Top Entertainment News Today: জিতু-নবনীতাকে হেনস্থায় অভিযুক্ত ধৃত ৪ জনের জামিন, রানির নতুন ছবির লুক, বিনোদনের সারাদিন
Top Entertainment News: দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন
কলকাতা: অভিনেতা জিতু কমল (Jeetu Kamal) ও নবনীতা দাসকে (Nabanita Das)-কে হেনস্থার ঘটনায় ধৃত ৪ জনের জামিন মঞ্জুর। আজ ধৃত ৪ জনের জামিন মঞ্জুর করে ব্যারাকপুর মহকুমা আদালত। আগামী ২৪ ডিসেম্বর আসছে দেব (Dev) এবং মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) অভিনীত ছবি 'প্রজাপতি' (Projapati)। বাবা- ছেলের সম্পর্কের রসায়ন নিয়ে তৈরি এই ছবি। ইতিমধ্যেই এই ছবিক ট্রেলার এবং একটি গান মুক্তি পেয়েছে। দ্বিতীয় গান মুক্তি পাবে আগামীকাল অর্থাৎ ১০ ডিসেম্বর। তার আগে কাশী বিশ্বনাথ মন্দিরের অন্দরের ছবি পোস্ট করলেন দেব। বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন।
বেনারস এবং কাশীতে 'প্রজাপতি' ঝলক
আগামী ২৪ ডিসেম্বর আসছে দেব (Dev) এবং মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) অভিনীত ছবি 'প্রজাপতি' (Projapati)। বাবা- ছেলের সম্পর্কের রসায়ন নিয়ে তৈরি এই ছবি। ইতিমধ্যেই এই ছবিক ট্রেলার এবং একটি গান মুক্তি পেয়েছে। দ্বিতীয় গান মুক্তি পাবে আগামীকাল অর্থাৎ ১০ ডিসেম্বর। তার আগে কাশী বিশ্বনাথ মন্দিরের অন্দরের ছবি পোস্ট করলেন দেব। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে টলিউড সুপারস্টার দেব বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। ছবিগুলিতে দেখা যাচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের মধ্যে রয়েছেন দেব এবং মিঠুন চক্রবর্তী। তাঁদের পুজো দিতে দেখা যাচ্ছে। ছবি পোস্ট করে অভিনেতা লিখেছেন, 'অনেক ধন্যবাদ 'প্রজাপতি'র প্রথম গান 'তুমি আমার হিরো'কে এত ভালোবাসা দেওয়ার জন্য। আমাদের নতুন গানের জন্য তৈরি হন। 'প্রজাপতি'র দ্বিতীয় গান মুক্তি পাবে আগামীকাল দুপুর বারোটায়। যার শ্যুটিং হয়েছে বেনারস জুড়ে এবং কাশী বিশ্বনাথ মন্দিরের ভিতরে।'
ভালবেসে বছর পার
৯ তারিখ। ঠিক ১ বছর আগে এই দিনেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা কইফ (Katrina Kaif)। । দেখতে দেখতে বিবাহিত জীবনে একটা বছর কাটিয়ে ফেললেন তাঁরা। স্বাভাবিকভাবেই প্রথম বিবাহবার্ষিকী একটু বেশিই স্পেশাল তাঁদের কাছে। আর তা উদযাপন করতেই পাহাড়ে বেড়াতে গিয়েছেন তাঁরা। কিন্তু প্রথম বিবাহবার্ষিকীতে একে অপরকে কী উপহার দিলেন ভিকি ও ক্যাটরিনা? প্রথম বিবাহবার্ষিকী উদযাপন করছেন বলিউডের দুই তারকা ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। তাঁরা যে পাহাড়ে বেড়াতে গিয়েছেন, তা আগেই জানিয়েছেন অভিনেত্রী। স্ত্রীকে ক্যামেরাবন্দি করেছেন ভিকি। আর সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করেছেন ক্যাটরিনা। বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, প্রথম বিবাহবার্ষিকীতে একে অপরকে বিলাসবহুল উপহারে ভরিয়ে দিয়েছেন দুই তারকা। শোনা যাচ্ছে, স্ত্রীকে বহুমূল্যের গয়না উপহার দিয়েছেন ভিকি। আর স্বামীকে বিলাসবহুল একটি গাড়ি উপহার দিয়েছেন ক্যাটরিনা।
জিতু-নবনীতাকে হেনস্থায় অভিযুক্ত ধৃত ৪ জনের জামিন মঞ্জুর
অভিনেতা জিতু কমল (Jeetu Kamal) ও নবনীতা দাসকে (Nabanita Das)-কে হেনস্থার ঘটনায় ধৃত ৪ জনের জামিন মঞ্জুর। আজ ধৃত ৪ জনের জামিন মঞ্জুর করে ব্যারাকপুর মহকুমা আদালত। অন্যদিকে, নিমতা থানায় অভিনেতা দম্পতি ও তাঁদের গাড়ি চালকের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করা হয়েছে। গালিগালাজ, মারধর ও গাড়ি ভাঙচুর করেছেন জিতু ও তাঁর গাড়িচালক, পাল্টা অভিযোগ পিক আপ ভ্যানের চালকের। গতকাল থেকে এই ঘটনায় মোট ৪জনকে গ্রেফতার করা হয়েছিল। আজ সবারই জামিন হয়। বৃহস্পতিবার দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। অন্য একটি গাড়ি তাঁদের গাড়িটিকে ধাক্কা মারে। এরপর তাঁদের গাড়ি চালক ওই গাড়িতে থাকা যুবককে ধরার চেষ্টা করে। জিতুর কথা অনুসারে, তাঁর চালক ওই যুবককে দাঁড়াও-দাঁড়াও বলার সময়ই হাত লেগে অন্য গাড়িটির কাচ ভেঙে যায়। এরপর পুলিশের সাহায্য চাইলেও তাঁরা তা পাননি। ASI পরশুরামবাবুর বিরুদ্ধেই হেনস্তার অভিযোগ করেছেন জিতুও।
'মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে'-র মুক্তি
এই ছবিতে রানি মুখোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করেছেন টলিউডের এক অভিনেতাও। মুক্তি পেল রানি মুখোপাধ্যায় (Rani Mukherji)-র নতুন হিন্দি ছবি 'মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে' (Mrs. Chatterjee Vs Norway) ছবিতে অভিনেত্রীর প্রথম লুক। সাদা গোলাপি জামদানি শাড়ি, সিঁথিতে সিঁদুর, রানি মুখোপাধ্যায়ের লুক মনে করাচ্ছে কোনও বাঙালি বধূর কথাই। সূত্রের খবর, এই ছবির হাত ধরেই হিন্দি ছবিতে ডেবিউ করছেন অনির্বাণ ভট্টাচার্য্য। এই বছরের মে মাসেই মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটির। কিন্তু করোনা পরিস্থিতির কারণে পিছিয়ে যায় ছবিটি। আজ সোশ্য়াল মিডিয়ায় তরণ আদর্শ ভাগ করে নিয়েছেন ছবিতে রানির প্রথম লুক। সেইসঙ্গে জানিয়েছেন, 'মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে' মুক্তি পাবে আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের ৩ মার্চ।
আরও পড়ুন: Amithabh Bacchan: পোষ্য রাখা নিষেধ, 'জলসা'-য় কেন এই নিয়ম চালু করছিলেন জয়া? জানালেন অমিতাভ
১২ তারিখ থেকে ছোটপর্দায় 'বাংলা মিডিয়াম'
স্বপ্ন দেখার কোনও ভাষা হয় না। স্বপ্ন সত্যিরও নয়। এই বার্তা নিয়েই আসছে নতুন ধারাবাহিক 'বাংলা মিডিয়াম'। জি বাংলার ধারাবাহিকের জনপ্রিয় জুটি নীল ভট্টাচার্য্য (Neel Bhattacharyya) ও তিয়াসা রায় (Tiasha Roy)-কে এবার দেখা যাবে স্টার জলসার ধারাবাহিক বাংলা মিডিয়াম (Bangla Medium)-এ। ১২ ডিসেম্বর থেকে রাত আটটার স্লটে সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। এই গল্প কাটোয়ার এক গ্রামের স্কুলের বিজ্ঞান শিক্ষিকার। বাংলা মাধ্যমের স্কুল থেকে পড়েই গ্রামের খুদেদের পড়ায় সে। ইতিমধ্যেই ২টো চাকরির অফার পায় সে। এর মধ্যে একটি শহরের একটি ইংরাজি মাধ্যমের স্কুল থেকে। বাড়িতে তাকে বলা হয় বাংলা মিডিয়াম স্কুলকেই বেছে নেওয়ার জন্য। কিন্তু সে মেয়ে একরোখা। বাংলা মাধ্যম স্কুলের ছাত্রীই ইংরাজি মাধ্যমের স্কুলের শিক্ষিকা হবে। তারপর? এই গল্প নিয়েই এগিয়ে যাবে ধারাবাহিক।
স্বপ্নপূরণ করতে কাতারে উড়ে গেলেন মানুসী চিল্লার
আর কয়েক ঘণ্টা পরেই মেসি ম্যাজিক দেখতে তৈরি হচ্ছে গোটা বিশ্ব। ক্রোয়েশিয়ার সঙ্গে ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। কাতারে স্বপ্নভঙ্গ নেইমারদের। কিন্তু আজ স্বপ্ন সত্যি করতে কাতারে উড়ে গিয়েছেন এক বলিউড অভিনেত্রী। মানুসী চিল্লার (Manushi Chillar)। আজ আর্জেন্তিনা বনাম নেদারল্যান্ডের ম্যাচে গ্যালারি থেকে লিওনেল মেসি (Lionel Messi)-র জন্য গলা ফাটাবেন বিশ্বসুন্দরী। ছোট থেকেই নাকি ফুটবলভক্ত বলি সুন্দরী। আর লিওনেল মেসির অন্ধ ভক্ত। মানুসীর কথায়, 'লিওনেল মেসির নিজের চোখের সামনে খেলতে দেখা আমার বহু বছরের স্বপ্ন। আমি ফুটবল ভালবাসি। আর মেসির খেলা, ওঁর প্রত্যেকটা কাজ আমায় মুগ্ধ করে। ২০২২ মেসির শেষ বিশ্বকাপ। এবার তাই অনেকের নজর, অনেক স্বপ্ন রয়েছে মেসিকে ঘিরে। লিওনেলকে সামনে থেকে খেলতে দেখা আমার স্বপ্ন যেটা আজ সত্যি হতে চলেছে।'