Top Entertainment News Today: অরিজিতকে পা ছুঁয়ে প্রণাম রণবীরের, 'বিগ বস'-এর বাড়ি বিপাকে অঙ্কিতা-ভিকি, বিনোদনের সারাদিন
Top Entertainment News: দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন।
কলকাতা: 'টাইগার' ফিল্ম সিরিজের তৃতীয় ছবির জন্য কত সকালে শুরু হচ্ছে প্রথম শো? জনপ্রিয় অনলাইন টিকিট বুকিং সংস্থা 'বুক মাই শো' অনুযায়ী, দর্শকের চাহিদা মেটাতে একাধিক মাল্টিপ্লেক্সে প্রায় প্রত্যেক ঘণ্টায় একটি করে শো থাকছে 'টাইগার ৩' ছবির। রণবীরের মুখে অরিজিৎ সিংহের কণ্ঠ মানে সেই গান সুপারহিট। শ্রোতাদের খুব পছন্দের এই জুটি। এবার তাঁদের একসঙ্গে দেখা গেল এক কনসার্টের মঞ্চে। একে অপরের প্রতি তাঁদের শ্রদ্ধা, ভালবাসা বিনিময় দেখে আপ্লুত নেটিজেনরা, ভাইরাল ভিডিও।
শুরু হল 'টাইগার ৩' ছবির অগ্রিম টিকিট বুকিং
শনিবার থেকে শুরু হয়েছে সলমন খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত, বহু প্রতীক্ষিত ছবি 'টাইগার ৩'-র টিকিটের অগ্রিম বুকিং। এই স্পাই থ্রিলারে খলচরিত্রে দেখা যাবে ইমরান হাশমিকে। 'টাইগার' ফিল্ম সিরিজের তৃতীয় ছবির জন্য কত সকালে শুরু হচ্ছে প্রথম শো? জনপ্রিয় অনলাইন টিকিট বুকিং সংস্থা 'বুক মাই শো' অনুযায়ী, দর্শকের চাহিদা মেটাতে একাধিক মাল্টিপ্লেক্সে প্রায় প্রত্যেক ঘণ্টায় একটি করে শো থাকছে 'টাইগার ৩' ছবির। এখনও পর্যন্ত মুম্বইয়ের একটি প্রেক্ষাগৃহে সবচেয়ে সকালের শো পাওয়া গেছে, সকাল ৬.০৫-এ। ১২ নভেম্বর, রবিবার মুক্তি পাবে ছবিটি। দীপাবলির আবহে মুক্তি পেতে চলা এই ছবির প্রথম দিনের শেষ শো শুরু হবে রাত ১১.৫৫-এ। মধ্যরাতের মাত্র ৫ মিনিট আগে শো টাইম দেখা গেছে একাধিক 2D স্ক্রিনে।
অরিজিতকে পা ছুঁয়ে প্রণাম রণবীরের, ভাইরাল ভিডিও
'চান্না মেরেয়া' হোক বা 'গলতি সে মিসটেক' বা ধরুন হালের 'পেয়ার হোতা কই বার হ্যায়', রণবীরের মুখে অরিজিৎ সিংহের কণ্ঠ মানে সেই গান সুপারহিট। শ্রোতাদের খুব পছন্দের এই জুটি। এবার তাঁদের একসঙ্গে দেখা গেল এক কনসার্টের মঞ্চে। একে অপরের প্রতি তাঁদের শ্রদ্ধা, ভালবাসা বিনিময় দেখে আপ্লুত নেটিজেনরা, ভাইরাল ভিডিও।
'বিগ বস'-এর বাড়ি বিপাকে অঙ্কিতা-ভিকি
এবারের 'বিগ বস'-এর অন্যতম চর্চিত প্রতিযোগী জুটি অঙ্কিতা লোখাণ্ডে ও ভিকি জৈন। প্রথম থেকেই তাঁরা রয়েছেন শিরোনামে। তবে এবার বোধ হয় সমস্যার সম্মুখীন হতে পারেন দম্পতি। সেই সঙ্গে মুশকিলে পড়তে পারেন নীল ভট্টও। চুক্তি ভঙ্গের অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। আগামী পর্বের প্রোমোতে তেমনই ঝলক মিলল। ক্ষিপ্ত সঞ্চালক সলমন খানও।
সিনেমার ফ্লোরে কেমন পঙ্কজ ত্রিপাঠী?
সম্প্রতি এক জাতীয় বিনোদন সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে পঙ্কজ ত্রিপাঠী জানান যে শ্যুটিং চলাকালীন তিনি কেবল খিচুড়ি খান। আর ঘুম? টানা শ্যুটিং চললে শটের মাঝে মাঝেই অল্প সময় করে ঘুমিয়ে নেন তিনি। অভিনেতা এও জানান যে তিনি নিজেকে এভাবেই প্রশিক্ষিত করেছেন যে তিনি যে ঘুমোচ্ছেন এবং চোখ বন্ধ করে কোনও কথা শুনছেন না সেটা বুঝতে পারেন না কেউ।