Top Social Post: ধারাবাহিক শেষ হতে না হতেই শ্রুতির 'স্বপ্নপূরণ'.. কী সেই সুখবর? ১০ কোটি হারালেন 'পুষ্পা' !
Social Post Today: দিনের শেষে, আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। টলিউড থেকে বলিউড আমরা দিন শেষে খুঁজে নেওয়ার চেষ্টা করব সোশ্যালের সেরাদের।
কলকাতা: আজকাল সোশ্যাল মিডিয়া (Social Media) ছাড়া এক মুহূর্তও চলা দায়। প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সোশ্যাল মিডিয়া। তা কোনও ছবির ক্ষেত্রেই হোক, বা কোনও তারকার নিজস্ব প্রচারই হোক। তারকা, প্রযোজনা সংস্থা তো বটেই, সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়ায় তাঁদের জীবনের প্রত্যেক মুহূর্তের আপডেট শেয়ার করতে বেশ পছন্দ করেন। শুধু নিজেদের কাজই নয়, নিজেদের দৈনন্দিন জীবনের টুকরো মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তারকারা। আর সেসব দেখতে মুখিয়ে থাকেন অনুরাগীরা। টলিউড (Tollywood) থেকে বলিউড (Bollywood)... প্রায় প্রত্যেক তারকাই এখন সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয়। আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। সে প্রচারই হোক বা নিছক আলসে মুহূর্ত.. টলিউড থেকে বলিউড, আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব, বিনোদন দুনিয়ার সোশ্যালের সেরা খবরগুলোকে।
প্রায় শেষের পথে তাঁর ধারাবাহিকের সম্প্রচার। তবে সেই মনখারাপ সামলেও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত পর্দার 'রাঙাবউ' শ্রুতি দাস (Shruti Das)। নতুন বাড়ি করেছেন তিনি, কিনেছেন ফ্ল্যাটও। সোশ্যাল মিডিয়ায় সেই হদিশই দিলেন শ্রুতি।
ধারাবাহিকের হাত ধরেই তাঁর জনপ্রিয়তা পাওয়া। তারপরে জীবনে প্রেম আসা। কাটোয়ার মেয়ে শ্রুতির কর্মসূত্রে ঠিকানা হয়েছে কলকাতা। আর সেখানেই, বাবা-মায়ের জন্য একটি বাড়ি করে দিলেন শ্রুতি। শুধু তাই নয়, স্বামী স্বর্ণেন্দু সমাদ্দার (Swarnendu Samaddhar)-এর সঙ্গে মিলে আরও দুটো ফ্ল্যাটও কিনেছেন তাঁরা। সোশ্য়াল মিডিয়ায় সেই ঝলকই শেয়ার করে নিলেন অভিনেত্রী।
গৃহপ্রবেশের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়ে শ্রুতি লিখেছেন, 'ছোটবেলার স্বপ্নপূরণ কী যে তৃপ্তির। নিজের বাবা-মায়ের জন্য বাড়ি বানিয়ে দেওয়া, নিজের স্বামীর সঙ্গে মিলে আরও দুটো ফ্ল্যাট কেনা..' গৃহপ্রবেশের যাবতীয় নিয়মনীতি পালন করেছেন শ্রুতি-স্বর্ণেন্দু। রয়েছেন তাঁদের বাবা-মাও। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী।
অন্যদিকে, ইতিমধ্যেই আল্লুর অনুরাগীরা অপেক্ষা করে আছেন কবে মুক্তি পাবে তার পরের ছবি 'পুষ্পা ২: দ্য রুল' (Pushpa: The Rule), আর তারই মধ্যে এক বড় ঘটনা ঘটে গেল আল্লুর জীবনে। ছবি মুক্তির আগেই একটি সাহসী পদক্ষেপ করলেন আল্লু (Allu Arjun)। আর সেই পদক্ষেপে উত্তাল নেটপাড়া। কীভাবে এই সিদ্ধান্ত নিলেন আল্লু? জানা গিয়েছে একটি পান ও মদের ব্র্যান্ডের বিজ্ঞাপনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। আর তাতেই নাকি লোকসান হয়েছে তাঁর।
সূত্রের খবর, সেই ব্র্যান্ডের চুক্তি ছিল 'পুষ্পা' ছবিতে আল্লু যতবার ধূমপান করবেন বা মদ্যপান করবেন কিংবা গুটখা খাবেন, ততবারই ছবির পর্দায় তাদের ব্র্যান্ডের বিজ্ঞাপন ভেসে উঠবে। আর এই চুক্তির জন্য আল্লুকে ১০ কোটি টাকা দিতেও রাজি ছিল সেই ব্র্যান্ড। কিন্তু আল্লু হেলায় সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। তবে এটাই প্রথমবার নয়, এর আগেও অনেকবার বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনী প্রচারের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। 'পুষ্পা: দ্য রাইজ'-এর বিশাল সাফল্যের পর একটি তামাক কোম্পানি তাকে টিভি বিজ্ঞাপনের (Brand Endorsement) জন্য মোটা অঙ্কের টাকার প্রস্তাব দিলেও অত্যন্ত বিনয়ের সঙ্গে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন আল্লু।