'Pherari Mon': সময়ের সঙ্গে লড়াই করে রেলের গতিকে টেক্কা দিতে পারবে তুলসি? বাঁচবে অগ্নির প্রাণ?
Daily Serial Update: তুলসিকে হুমকি দিয়ে একটি ভিডিও পাঠায় নিখিল, যা দেখে সত্যিই ভয়ের বাতাবরণ তৈরি হয়। ভিডিওয়ে দেখা যাচ্ছে অগ্নিকে একটি রেললাইনের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। তারপর?
!['Pherari Mon': সময়ের সঙ্গে লড়াই করে রেলের গতিকে টেক্কা দিতে পারবে তুলসি? বাঁচবে অগ্নির প্রাণ? Bengali Daily Serial Update Pherari Mon Life on the line Will Tulsi outrun the train to save Agnis life entertainment News 'Pherari Mon': সময়ের সঙ্গে লড়াই করে রেলের গতিকে টেক্কা দিতে পারবে তুলসি? বাঁচবে অগ্নির প্রাণ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/17/ba570f90629ce5b464c314e27a4356c31721158022064229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: কালার্স বাংলার (Colors Bangla) জনপ্রিয় ধারাবাহিক 'ফেরারি মন'-এ (Pherari Mon) একের পর এক চাঞ্চল্যকর মোড়। অগ্নির প্রাণ বাঁচাতে ট্রেনের সঙ্গে টেক্কা দিতে পারবে তুলসি? জীবনের দৌড় কি থেমে যাবে? (Daily Bengali Serial Update)
'ফেরারি মন' ধারাবাহিকে চাঞ্চল্যকর মোড়, অগ্নির প্রাণ বাঁচাতে পারবে তুলসি?
তুলসিকে হুমকি দিয়ে একটি ভিডিও পাঠায় নিখিল, যা দেখে সত্যিই ভয়ের বাতাবরণ তৈরি হয়। ভিডিওয়ে দেখা যাচ্ছে অগ্নিকে একটি রেললাইনের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছে সে। সেই সঙ্গে নিখিলের ঠান্ডা ও দুষ্ট কণ্ঠস্বরে স্পষ্ট যে যাকে বাঁধা হয়েছে সে আসল অগ্নি না নকল, তাতে তার কিচ্ছুই যায় আসে না। যদি তুলসি নিখিলের কথা মতো না চলে তাহলে ওই ব্যক্তি খুন হবেই।
নিখিল একটি নির্দিষ্ট সময় জানিয়ে দেয় যখন ওই ট্র্যাক দিয়ে ট্রেন যাবে। প্রচণ্ড ভয়ে পেয়ে চিন্তায় পড়ে যায় তুলসি। ঘড়ির দিকে তাকিয়ে তখন প্রত্যেকটা সেকেন্ডও যেন অনন্তকাল মনে হচ্ছে। দিশাহীন হয়ে সে বেরিয়ে পড়ে, সময়ের বিরুদ্ধে গিয়ে অগ্নিকে বাঁচাতে। এদিকে ধীরে ধীরে ট্রেনের আওয়াজ জোরালো হচ্ছে, তুলসির হৃদস্পন্দনও দ্রুততর হচ্ছে। ঠিক যেন ধাতব দানব এগিয়ে আসছে রেললাইনের ওপর পড়ে থাকা অসহায় মানুষটির দিকে। অগ্নির কাছে কি সময়ে পৌঁছতে পারবে তুলসি? নাকি হেরে যাবে সে? কী হবে এরপর, জানা যাবে 'ফেরারি মন' ধারাবাহিকে, প্রত্যেকদিন সন্ধ্যা সাড়ে ৬টায়, কালার্স বাংলায় ও যে কোনও সময়ে জিও সিনেমায়।
আরও পড়ুন: Bollywood Update: খলনায়ক অভিষেকের বিরুদ্ধে এবার নায়ক শাহরুখের লড়াই! কোন ছবি? জানালেন বিগ বি
কিছুদিন আগেই ৬০০ পর্ব পার করল 'ফেরারি মন' ধারাবাহিক
এই মাসের শুরুর দিকেই কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'ফেরারি মন' পার করে ৬০০ পর্ব। ২০২২ সালের ৭ নভেম্বর শুরু হয় এই পথচলা। ধারাবাহিকের গল্পে এরপর বয়ে গেছে অনেক ঝড়ঝাপ্টা। তবে ধারাবাহিকের জনপ্রিয়তা থেকেছে অক্ষুণ্ণ। অগ্নি ও তুলসির গল্পে মন মজেছে দর্শকের। এই বিশেষ মাইলফলকের উদযাপনে ধারাবাহিকের সকল কলাকুশলীরা শ্যুটিং সেটেই কেক কেটে হুল্লোড়ে মাতেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)