Mamata Banerjee: 'সিরিয়াল প্রেমী' মমতা বন্দ্যোপাধ্যায়, ভাগ করে নিলেন মনের কথা
Tele Academy Awards: মুখ্যমন্ত্রীর মতে বাংলা ধারাবাহিকের মাধ্যমে শিক্ষিত হয়ে ওঠেন দর্শক, তাঁদের সমাজ চেতনা বাড়ে। মুখ্যমন্ত্রী বলেন, 'আমি অনেক সময় দেখেছি আপনারা অনেক ভাষা সংস্কৃতিকেও উদ্বুদ্ধ করছেন।'
![Mamata Banerjee: 'সিরিয়াল প্রেমী' মমতা বন্দ্যোপাধ্যায়, ভাগ করে নিলেন মনের কথা Mamata Banerjee Praises daily serials and shares her views on small screen works at tele academy awards Mamata Banerjee: 'সিরিয়াল প্রেমী' মমতা বন্দ্যোপাধ্যায়, ভাগ করে নিলেন মনের কথা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/24/f694bf064fee2ba8fb9898519e47cc231692899849643229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: ছোটপর্দায় দিনের পর দিন ধরে চলতে থাকা একাধিক ধারাবাহিক (daily serials) প্রত্যেকদিন মন ভরিয়ে রাখেন দর্শকের। ঘরে ঘরে দর্শকের মনোরঞ্জনের দায়িত্ব নেন ছোটপর্দার তারকারা। তাঁদেরই কাজকে সম্মান জানানোর মঞ্চ টেলি অ্যাকাদেমি অ্যাওয়ার্ডস (Tele Academy Awards)। বৃহস্পতিবার সেই অনুষ্ঠানের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief Minister Mamata Banerjee) মুখে টেলিভিশন চ্যানেল (television channel) ও বাংলা ধারাবাহিকের (bengali serial) ঢালাও প্রশংসা শোনা গেল। তিনি যে নিয়মিত সিরিয়াল দেখেন, এবং একদিন না দেখতে পারলে তাঁর বেশ 'অসুবিধা'ই হয় খোলসা করলেন সেই কথাও। একের পর এক জনপ্রিয় ধারাবাহিকের নাম নিয়ে করলেন ভূয়সী প্রশংসা।
মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ধারাবাহিকের ঢালাও প্রশংসা
মুখ্যমন্ত্রীর মতে বাংলা ধারাবাহিকের মাধ্যমে শিক্ষিত হয়ে ওঠেন দর্শক, তাঁদের সমাজ চেতনা বাড়ে। মুখ্যমন্ত্রী বলেন, 'আমি অনেক সময় দেখেছি আপনারা অনেক ভাষা সংস্কৃতিকেও উদ্বুদ্ধ করছেন। যেমন 'ইষ্টি কুটুম'-এ আমি দেখেছিলাম গ্রামের ট্রেডিশনাল ভাষা বলছেন। 'বাংলা মিডিয়াম'-এ যেমন দেখি একটা সমাজকে শিক্ষিত করার জন্য কতবার তাঁকে লড়াই করতে হয় জীবনযুদ্ধে। 'অনুরাগের ছোঁয়া'য় অনুরাগ তো নিশ্চয়ই, হাসিও আছে কান্নাও আছে ভালবাসাও আছে। আর ছোট্ট দুটি ফুল, বাপরে কী কথা বলে! আর কী সুন্দর অভিনয় করে। আমাদের লাড্ডু কত ভাল অভিনয় করে।'
নতুন নতুন একাধিক ধারাবাহিকেরও প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, 'নতুন নতুন অনেক সিরিয়াল, সে 'জগদ্ধাত্রী'ই বলুন, 'নিমফুল'ই বলুন, 'অনুরাগের ছোঁয়া' বলুন, 'গুড্ডি' বলুন, এঁদের দ্বৈত চরিত্র, দুর্দান্ত। 'রামপ্রসাদ' হিসেবে সব্যসাচীর তুলনা হয় না। 'গাঁটছড়া'ও। প্রত্যেকে এত ভাল কাজ করেন।'
নিয়ম করে রোজ ধারাবাহিক দেখেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'একদিন যদি একটা না দেখতে পারি, তাহলে মনে হয় পরের দিন কী দেখাবে, আমি নিজে নিজে ভেবে নিই।' 'হরগৌরী পাইস হোটেল' ধারাবাহিকের উল্লেখ করে তিনি বলেন, 'পরিবারের মধ্যে থেকে একটা ব্যবসাকে দাঁড় করিয়েছেন আপনারা, তাই নিয়ে কত সংঘর্ষ।'
তারপরেই মজা করে বলেন, 'আর একটা জিনিস তো আপনাদের থাকেই। একজনের তিনবার বিয়ে হচ্ছে, আর একটা কুটকচালি থাকবেই। নেতিবাচক চরিত্র। ইতিবাচককে নেতিবাচক করে সিরিয়ালটিকে আরও একটু বাড়িয়ে দেওয়া। আর যদি কেউ চলে যায় আপনারা তাদের মেরে দেন। এসবও আমি বুঝতে পারি। আমি দেখলেই বুঝতে পারি।'
মুখ্যমন্ত্রীর মুখে প্রশংসা পেয়ে হাততালিতে ফেটে পড়ে দর্শকাসন। সকলেই উচ্ছ্বসিত।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)