New Serial Update: 'নিজেদের গল্প' নিয়ে ছোটপর্দায় প্রযোজক হিসেবে ফিরছেন যিশু-নীলাঞ্জনা, আসছে 'হরগৌরী পাইস হোটেল'
'Horo Gouri Pice Hotel': এই ধারাবাহিকে শঙ্করের চরিত্রে দেখা যাবে রাহুল মজুমদারকে। অন্যদিকে ঐশানীর চরিত্রে দেখা যাবে শুভস্মিতা মুখোপাধ্যায়কে।এই ধারাবাহিকের হাত ধরেই কাজ শুরু করছেন শুভস্মিতা।
কলকাতা: স্টার জলসা (Star Jalsha) নিয়ে আসছে নতুন ধরনের ধারাবাহিক 'হরগৌরী পাইস হোটেল' (Horo Gouri Pice Hotel)। দুই ভিন্ন ধারার মানুষের একসঙ্গে পথচলার গল্প বলবে এই ধারাবাহিক।
আসছে 'হরগৌরী পাইস হোটেল'
নতুন ধারাবাহিক নিয়ে আসছে স্টার জলসা। নাম 'হরগৌরী পাইস হোটেল'। শঙ্কর ও ঐশানীর একসঙ্গে পথচলার গল্প বলবে এই ছবি। তাঁরা দু'জনেই একেবারে উল্টো ধরনের পরিবারে বড় হয়েছেন। ভিন্ন তাঁদের জীবনধারা। কিন্তু একাধিক বিভেদ সত্ত্বেও তাঁরা দু'জনেই একের অপরের ক্ষমতা বোঝেন, একে অন্যের পাশে থাকেন। আর সেই সহযোগিতাই তাঁদের জীবনের গঠনে বড় ভূমিকা পালন করে।
ঐশানী থাকে বালিগঞ্জে। সোনার চামচ মুখে নিয়ে জন্ম তাঁর। বেশ ঝকঝকে দামী কেয়ারফ্রি জীবনযাপনে অভ্যস্ত ঐশানী। 'শিক্ষা একজন ব্যক্তিকে শক্তিশালী করে', এই মূল্যবোধই তাঁর মধ্যে গেঁথে দিয়েছেন ঐশানীর বাবার শিশির। ঐশানীও সেই কথাতেই বিশ্বাসী। সোনার পদকজয়ী ঐশানী আরও বেশি পড়াশোনা করতে চায়।
অন্যদিকে, শঙ্কর ও তাঁর পরিবার থাকে কালীঘাটের পুরনো এক গলিতে। শঙ্করের জীবন আবর্তিত হয় 'হরগৌরী পাইস হোটেল'কে কেন্দ্র করে। তাঁদের জীবনযাপন একটা বিশেষ সময়ে থমকে গেছে যেন। আজকের আধুনিক পৃথিবীর জীবনের থেকে অনেকটাই পিছিয়ে তাঁরা। খুবই সাধারণ জীবন কাটান তাঁরা, বিশেষ আকাঙ্ক্ষাও নেই তাঁদের। প্রজন্মের পর প্রজন্ম ধরে একইভাবে রয়েছেন তাঁরা। বিশেষ বদল ঘটেনি। সেই পরিবারে শিক্ষিত হওয়ার বিশেষ দাম নেই।
কিন্তু বিধির বিধান। শঙ্কর ও ঐশানী এক হয়। তাঁদের পৃথিবী একে অপরের থেকে কতটা আলাদা সেটা বুঝতে পারে তাঁরা। আকাশ আর পাতালের ফারাক থাকা সত্ত্বেও তাঁরা একে অপরকে উৎসাহ দেয়, সঙ্গ দেয়।
আরও পড়ুন: New Serial Update: ছোটপর্দায় এবার দেবাদৃতা-জন জুটি, আসছে ধারাবাহিক 'আলোর ঠিকানা'
এই ধারাবাহিকে শঙ্করের চরিত্রে দেখা যাবে রাহুল মজুমদারকে। অন্যদিকে ঐশানীর চরিত্রে দেখা যাবে শুভস্মিতা মুখোপাধ্যায়কে। এই ধারাবাহিকের হাত ধরেই কাজ শুরু করছেন শুভস্মিতা। 'ব্লু ওয়াটার মোশন পিকচার্স' এই ধারাবাহিকের প্রযোজক। অর্থাৎ প্রযোজক হিসেবে এই ধারাবাহিকের সঙ্গে রয়েছেন যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্ত। যিশুর কথায়, 'আমার সঙ্গে গল্পের শঙ্করের অনেক মিল রয়েছে। আমার আর নীলাঞ্জনার জীবনের সঙ্গেও শঙ্কর ও ঐশানীর গল্পের মিল রয়েছে। টেলিভিশনকে এই গল্প বলার জন্য বেছে নেওয়া কারণ এখানে অনেক দিন ধরে একটা ভাল গল্প বলা যাবে। এটা এমন একটা গল্প যেটা আমাদের নিজেদের গল্প।'
আগামী ১২ সেপ্টেম্বর থেকে, 'হরগৌরী পাইস হোটেল' দেখতে পাওয়া যাবে স্টার জলসায়। সোম থেকে শুক্রবার, ঠিক রাত ১০টায়।