসছে 'মেট গালা ২০২৪'! কবে, কখন, কোথায় দেখা যাবে?

বছরের সেই সময় ফের এসে গেছে। বিনোদন দুনিয়ার (Entertainment Industry) অন্যতম ফ্যাশনেবল অনুষ্ঠান 'মেট গালা' (Met Gala 2024) হাজির হতে চলেছে। ২০২৪ সালের বসন্তকালের এই প্রদর্শনীর বিষয় জানিয়ে দেওয়া হয়েছিল গত বছরের নভেম্বরেই। ফলে ফের উত্তেজনায় ফুটছেন ফ্যাশন উৎসাহীরা। কারা কারা এবারের অনুষ্ঠানে অংশ নেবেন? কবে কোথায় দেখা যাবে এবারের 'মেট গালা'? এই বছর 'মেট গালা ২০২৪' অনুষ্ঠিত হবে ৬ মে। প্রত্যেক বছর নিউ ইয়র্কের 'মেট্রোপলিটান মিউজিয়াম অফ আর্ট' এই 'কস্টিউম ইনস্টিটিউট গালা' অনুষ্ঠিত করে, যা আসলে তহবিল সংগ্রহের (fundraising event) উদ্দেশ্যে হয়। ঝাঁ চকচকে রেড কার্পেট, দেশবিদেশ থেকে আমন্ত্রিত তারকাদের উপস্থিতি, তাঁদের পোশাক, সঙ্গীত, ও সিনেমা এই অনুষ্ঠানকে আকর্ষণীয় করে তোলে। 'মেট গালা' রেড কার্পেট ইভেন্ট প্রত্যেক বছরের মতো এবারও আয়োজন করছে 'ভোগ', যা ফ্যাশন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ম্যাগাজিন। তাদের যে কোনও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেই এই অনুষ্ঠানের লাইভ স্ট্রিমিং দেখা যাবে, যার মধ্যে আছে টিকটক ও ইউটিউবও। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Midnapore Medical College: স্যালাইন দেওয়ার পর মৃত্যু প্রসূতির! রিপোর্ট তলব স্বাস্থ্য ভবনের
স্যালাইন দেওয়ার পর মৃত্যু প্রসূতির! রিপোর্ট তলব স্বাস্থ্য ভবনের
Hail Care Tips: তিন দিনেই ফাঁকা হচ্ছে মাথা ! চিন্তা বাড়াচ্ছে 'টাক ভাইরাস'
তিন দিনেই ফাঁকা হচ্ছে মাথা ! চিন্তা বাড়াচ্ছে 'টাক ভাইরাস'
Digital Arrest : কী কাণ্ড ! 'ডিজিটাল অ্যারেস্ট' বর্ধমানের 'সাধুবাবা', তারপর ঝটকা খেল প্রতারকই !
কী কাণ্ড ! 'ডিজিটাল অ্যারেস্ট' বর্ধমানের 'সাধুবাবা', তারপর ঝটকা খেল প্রতারকই !
Hotel Room Booking : প্রাপ্তবয়স্ক হলেও হোটেল রুম নিতে পারবে না ছেলে-মেয়েরা ? কোথায় ভয় ! কী বলছে দেশের আইন
প্রাপ্তবয়স্ক হলেও হোটেল রুম নিতে পারবে না ছেলে-মেয়েরা ? কোথায় ভয় ! কী বলছে দেশের আইন
Advertisement
ABP Premium

ভিডিও

BJP News: টার্গেট ১ কোটি, সদস্য সংগ্রহে ৫০ লক্ষও পেরোতে পারল না বঙ্গ বিজেপি | ABP Ananda LiveBJP News: আমাদের লক্ষ্য এক কোটি এবং এটা একটা চলমান প্রক্রিয়া ১ কোটি সদস্য পশ্চিমবঙ্গে হবে: শমীকSantanu Sen: 'আমি নিজেকে তৃণমূলের একজন অনুগত সৈনিক বলে মনে করি', জানালেন সাসপেন্ড তৃণমূল নেতাSantanu Sen: আর জি কর-কাণ্ডে মুখ খোলার মাসুল? সাসপেন্ড শান্তনু। ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Midnapore Medical College: স্যালাইন দেওয়ার পর মৃত্যু প্রসূতির! রিপোর্ট তলব স্বাস্থ্য ভবনের
স্যালাইন দেওয়ার পর মৃত্যু প্রসূতির! রিপোর্ট তলব স্বাস্থ্য ভবনের
Hail Care Tips: তিন দিনেই ফাঁকা হচ্ছে মাথা ! চিন্তা বাড়াচ্ছে 'টাক ভাইরাস'
তিন দিনেই ফাঁকা হচ্ছে মাথা ! চিন্তা বাড়াচ্ছে 'টাক ভাইরাস'
Digital Arrest : কী কাণ্ড ! 'ডিজিটাল অ্যারেস্ট' বর্ধমানের 'সাধুবাবা', তারপর ঝটকা খেল প্রতারকই !
কী কাণ্ড ! 'ডিজিটাল অ্যারেস্ট' বর্ধমানের 'সাধুবাবা', তারপর ঝটকা খেল প্রতারকই !
Hotel Room Booking : প্রাপ্তবয়স্ক হলেও হোটেল রুম নিতে পারবে না ছেলে-মেয়েরা ? কোথায় ভয় ! কী বলছে দেশের আইন
প্রাপ্তবয়স্ক হলেও হোটেল রুম নিতে পারবে না ছেলে-মেয়েরা ? কোথায় ভয় ! কী বলছে দেশের আইন
WhatsApp News: যেকোনও হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে করে দিচ্ছে যেকেউ, কী করবেন জানেন ?
যেকোনও হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে করে দিচ্ছে যেকেউ, কী করবেন জানেন ?
PM Awas Yojana : আপনার আয় এর বেশি হলেও পাবেন আবাসের বাড়ি ! এবার যোজনায় বড় পরিবর্তন  
আপনার আয় এর বেশি হলেও পাবেন আবাসের বাড়ি ! এবার যোজনায় বড় পরিবর্তন  
East Burdwan: ভাড়াটিয়ার তথ্য থানায় জমা দেওয়ার আবেদন, প্রচারে নামল পুলিশ
ভাড়াটিয়ার তথ্য থানায় জমা দেওয়ার আবেদন, প্রচারে নামল পুলিশ
RG Kar News: আর জি কর-কাণ্ডে প্রতিবাদী শিল্পীদের বয়কটের ডাক, এবার পাল্টা চ্য়ালেঞ্জ ছুড়ল সিপিএম
আর জি কর-কাণ্ডে প্রতিবাদী শিল্পীদের বয়কটের ডাক, এবার পাল্টা চ্য়ালেঞ্জ ছুড়ল সিপিএম
Embed widget