'Alor Thikana': চাকরি খুঁজতে মরিয়া অভি, বাড়ছে আলোর সঙ্গে সম্পর্কের তিক্ততা, 'আলোর ঠিকানা' ধারাবাহিকে নয়া মোড়
Daily Serial Update: অভি নতুন চাকরির খোঁজ করতে থাকে। একাধিক ইন্টারভিউও দেয় সে, কিন্তু সব চেষ্টাই বৃথা হতে থাকে। আলো এই কঠিন সময়ে পাশে দাঁড়াতে চায় অভির। কিন্তু তাতে অভি যেন খানিক অপমানিত বোধ করে।
কলকাতা: সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'আলোর ঠিকানা' (Alor Thikana)। মুখ্য দুই চরিত্র আলো (Alo) ও অভির (Abhi) জীবনের নানা টানাপোড়েনের গল্প উঠে আসে এই ধারাবাহিকে। এবার কোন দিকে ঘুরবে তাদের গল্প? নতুন কোনও সমস্যা আসতে চলেছে তাদের জীবনে? চলতি সপ্তাহের গল্প কী আপডেট জেনে নিন।
'আলোর ঠিকানা' ধারাবাহিকের গল্পে নয়া মোড়
অভি নতুন চাকরির খোঁজ করতে থাকে। একাধিক ইন্টারভিউও দেয় সে, কিন্তু সব চেষ্টাই বৃথা হতে থাকে। আলো এই কঠিন সময়ে পাশে দাঁড়াতে চায় অভির। কিন্তু তাতে অভি যেন খানিক অপমানিত বোধ করে। তার ইগো আঘাত প্রাপ্ত হয়। অন্যদিকে আলোর ব্যবসা থেকে নিজের সাহায্য সরিয়ে নেয় সায়ন্তন, কারণ এইভাবেই সে আদিকে আলোর থেকে দূরে রাখতে চায়।
তবে সায়ন্তনের এই চেষ্টারই সুযোগ নেয় আদি। সে এই সুযোগে আলোর ব্যবসায় সাহায্য করার প্রস্তাব দেয়। আর এখন যে পরিস্থিতিতে আলো রয়েছে, সে বাধ্য হয়ে আদির সাহায্য নেয়। অন্যদিকে অভির অসহায়তা দেখে নিজের সংস্থায় তাকে চাকরির অফার দেয় আলো। কিন্তু এই প্রস্তাবে একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠে অভি। সে কোনও অবস্থাতেই আলো ও আদির সংস্থায় চাকরি করতে চায় না। কারণ সে কিছুতেই ভুলতে পারছে না যে আদির জন্যই নিজের চাকরি হারিয়েছে অভি।
আলো ও অভির মাঝের এই টানাপোড়েনের ভরপুর সুযোগ নেয় দেবরাজ, চারু ও ঋত। তারা আলোর বিরুদ্ধে উস্কানি দিতে থাকে, ফলে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি আরও বাড়তে থাকে।
আরও পড়ুন: 'Roopsagare Moner Manush': প্রবল অপমানের মুখে বাড়ি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় পূর্ণা, তারপর?
এদিকে রাখির দিন উপস্থিত। সেদিন অভি জানায় যে অদৃজার জন্য উপহার কেনার কোনও টাকা তার কাছে নেই। আলো অভিকে উপহার এনে দেয়। কিন্তু এটা ব্যক্তিগত অপমান হিসেবে নিয়ে নেয় অভি এবং সেই উপহার ছুঁড়ে ফেলে দেয়। আদি সেই উপহাক তুলে নেয় এবং আলোকে যে ভুল বুঝছে অভি তার জন্য দুঃখিত হয়। রাগে, দুঃখে, অসহায় অবস্থায় একটি বারে গিয়ে অভি মদ্যপান করতে থাকে। কিন্তু সেখানেও বিল মেটাতে পারে না সে। এই সময় তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় শুভ। আদি এই ঘটনা দেখে আরও উস্কানি দিতে থাকে। অভির রাগ নিয়ন্ত্রণ ছাড়িয়ে যায় এবং সে আদিকে মেরে ফেলতে উদ্যত হয়। এরপর কী হয়? জানতে হলে চোখ রাখুন, টিভির পর্দায়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন