Nayika No. 1: ধারাবাহিকের চিত্রনাট্য এবার বাস্তবে, দুষ্কৃতীদের গুলিতে আহত শিলা, 'নায়িকা নং ১'-এর গল্পে নয়া ট্যুইস্ট
Daily Serial Update: শিলা তার বাকি টিমের সঙ্গে শ্যুটিংয়ে ব্যস্ত, আর পাঁচটা দিনের মতোই। তার সঙ্গে রয়েছে শুদ্ধ। কিন্তু এই পরিস্থিতিতে হঠাৎই আগমন হয় এক অপ্রত্যাশিত অতিথির। তার নাম প্রতীক্ষা।
কলকাতা: ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক 'নায়িকা নং ১' (Nayika No 1)। কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে ধারাবাহিকের গল্প? পরের পর্বে কোন বিশেষ দিকে মোড় নেবে চিত্রনাট্য? কালার্স বাংলার (Colors Bangla) এই জনপ্রিয় ধারাবাহিকের সমস্ত আপডেট রইল অনুরাগীদের জন্য।
'নায়িকা নং ১' গল্পে নতুন মোড়
কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'নায়িকা নং ১'-এর গল্পে শিহরণ জাগানো নয়া মোড় এবার। যেখানে একসঙ্গে দেখা যাবে প্রেম, প্রতারণার সঙ্গে আসল বুলেটের মিশ্রণ। কী এমন ঘটবে ধারাবাহিকে? গল্পের নয়া মোড়ে দেখা যাবে যে টেলিভিশন ধারাবাহিকের আউটডোর শ্যুটিং হঠাৎ করে সত্যিকারের থ্রিলারে পরিণত হয়ে গিয়েছে। তারপর?
শিলা তার বাকি টিমের সঙ্গে শ্যুটিংয়ে ব্যস্ত, আর পাঁচটা দিনের মতোই। তার সঙ্গে রয়েছে শুদ্ধ। কিন্তু এই পরিস্থিতিতে হঠাৎই আগমন হয় এক অপ্রত্যাশিত অতিথির। তার নাম প্রতীক্ষা। সে এই গোটা আউটডোর শ্যুটিংয়ের অভিজ্ঞতাকে রহস্যময় ও সন্দেহজনক করে তোলে। শিলাকে বিপদে ফেলার জন্য মণিকা ও রঞ্জিতা ছক কষতে থাকে। এরই মধ্যে একান্তে রোম্যান্টিক সময় কাটাচ্ছে যখন শুদ্ধ ও শিলা, তখনই তাদের ওপর নেমে আসে বিপদ। একদল গুন্ডা আক্রমণ করে তাদের। দুষ্কৃতীদের উদ্দেশ্য ছিল, শিলাকে মেরে ফেলার। কিন্তু নায়কের মতো এসে শুদ্ধ তাকে বাঁচিয়ে ফেলে। কিন্তু তখনই ঘটে আসল অঘটন। যে বুলেটের দৃশ্য তৈরি হয়েছিল চিত্রনাট্যের জন্য তা আসল জীবনে ঘটে গেল। গায়ে কাঁটা দেওয়া একের পর এক ট্যুইস্ট দেখার জন্য এবং গল্প এরপর কোনদিকে মোড় নেয় জানার জন্য দেখতে হবে 'নায়িকা নং ১'।
আরও পড়ুন: Singham Again: 'সিঙ্ঘম এগেন'-এ ভিলেনের চরিত্রে অর্জুন কপূর?
ধারাবাহিকের প্রেক্ষাপট এক ঝলকে
জুনিয়র আর্টিস্ট শীতলা ওরফে শীলা, একদিন বড় নায়িকা হওয়ার স্বপ্ন দেখে। একজন আত্মবিশ্বাসী মেয়ে, জীবনের কঠিন পরিস্থিতিতেও সে কখনও তার স্বপ্নের পেছনে ছুটতে হাল ছাড়ে না। নিজেকে শীতলার থেকে শীলা বলে ডাকতেই বেশি পছন্দ করে সে, কারণ সেই নামটাই বেশি 'ফিল্মি'। তাঁর নিরীহ, উচ্ছ্বসিত ও জীবনের প্রতি ইতিবাচক চরিত্রের জন্য মানুষ তাঁকে পছন্দও করে। শীতলার হালকা মজার মুহূর্তগুলো দর্শকের মুখে হাসি এনে দেয়। অন্যদিকে, শুদ্ধ সেন এক শিক্ষিত ও শৃঙ্খলাবদ্ধ পরিবারের ছেলে। নিয়তির খেলায় শীলার থেকে সে 'মিথ্যা বিয়ে'র সাহায্য নেয়, কারণ পরিবারের ঠিক করা 'আসল বিয়ে' থামাতে চায় সে। অবশেষে এক চরিত্র পেল যেন শীলা, কিন্তু তা শুদ্ধর প্রেমিকা হওয়ার। সেই চরিত্র মেনে নেওয়া, থেকে তাঁর নায়িকা হওয়ার স্বপ্নপূরণ, এই কাহিনিই 'নায়িকা নং ১'-এর ধারাবাহিকের প্রেক্ষাপট। 'নায়িকা নং ১' ধারাবাহিকে শীলার চরিত্রে অভিনয় করেন ঋতব্রতা দে ও শুদ্ধ সেনের চরিত্রে রয়েছেন ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়। প্রত্যেকদিন সন্ধ্যা সাড়ে ৮টায় এই ধারাবাহিক দেখা যায় 'কালার্স বাংলা'য়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন