'Toxic' Movie Update: করিনা কপূরকে সরিয়ে নয়নতারা এবার যশের 'টক্সিক' ছবির মুখ্য চরিত্রে?
'Toxic': গত বছরের ডিসেম্বর মাসে 'টক্সিক' ছবির একটি মোশন পোস্টার প্রকাশ্যে আসে। সেখানে যশকে দেখা যাবে মাথায় একটি 'কাউবয় হ্যাট' পরে, মুখে সিগারেট নিয়ে এবং হাতে বন্দুক নিয়ে।
নয়াদিল্লি: ফের শিরোনামে দক্ষিণী তারকা যশ (Yash) অভিনীত 'টক্সিক' (Toxic)। শোনা যাচ্ছে 'কেজিএফ' তারকার ('KGF' Star) বিপরীতে এই ছবিতে দেখা যাবে না করিনা কপূরকে (Kareena Kapoor Khan)। তাঁর বদলে কে থাকবেন? এর আগে শোনা গিয়েছিল 'টক্সিক' ছবিতে করিনা কপূর খান ও কিয়ারা আডবাণীকে (Kiara Advani) বাছা হয়েছে। তবে এখন শোনা যাচ্ছে তাঁদের সরিয়ে লেডি সুপারস্টার নয়নতারাকে (Nayantara) ফাইনাল করা হয়েছে 'টক্সিক' ছবির নায়িকা হিসেবে।
'টক্সিক' ছবির মুখ্য নারী চরিত্রে নয়নতারা?
বিনোদন দুনিয়ার সংবাদ মাধ্যম 'পিঙ্কভিলা'র প্রতিবেদন অনুযায়ী, নয়নতারা এই ছবিতে সরিয়েছেন করিনা কপূর খানকে। পরিচালক গীতু মোহনদাস নাকি এখন ছবির মুখ্য চরিত্রের জন্য কথা বলছেন নয়নতারার সঙ্গে এবং তাঁরা নাকি একাধিক মিটিংও করছেন এই প্রসঙ্গে।
পিঙ্কভিলার প্রতিবেদনে বলা হয়, 'নয়নতারা 'টক্সিক' ছবিতে অভিনয় করার জন্য উত্তেজনা প্রকাশ করেছেন এবং এই মুহূর্তে লজিস্টিকসের আলোচনা হচ্ছে। খুব সুন্দরভাবে তৈরি এক বোনের চরিত্র এটি যার তাঁর ইমেজের সঙ্গে মানানসই। একজন মহিলার জন্য এত কঠিন এক চরিত্র লিখেছেন গীতু মোহনদাস, তাতে খুশি নয়নতারা এবং চরিত্রের দৃষ্টিকোণের সঙ্গে খুব ভাল একাত্ম বোধ করতে পারছেন তিনি। কথা চলছে এখনও এবং গোটা টিম একসঙ্গে কাজ করতে লজিস্টিকস ঠিকঠাক করার জন্য। যদি সব ঠিকঠাক থাকে, তাহলে দিন পনেরোর মধ্যে নির্মাতারা নয়নতারাকে নিয়ে কাজ শুরু করে দেবেন।'
কিছুদিন আগে শোনা যায় যে এই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন করিনা কপূর। পিঙ্কভিলারই একটি প্রতিবেদন অনুযায়ী, তারিখের সমস্যার জন্য এই ছবির কাজ হাতছাড়া করেন করিনা। 'টক্সিক' ছবিতে ভাইবোনের এক দৃঢ় বন্ধনের কথা, আবেগের কথা বলা হবে। ছবির গল্পের ক্ষেত্রে বোনের চরিত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে কোন অভিনেত্রীকে নেওয়া হবে এই চরিত্রে তা নিয়ে জল্পনা রয়েছে বিস্তর। নির্মাতারা এমন এক অভিনেত্রীকে খুঁজছেন যাঁর প্যান ইন্ডিয়া উপস্থিতি প্রকট।
আরও পড়ুন: Television Update: টেলিপাড়ায় জোড়া বিয়ে! একসঙ্গে ছাদনাতলায় ৪ অভিনেতা-অভিনেত্রী? কে কে বিয়ে সারলেন?
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বর মাসে 'টক্সিক' ছবির একটি মোশন পোস্টার প্রকাশ্যে আসে। সেখানে যশকে দেখা যাবে মাথায় একটি 'কাউবয় হ্যাট' পরে, মুখে সিগারেট নিয়ে এবং হাতে বন্দুক নিয়ে। যদিও তাঁর মুখ পরিষ্কার করে বোঝা যাচ্ছিল না, তবে তা সম্ভবত ইচ্ছাকৃতই করেন নির্মাতারা যাতে যশের প্রথম লুক এখনই প্রকাশ্যে না আসে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।