এক্সপ্লোর
৬ তারিখ মুক্তি পাচ্ছে ‘রেঙ্গুন’-এর প্রথম ট্রেলার

মুম্বই: কঙ্গনা রানাওয়াতের ছবি ‘রেঙ্গুন’-এর ট্রেলার মুক্তি পাচ্ছে ৬ তারিখ। ছবির পরিচালনা করছেন বিশাল ভরদ্বাজ। কঙ্গনা ছাড়াও রয়েছেন শাহিদ কপূর ও সেফ আলি খান। ৪০-এর দশকের সর্বব্যাপী যুদ্ধের আবহে তৈরি ‘রেঙ্গুন’। ভারতের স্বাধীনতা সংগ্রাম তখন চলছে পুরোদমে। এর সঙ্গেই ছবিতে চলে আসবে বেশ কিছু ঐতিহাসিক ঘটনাপ্রবাহ। কঙ্গনা এই ছবিতে জানবাজ মিস জুলিয়া, ৪০-এর অ্যাকশন ডিভা। শাহিদ সেনা অফিসার।
‘রেঙ্গুন’-এর পোস্টারের মধ্যে একটি ছবির পোস্টার প্রকাশিত হয়েছে। তাতে দেখা যাচ্ছে কালো পোশাকে কঙ্গনা, হাতে চাবুক, পাশে সাদা ঘোড়া। পোস্টারে দেখা যাচ্ছে, ছবিটি নভরোজ টকিজের, নাম ‘তুফান কি বেটি’।
২৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘রেঙ্গুন’।
‘রেঙ্গুন’-এর পোস্টারের মধ্যে একটি ছবির পোস্টার প্রকাশিত হয়েছে। তাতে দেখা যাচ্ছে কালো পোশাকে কঙ্গনা, হাতে চাবুক, পাশে সাদা ঘোড়া। পোস্টারে দেখা যাচ্ছে, ছবিটি নভরোজ টকিজের, নাম ‘তুফান কি বেটি’।
২৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘রেঙ্গুন’। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি





















